জাতিসংঘের টেকনোলজি ব্যাংকের গভর্নিং কাউন্সিলে মাইক্রোসফট বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবিরকে বিশেষজ্ঞ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) জন্য টেকনোলজি ব্যাংকের হয়ে কাজ করবেন সোনিয়া বশির কবির। এলডিসি আওতাভুক্ত দেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে টেকনোলজি ব্যাংকে মোট ১২ জন বিশেষজ্ঞ নিয়োগ দিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। সোনিয়া এতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন এবং মেধাস্বত্ব—এ দুটি বিভাগ নিয়ে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে তাঁকে। এ কাজের জন্য তিনি কোনো সম্মানী পাবেন না। তবে টেকনোলজি ব্যাংকের কাজের জন্য ভ্রমণ এবং আনুষঙ্গিক খরচ জাতিসংঘের নীতিমালা অনুযায়ী দেওয়া হবে বলে জানা যায়।
বিজ্ঞপ্তি
বিজ্ঞপ্তি
#প্রথম আলো