Updates :
Loading...

গত বিসিএস (৩৫তম লিখিত) অনেক কঠিন ‪প্রবাদ‬-প্রবচন গুলো দেওয়া হল ,তাই এ গুলো আগে পড়ুন । কাজে লাগবে ইনশাল্লাহ



গত বিসিএস(৩৫তম লিখিত) অনেক কঠিন‪#‎প্রবাদ‬-প্রবচন এসেছিল,তাই কিছু শেয়ার করলাম।। কাজে লাগবে ইনশাল্লাহ।।।।
১. অনঅভ্যাসের ফাটা কপাল চর চর করে=হঠাৎ করে অাসা সুখ অসহ্য লাগে।
২. অকর্মা নাপিতের ধামা ভরা খুর= অযোগ্যতা ঢাকার জন্য বাড়তি অায়োজন।
৩. অতি দর্পে হত লঙ্কা= অহংকার পতনের মুল কারন।
৪. অাদ্যিকালের বদ্যি বুড়ো= খুব প্রাচীন ব্যক্তি। 
৫.অাপন কোলে ঝোল টানা= নিজের স্বার্থকে বড় কের দেখা।
৬.ইঁদুর চেনে না ভগবত পুঁথি= সর্বস্ব অনিষ্ঠকারী।

৭.উড়ো খই গোবিন্দায় নম= অকেজো জিনিস দান করে অাত্নতৃপ্তি।
৮. ওল বলে মান কচু তুই বড় লাগো= নিজের দোষ ঢেকে অন্যকে গালমন্দ করা।
৯. কনের ঘরের পিসি বরের ঘরের মাসি= দুপক্ষের সাথে মিল রেখে উভয়কে উভয়ের বিরুদ্ধে উসকানি দেয়া
১০. খালি কলসি বাজে বেশি= অন্তঃসারশুন্য

১১. খুটির জোরে ভেড়া নাচে= শক্তিমানের সাহায্যে শক্তি বৃদ্ধি পায়
১২. গাছেরও খায় তলারও কুড়ায়= সব কিছু অাত্নসাৎ করা
১৩. ঘটি ডুবে না, নাম তাল পুকুর= ক্ষুদ্র ব্যাক্তির বড় নাম গ্রহণ।
১৪. ঘোমটার নিচে খমটা নাচ= বাইরে সাধু ভিতরে খল।
১৫. চেনা বামুনের পৈতা লাগে না= সজনপ্রীতি


১৬. ছাই ফেলতে ভাঙা কুলো= কেবল অপ্রিয় কাজে যার প্রয়োজন
১৭. ছাগল দিয়ে ধান মারানো= অযোগ্যকে দায়িত্ব দিয়ে কাজ হাসিল করা।
১৮. ছেঁড়া চুলে খোপা বাঁধা= পরকে অাপন করার চেষ্টা
১৯. ঠেলার নাম বাবাজি= চাপে পড়ে কাবু হওয়া
২০. ঢাকিশুদ্ধ বিসর্জন = সমস্ত সম্পর্ক ছিন্ন করা।
২১. দক্ষিনে হাওয়া দেওয়া= কোন দায়িত্ব না রাখা

২২.নাকের বদলে নরুন = প্রাপ্যের চেয়ে কম পাওয়া
২৩. পরকাল ঝরঝরে করে দেয়া= সর্বনাশ করা।
২৪. পাথরে পাঁচ কিল= অদৃষ্ট সুপ্রসন্ন
২৫. ফুলের ঘায়ে মূর্ছা যাওয়া= সামান্য কষ্টে হাঁপিয়ে ওঠা
২৬. বিড়ালের ভাগ্যে শিকা ছেড়া= অাকস্মিক সুযোগ লাভ
২৭. ব্যাঙের অাধুলি = সামান্য ধনের জন্য অহংকার করা
২৮. ভাগের মা গঙ্গা পায় না=ভাগাভাগির কাজ সিদ্ধ হয় না
২৯. মরা হাতি লাখ টাকা= সর্ব অবস্থায় দামি

৩০. মোঘলের সঙ্গে খানা খাওয়া= বেকায়দায় পরে লাঞ্ছনা ও অপমান সহ্য করা
৩১. যারে দেখতে নারি তার চলন বাকা= মনের গরমিল
৩২. শিয়ালের ডাক= অশুভ লক্ষণ
৩৩. হাড়-হদ্দ= পরিপূর্ণ

৩৪. হাড়ে দুর্বা গজানে= অত্যন্ত কুঁড়ে
৩৫. শিব গড়তে বাদর= ভাল করতে গিয়ে মন্দ করা

Share This Post

Related Articles

Previous
Next Post »