Updates :
Loading...

যারা বিসিএস পরিক্ষা দিবেন তাদের জন্য দারুণ সুখবর






যারা বিসিএস পরিক্ষা দিবেন তাদের জন্য দারুণ সুখবর

বিসিএসে চূড়ান্তভাবে অনুত্তীর্ণদের এবার দ্বিতীয় শ্রেণির পদে নিয়োগ করতে যাচ্ছে সরকার। এর আগে তাদের নন-ক্যাডার প্রথম শ্রেণির পদে নিয়োগ দেয়া হয়েছে। এরই মধ্যে দ্বিতীয় শ্রেণির শূন্য পদের তালিকা বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ থেকে সংগ্রহ করেছে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। শূন্য পদের তালিকা অনুযায়ী পাঁচ হাজার একশ’ ৭৭ জনের মধ্য থেকে তাদের নিয়োগ করা হবে।


পিএসসি সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১৬ই জুন নন-ক্যাডার প্রথম শ্রেণির ৫০% পদে দ্রুত সময়ের মধ্যে নিয়োগ দিতে নন- ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা- ২০১০ এর সংশোধনী গেজেট জারি করা হয়। ওই সংশোধিত বিধিমালায় প্রথম শ্রেণির নন-ক্যাডার পদের সঙ্গে এখন দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার পদগুলো বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে পূরণ করার বিধান প্রবর্তন করা হয়েছে। নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালার বিধান অনুযায়ী প্রথম শ্রেণির শূন্য পদের তালিকা পাঠানোর সর্বশেষ তারিখ ছিল ৩রা মার্চ। এ কারণে ৩রা মার্চের পর প্রথম শ্রেণির নন-ক্যাডার পদের আর কোনো শূন্য পদের তালিকা গ্রহণের সুযোগ নেই।




জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পিএসসি’র সিদ্ধান্ত অনুযায়ী ৪ঠা মার্চ দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার শূন্য পদের তালিকা গ্রহণ করা হয়। গত ৩১শে মার্চ পর্যন্ত দ্বিতীয় শ্রেণির শূন্য পদের তালিকা গ্রহণ করা হয়। এখন চলছে ওই সব শূন্য পদে নিয়োগ দেয়ার কার্যক্রম।

Share This Post

Related Articles

Previous
Next Post »