Updates :
Loading...

রবির নতুন সংযোগে মাত্র ৯ টাকায় উপভোগ করুন ১ জিবি ডাটা



রবির নতুন সংযোগের সাথে মাত্র ৯ টাকায় উপভোগ করুন ১ জিবি ডাটা 

৯ টাকায় ১জিবি ডাটা:

  • এই ইন্টারনেট প্যাকটি সকল ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে প্রযোজ্য।
  • এই প্যাক কিনতে গ্রাহককে *৮৬৬৬*০৯০# ডায়াল করতে হবে।
  • ডাটা ব্যালান্স চেক করতে গ্রাহককে *৮৪৪৪*৮৮# ডায়াল করতে হবে।
  • প্যাকের মূল্য ৯ টাকা।
  • এর মেয়াদ হবে কেনার দিন থেকে ৭ দিন।
  • মেয়াদকালীন সময়ে গ্রাহক রাত ১২টা থেকে দুপুর ১২টা র্পযন্ত এই প্যাক ব্যবহার করতে পারবেন।
  • গ্রাহক ৭ দিনের মধ্যে কেবল একবার এই প্যাক কিনতে পারবেন।

৯ টাকার ইজিলোড রিচার্জে সুবিধা:

রবি-রবি কল-রেট: ০.৫ পয়সা / সেকেন্ড
  • মেয়াদ: ১০ দিন।
মেয়াদ: ১০ দিন।
  • মেয়াদ: ১০ দিন।
রবি-রবি বোনাস মিনিট: ৩০০
  • কেবল প্রথমবার ৯ টাকা রিচার্জ করলে এই বোনাস পাবেন।
  • ৩ মাসের জন্যে মাসিক ১০০ বোনাস মিনিট।
  • বোনাস ব্যবহারের সময়: রাত ১২টা থেকে বিকেল ৫টা।
  • মেয়াদ: ১০ দিন।
  • ব্যালান্স জানতে *২২২*২# ডায়াল করুন।
  • প্রথমবার ৯ টাকা রিচার্জ্ করলে তাৎক্ষণিকভাবেই গ্রাহক রবি-রবি ব্যবহারের জন্যে ১ম কিস্তির ১০০ মিনিট পাবেন।
  • ১ম কিস্তি পাওয়ার ৩০ দিনের মাথায় গ্রাহক তার ২য় কিস্তির রবি-রবি ১০০ মিনিট পাবেন।
  • ১ম কিস্তি পাওয়ার ৬০ দিনের মাথায় গ্রাহক তার ৩য় কিস্তির রবি-রবি ১০০ মিনিট পাবেন।
  • রবি-রবি বোনাস মিনিট এফএনএফ ও প্রিয় নম্বরে ব্যবহার করা যাবে।

চালুকরণ বোনাস:

মূল অ্যাকাউন্টে ব্যালান্স ১০ টাকা – চেক করতে *২২২# ডায়াল করুন।
  • মেয়াদ: ৩০ দিন।
ডিফল্ট ফ্ল্যাট কল-রেট: ১৮ পয়সা / ১০ সেকেন্ড
  • পালস্: ১০ সেকেন্ড।
যে কোন লোকাল নম্বরে ৫০টি ফ্রি এসএমএস – চেক করতে ডায়াল করুন *২২২*১২#।
  • বোনাস এসএমএস ব্যবহারের সময়: ২৪ ঘন্টা।
  • মেয়াদ: ৩০ দিন।
  • ৩০ দিনের মেয়াদ শেষে ৫০ পয়সা/ এসএমএস প্রযোজ্য হবে।
৫০ এমবি ইন্টারনেট ফ্রি – চেক করতে *৮৪৪৪*৮৮# ডায়াল করুন।
  • বোনাস ইন্টারনেট ব্যবহারের সময়: ২৪ ঘন্টা।
  • মেয়াদ: ৩০ দিন।

সাধারণ শর্তাদি:

  • প্রথমবার রিচার্জের তারিখ থেকে ৩ মাসের মধ্যে এই ৩টি অফারের মধ্যে কোন ২টি অফার একসাথে নেওয়া যাবে না। প্রথমবার রিচার্জের তারিখ থেকে ৩ মাস পর্যন্ত এসব সেবার ১টি ব্যবহার করলে অন্যগুলো ব্যবহার করা যাবে না
  • চলমান মেয়াদকালীন সময়ে একই অফার নিলে কেবল রেট-কাটারের জন্যে দীর্ঘতর মেয়াদটি চালু হবে।
  • এই নতুন প্যাকেজে মাইগ্রেশন করা যাবে না।
  • এই প্যাকেজ থেকে মাইগ্রেশন করা যাবে। তবে, অন্য রবি প্যাকেজে মাইগ্রেশন করলে গ্রাহক তার রেট-কাটার অফারটি আর পাবেন না; কিন্তু, সংশ্লিষ্ট টকটাইম/ইন্টারনেট বোনাস (থাকলে) পাবেন। নতুন প্যাকেজে রিচার্জ অফার গ্রহণ চলবে না।
  • সংশিষ্ট মেয়াদ শেষে গ্রাহক ১৮ পয়সা / ১০ সেকেন্ডের ডিফল্ট কল রেট পাবেন।
  • সকল ট্যারিফের উপর ৩% এসডি ও ১৫% ভ্যাট প্রযোজ্য হবে।

Share This Post

Related Articles

Previous
Next Post »