Updates :
Loading...

2016 সাল থেকে 2100 সাল পর্যন্ত খুব গুরুত্বপুর্ণ একটি একটি পোষ্ট। অনেক কিছু পাবেন।





2016 সাল থেকে 2100 সাল পর্যন্ত খুব গুরুত্বপুর্ণ একটি

একটি পোষ্ট। অনেক কিছু পাবেন।
-
‪#‎2016সালঃ‬
© 31তম অলিম্পিক গেমস হবে ব্রাজিলের রিও ডি
জেনেরিওতে।
© 21তম এইডস সম্মেলন হবে দক্ষিণ আফ্রিকায়।
© বিশ্বের প্রথম বায়োনিক অলেম্পিক অনুষ্ঠিত হবে
সুইজারল্যান্ডে।
©13তম ওআইসি শীর্ষ সম্মেলন হবে তুরস্কে।
©46 তম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে।
© 6ষ্ঠ T20 Cricket World Cup হবে ভারতে।
-
‪#‎2017সালঃ‬
© বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপ অনুষ্ঠিত হবে ইংল্যান্ডে।
© ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশসহ 90টি দেশের জন্য
জিএসপি সুবিধা বৃদ্ধি করেছে।
-
‪#‎2018সালঃ‬
©21তম বিশ্বকাপ ফুটবল রাশিয়ায়।
©21তম কমনওয়েলথ গেমস হবে অস্ট্রেলিয়ার
গোলকোস্টে।
©23তম শীতকালীন অলিম্পিক হবে দক্ষিণ কোরিয়ার
পিয়ংচ্যাংয়ে।
©12তম বিশ্বকাপ ক্রিকেটের বাছাইপর্ব অনুষ্ঠিত হবে
বাংলাদেশে।
-
‪#‎2019সালঃ‬
©12তম ক্রিকেট বিশ্বকাপ হবে ইংল্যান্ডে।
©দেশের প্রথম মেট্রোরেল চালু বাংলাদেশে।
-
‪#‎2020সালঃ‬
©2020 সালে কিয়োটো প্রটোকলের মেয়াদ শেষ
হবে।
© 2020 সালে চীন ও ভারত চাঁদে মানুষ পাঠাবে।
© 2020 সালের মধ্যে বাংলাদেশকে দারিদ্র মুক্ত করা হবে।
-
‪#‎2021সালঃ‬
©2021 সালে বাংলাদেশের 6ষ্ঠ আদমশুমারি অনুষ্ঠিত হবে।
©2021 সালের মধ্যে বাংলাদেশ উচ্চ মধ্যম আয়ের দেশে
পরিণত হবে (প্রস্তাবঃবিশ্ব ব্যাংক।)
©2021 সালে ঢাবির জন্মশত বার্ষিকি পালিত হবে।
-
#2022 থেকে 2047 সালঃ
© 2022 সালে 22তম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে কাতারে।
© 2023 সালে 13তম ক্রিকেট বিশ্বকাপ হবে ভারতে।
© 2026 সালে 30 বছর মেয়াদি গঙ্গা পানি চুক্তির মেয়াদ শেষ
হবে।
© 2030 সালের মধ্যে বিশ্ব এইডস মুক্ত হবে… (জাতিসংঘ।)
© 2047 সালে চীনের দ্বৈতনীতির মেয়াদ শেষ হবে।
(ওয়ার্ল্ড পপুলেশন রিপোর্ট:)
-
#2050 সালঃ
©2050 সালে বিশ্বের জনসংখ্যা হবে 960 কোটি।
©2050 সালে জনসংখ্যায় শীর্ষদেশ হবে ভারত।
-
#2062 সাল থেকে 2100 পর্যন্তঃ
© 2062 সালে হ্যালির ধুমকেতু আবার দেখা যাবে।
© 2100 সাল নাগাদ তলিয়ে যাবে যুক্তরাষ্ট্রের 17 শতাধিক
শহর।

Share This Post

Related Articles

Previous
Next Post »