Updates :
Error Loading Feed!

এক নজরে দেখে নিন ফেসবুকের কী-বোর্ড শর্টকাট

আপনারা সকলেই জানেন আমাদের সবার প্রিয় ফেসবুক নিয়মিত নিত্যনতুন ভাবে আপডেট হচ্ছে। তেমনই ফেসবুক বিষয়ে নতুন একটি টিউন নিয়ে আজ আপনাদের সামনে হাজির হলাম।
আজ সকালে যখন আমার ফেসবুক আইডিটা চেক করছিলাম তখন একটি ম্যাসেজ বার আমার চোখের সামনে উদয় হয়। বিষয়টা ফেসবুকের কী-বোর্ড শর্টকাট নিয়ে ছিল। আর একটা কথা বলতে ভুলে গেছিলাম এটি শুধু পিসি ইউজারদের জন্য প্রযোজ্য। হয়তো এ বিষয়ে অনেকেই জেনে থাকবেন কিন্তু আমি আজ প্রথম জানলাম তাই ভাবলাম বিষয়টা আপনাদেরকেও শেয়ার করা উচিৎ। সেইজন্যে আর দেরি না করে আমার এই টিউন করতে বসা। আর বকবক না করে তাহলে চলুন দেখে নিই ফেসবুকের কী-বোর্ড শর্টকাট।
আপনি নিম্নলিখিত বাটনগুলো চেপে কাজ সম্পাদন করতে পারবেন।
jk — নিউজফিডে স্ক্রল করার জন্য।
p — কোন নতুন স্ট্যাটাস টিউন করার জন্য।
l — কোন সিলেক্টেড টিউনে লাইক বা আনলাইক করার জন্য।
c — কোন সিলেক্টেড টিউনে টিউমেন্ট করার জন্য।
s — কোন সিলেক্টেড টিউনটি শেয়ার করার জন্য।
o — কোন সিলেক্টেড টিউনের ফাইল দেখার জন্য।
enter — সিলেক্টেড টিউনটি সম্পূর্ণ দেখার জন্য।
/ — সার্চ করার জন্য।
q — চ্যাট কন্টাক্ট সার্চ করার জন্য।
? — হেল্প ডায়লগ বক্স দেখার জন্য।
Shift + Alt + 0 — সরাসরি হেল্প পেইজে যাওয়ার জন্য।
Shift + Alt + 1 — হোমে যাওয়ার জন্য।
Shift + Alt + 2 — টাইমলাইনে যাওয়ার জন্য।
Shift + Alt + 3 — ফ্রেন্ডলিস্ট দেখার জন্য।
Shift + Alt + 4 — ইনবক্স পেইজে যাওয়ার জন্য।
Shift + Alt + 5 — নোটিফিকেশন দেখার জন্য।
Shift + Alt + 6 — সেটিং-এ যাওয়ার জন্য।
Shift + Alt + 7 — এক্টিভিটি লগ দেখার জন্য।
Shift + Alt + 8 — অ্যাবাউট দেখার জন্য।
Shift + Alt + 9 — ফেসবুকের শর্তসমূহ দেখার জন্য।
Shift + Alt + m — নতুন ম্যাসেজ দেখার জন্য।
টিউনটি কারও উপকারে আসলে অনেক খুশি হবো

Share This Post

Related Articles

Previous
Next Post »

:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
:-?
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
$-)
(y)
(f)
x-)
(k)
(h)
cheer