Updates :
Loading...

অবশেষে বেসরকারি শিক্ষক নিয়োগের জন্য গণ বিজ্ঞপ্তি


বেসরকারি শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে শিগগিরই। এর মাধ্যমেই ৭ মাস

যাবত বন্ধ থাকা এন্ট্রি লেভেলের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া পুণরায় চালু হবে।

সাংবাদিকদের এসব তথ্য গত বুধবার জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

এ সময় মন্ত্রী সাংবাদিকদের আরো জানান, বেসরকারি স্কুল-কলেজ ও মাদ্রাসায় পুরনো
নিবন্ধনধারীরাও যাতে শিক্ষক হিসেবে নিয়োগ পান সে ব্যবস্থা রাখা হবে।
সাংবাদিকদের সঙ্গে আলাপের ঠিক আগে বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষের
চেয়ারম্যান এস এস আজহারসহ কয়েকজন সভাকক্ষেে বিভিন্ন বিষয়ে আলাপ করেন বলে
জানা যায়।
এক প্রশ্নের জবাবে নিবন্ধন কর্তৃপক্ষের একজন কর্মকর্তা মিডিয়াকে বলেন, গণবিজ্ঞপ্তির
খসড়া তৈরি করে মন্ত্রণালয়ে জমা দেয়া হয়েছে। পরীক্ষা নিরীক্ষা করে ওয়েবসাইটে প্রকাশ
করবে মন্ত্রণালয়। আবেদনের ফরমও তৈরি করে দেয়া হয়েছে।
খসড়ার কপি ইতোমধ্যে বিভিন্ন গণমাধ্যম কে দেওয়া হয়েছে , চূড়ান্ত হলেই প্রকাশ করা হবে।

বুধবারে মন্ত্রীর দেওয়া এই বক্তব্যের সুত্র ধরে এবং নিয়োগ প্রক্রিয়ায় যারা যুক্ত আছেন
তাদের বরাত দিয়ে প্রাপ্ত সুত্র বলছেন ইতোমধ্যে পরীক্ষা নিরীক্ষা শেষ হতে চলেছে এবং

আগামী সপ্তাহে এটা প্রকাশ করা হতে পারে বলে সংশিষ্টরা বলছেন ।
কোনভাবেই এটা পেছানোর সুযোগ নেই।

অপর এক কর্মকর্তা, ৫ম থেকে ১১তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের মেধা তালিকা তৈরি
  1. করে রাখা আছে। উপরের নির্দেশ পেলেই প্রকাশ করবো। নতুন নিয়মে কীভাবে পুরনো
নিবন্ধনধারীদের নিয়োগের ব্যবস্থা হবে তা স্পষ্ট করে বলতে পারেননি ওই কর্মকর্তা।

Share This Post

Related Articles

Previous
Next Post »