Updates :
Loading...

২০১৬ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি (বিজ্ঞান)


বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বিজ্ঞান বিষয় থেকে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।

অধ্যায়-৪
১৬। কোনটি প্রকৃত ফল?
ক. আম খ. আতা খ. আপেল ঘ. চালতা
১৭। নিশ্চিতকরণের পূর্বশর্ত কী?
ক. পরাগায়ন খ. পরাগনালি সৃষ্টি
গ. জনন কোষ সৃষ্টি ঘ. গর্ভাশয়
# নিচের চিত্র থেকে ১৮ ও ১৯ নম্বর প্রশ্নের উত্তর দাও:

১৮। কোন অংশটি পরাগরেণু ধারণ করে?
ক. m খ. n গ. o ঘ. p
১৯। নিচে P অংশটি—
i. ফলে পরিণত হয় ii. বীজে পরিণত হয়
iii. বংশবিস্তারে সাহায্য করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২০। স্বপরাগায়নের সুবিধা কোনটি?
ক. নতুন চরিত্রের সংমিশ্রণ হয়
খ. প্রজাতির বিশুদ্ধতা রক্ষিত হয়
গ. নতুন প্রকরণ সৃষ্টি হতে পারে
ঘ. বীজ সঠিক জীবনীশক্তিসম্পন্ন হয়
# নিচের চিত্র থেকে ২১ ও ২২ নম্বর প্রশ্নের উত্তর দাও:

২১। চিত্রে P অংশটি কী?
ক. ডিম্বাণু খ. প্রতিপাদ কোষ
গ. সেকেন্ডারি নিউক্লিয়াস ঘ. সহকারী কোষ
২২। ভ্রূণ ও শস্য সৃষ্টিতে অংশগ্রহণ করে—
ক. P ও Q খ. P ও R
গ. Q ও R ঘ. Q ও S
২৩। কোনটি মাটির নিচে সমান্তরালভাবে অবস্থান করে?
ক. কন্দ খ. স্টোলন
গ. রাইজোম ঘ. অফসেট
২৪। বুলবিলের মাধ্যমে প্রজনন হয় কোনটির?
ক. পাথরকুচি খ. ফণীমনসা
গ. কচুরিপানা ঘ. চুপড়ি আলু
২৫। ফুলের সবচেয়ে বাইরের অংশ কোনটি?
ক. বৃতি খ. দল গ. পুংকেশর ঘ. স্ত্রীকেশর
২৬। ফল ও বীজ উত্পাদনের পূর্বশর্ত কোনটি?
ক. নিষেক খ. পরাগায়ন
গ. পুংগ্যামেট সৃষ্টি ঘ. স্ত্রীগ্যামেট সৃষ্টি
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-৪
১৬. ক ১৭. গ ১৮. ক ১৯. গ ২০. খ ২১. খ ২২. গ ২৩. গ ২৪. ঘ ২৫. ক ২৬. খ
প্রভাষক
রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকা

Share This Post

Related Articles

Previous
Next Post »