Updates :
Loading...

কবি-গ্রন্থ মনে রাখার সহজ কৌশল (রবীন্দ্রনাথ ঠাকুর)


রবীন্দ্রনাথের উপন্যাস মনে রাখার সহজ কৌশল

উপন্যাস: 

"গোড়া শেষের কবিতার চার অধ্যায় লিখতে গিয়ে চতুরঙ্গের চোখের বালিতে পরিণত হল। দুইবোন মালঞ্চ ও রার্জষিকে ঘরের বাইরে যোগাযোগ করে পেলনা বলে বৌ ঠাকুররানীর হাটে খুঁজতে গিয়ে নৌকাডুবি হল।"

১.গোরা
২.শেষের কবিতা
৩.চার অধ্যায়
৪.চতুরঙ্গ
৫.চোখের বালি
৬.দুই বোন
৭.মালঞ্চ
৮.রার্জষি
৯.ঘরের বাইরে
১০.যোগাযোগ
১১.বৌঠাকুররানীর হাট
১২.নৌকাডুবি

অথবা,

“ বৌ রা বালি নৌকাডুবে
পতি গোরা বাইরে ,
রঙ্গ যোগে শেষের বোন
মরল( /মলল) চার অধ্যায়ে।”

অথবা,

বৌয়ের চোখে চার নৌকাডুবি দেখে দুইবোন করুনার শেষে চতুর রাজর্ষি গোরাকে নিয়ে ঘরে বাইরে যোগাযোগ করল।“
১) বৌয়ের--- বৌঠাকুরানীর হাট
২) চোখের--- চোখের বালি
৩) চার--- চার অধ্যায়
৪) নৌকাডুবি--- নৌকাডুবি
৫) দুই বোন--- দুই বোন
৬) করুনা--- করুনা
৭) শেষে--- শেষের কবিতা
৮) চতুর--- চতুরঙ্গ
৯) রাজর্ষি--- রাজর্ষি
১০) গোরা--- গোরা
১১) ঘরেবাইরে--- ঘরেবাইরে
১২) যোগাযোগ-যোগাযোগ


রবি ঠাকুরের (রবীন্দ্রনাথ ঠাকুরের) ছোট গল্প সহজে মনে রাখার উপায়:

ছোট গল্প: পোস্টমাস্টার কাবুলিওয়ালা দেনা পাওনার কর্মফলে হৈমন্তির দিদির পত্র রক্ষা করতে পারল না
১। পোস্টমাস্টার
২। কাবুলিওয়ালা
৩। দেনা পাওনা
৪। কর্মফল
৬। হৈমন্তি
৭। দিদি
৮। পত্র রক্ষা
রবি ঠাকুরের (রবীন্দ্রনাথ ঠাকুরের) প্রেমের গল্প সহজে মনে রাখার উপায়:
প্রেমের গল্প: দূর আশায় দৃষ্টিদান করে ল্যাবরেটরীর অধ্যাপক তার নষ্টনীড় জীবনের শেষের রাত্রির শেষ কথার সমাপ্তি টেনে স্ত্রীর কাছে পত্র লেখেন
১। ল্যাবরেটরী
২। অধ্যাপক
৩। নষ্টনীড়
৪। শেষ রাত্রি
৫। সমাপ্তি
৬। স্ত্রীর পত্র
৭। একরাত্রি
৮। দূর আশা
৯। দৃষ্টিদান


রবীন্দ্রনাথের বিখ্যাত নাটকগুলি মনে রাখার কৌশল:
"রাজা অচলায়তন চিরকুমারকে ডেকে রক্তকরবী মুক্ত মুকুট নিয়ে অরুনাচল অরুপরতনকে সঙ্গে নিয়ে কালের যাত্রায় বিসর্জন দিতে তাসের দেশে গেলেন ।"
১) রাজা-রাজা
২) অচলায়তন-অচলায়তন
৩) চিরকুমার-চিরকুমার সভা
৪) ডেকে –ডাকঘর
৫) রক্তকরবী-রক্তকরবী
৬) মুক্ত ---- মুক্তধারা
৭) মুকুট---- মুকুট
৮) অরুণাচল--- অরুণাচল
৯) অরুপরতন--- অরুপরতন
১০) কালের যাত্রায়---- কালের যাত্রা
১১) বিসর্জন--- বিসর্জন
১২) তাসের দেশে---- তাসের দেশ
সৌজন্যেঃ
মো: তৌহিদুজ্জামান সোহেল
ইংরেজি বিভাগ
ইসলামী বিশ্ববিদ্যালয়

Share This Post

Related Articles

Previous
Next Post »