Updates :
Loading...

সাম্প্রতিক তথ্য (বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ)



সাম্প্রতিক তথ্য (বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ)

বাংলাদেশ ক্রিকেট দলের বর্তমান র‌্যাঙ্কিং সমূহ

১। ওয়ানডে >>> ৭ম 
২। টেস্ট >>> ৯ম

৩। টি২০ >>>> ১০ম ।

বর্তমানে বাংলাদেশের বৈদেশিক রিজার্ভ কত?
২৮বিলিয়ন মার্কিন ডলার ।
.
বর্তমানে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার কত ?
– ৬.৫৫% ( সংশোধিত, অর্থনৈতিক সমীক্ষা ২০১৫)
.
প্রবাসী আয় >> ১৫.৩২ বিলিয়ন মার্কিন ডলার ।

মাথাপিছু আয় >> ১৩১৬মার্কিন ডলার ( সংশোধিত, অর্থনৈতিক সমীক্ষা ২০১৫)
.
সম্প্রতি বাংলাদেশ ব্যাংক থেকে অর্থ লোপাটের পরিমাণ
-১০১মিলিয়ন মার্কিন ডলার । এর মধ্যে ৮১ মিলিয়ন মার্কিন ডলার ফিলিপাইনে।
.
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের নাম
ফেডারেল রিজার্ভ ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের অর্থ কোন কোন দেশে পাচার করা হয় ?
– শ্রীলঙ্কা , ফিলিপাইন।
ফিলিপাইন এর কেন্দ্রীয় ব্যাংকের নাম
— ব্যাংকো সেন্ট্রাল এনজি ফিলিপিনাস।

ফিলিপাইন এর মুদ্রার নাম
— পেসো।

ফিলিপাইন এর মুদ্রা লেনদেনকারী প্রতিষ্ঠান
— ফিলরেম।
.
বাংলাদেশ ব্যাংকের ১১তম গভর্নর
— ফজলে কবির।
বাংলাদেশ ব্যাংকের গর্ভনর কত বছরের জন্য নিয়োগ দেওয়া হয় ?
– ৪বছরের জন্য ।
.

 
এক ব্যাংক থেকে অন্য বাংকে অর্থ লেনদেনের জন্য যে কোড ব্যবহার করা হয় তাকে কি বলে ?
– SWIFT কোড ।
.
SWIFT stands for
—-Society for Worldwide Interbank Financial Telecommunication

, সম্প্রতি কোন মুদ্রাকে SDR -এ অন্তর্ভূক্ত করা হয় ?
– চীনের ইউয়ান।
.
করসীমা
-=================
সাধারণ করদাতা >>> ২,৫০, ০০০/= উপরে থাকলে দিতে হবে
মহিলা ও৬৫ বছর উদ্ধে >> ৩লাখ টাকার উপরে
প্রতিবন্ধীদের >>> ৩লাখ ৭৫ হাজার টাকার উপরে থাকলে
মুক্তিযোদ্ধাদের >> ৪ লাখ ২৫হাজার টাকার উপরে থাকলে

 

-Zakir’s BCS specials

Share This Post

Related Articles

Previous
Next Post »