কে কী পুরস্কার পেলেনঃ-
.
১. ফেয়ার প্লে ট্রফি: সানরাইজার্স
হায়দারাবাদ, একটা ট্রফি।
.
২. সেরা উদীয়মান ক্রিকেটার :
মুস্তাফিজুর রহমান, ১০ লাখ রুপি এবং
ট্রফি।
.
৩. দ্রুতগতির হাফ সেঞ্চুরি : ক্রিস মরিস,
১৭ বলে। ১০ লাখ রুপি এবং ট্রফি।
.
৪. আইপিএলের ইয়েস ব্যাংক
ম্যাক্সিমাম: বিরাট কোহলি, ট্রফি
এবং ১০ লাখ রুপি।
.
৫. সবচেয়ে বেশি ক্যাচ ধরে সেরা
ফিল্ডার: এবি ডি ভিলিয়ার্স। ১০
লাখ রুপি এবং ট্রফি।
.
৬. সবচেয়ে গ্ল্যামারার্স শট
খেলেছেন: ডেভিড ওয়ার্নার। ১০ লাখ
রুপি এবং ট্রফি।
.
৭. আসরের সেরা ক্যাচ : সুরেশ রায়না,
ট্রফি এবং ১০ লাখ রুপি।
.
৮. বেশি রান সংগ্রাহক হিসেবে
অরেঞ্জ ক্যাপ : বিরাট কোহলি (৯৭৩
রান), ১০ লাখ রুপি এবং ক্রেস্ট।
.
৯. বেশি উইকেট সংগ্রাহক হিসেবে
পার্পল ক্যাপ : ভুবনেশ্বর কুমার (২৩
উইকেট), ১০ লাখ রুপি এবং ক্রেস্ট।
.
১০. মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার : বিরাট
কোহলি, ১০ লাখ রুপি এবং ট্রফি।
.
১১. রানারআপ : ফাইনালে পরাজিত
ব্যাঙ্গালুরুকে প্রাইজ মানি দেয়া
হয়েছে ১০ কোটি রুপি।
.
১২. আইপিএলের চ্যাম্পিয়ন: হিসেবে
সানরাইজার্স হায়দারাবাদ পেলো ১৫
কোটি রুপি।