.
অর্থনীতির হালচাল
-
জিডিপি প্রবৃদ্ধি হার >> ৬.৫৫% (সংশোধিত অর্থনৈতিক সমীক্ষা -২০১৫, ) তবে ২০১৫-১৬ অর্থবছরে প্রাক্কলন করা হয়েছে ৭.০৫%
.
মাথাপিছু আয় >> ১৩১৬মার্কিন ডলার (সংশোধিত অর্থনৈতিক সমীক্ষা -২০১৫, ) তবে ২০১৫-১৬ অর্থবছরে প্রাক্কলন করা হয়েছে ১৪৬৬মার্কিন ডলার ।১৯৭২-১৯৭৩সালে ছিল ১২৯মার্কিন ডলার ।
২০১৫-১৬ অর্থবছরের বাজেটের পরিমাণ >> ২,৯৫,০০০ কোটি টাকা ।
২০১৫-১৬ অর্থবছরের সংশোধিত এডিপির পরিমাণ >> ৯১০০০ কোটি টাকা।
.
মুদ্রাস্ফীতি >> 6.63%(বাংলাদেশ ব্যাংক ওয়েব সাইট)
.জনসংখ্যা বৃদ্ধিহার >> ১.৩৬ অর্থনৈতিক সমীক্ষা। বিশ্বজনসংখ্যা প্রতিবেদনে ১.২।
foreign reserve of bangladesh>>> 28265.9million US $) বা ২৮.২৬বিলিয়ন মার্কিন ডলার ।২০২১ সালে ৫০বিলিয়ন স্বপ্ন।
চীনের সবার চেয়ে এগিয়ে ।বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ
চুরি হয় ১০১ মিলিয়ন মার্কিন ডলার । এর মধ্যে ৮১ মিলিয়ন মার্কি ন ডলার ফিলিপাইনে।
.
.জিডিপি সাইজ ১৯৪বিলিয়ন মার্কিন ডলার । চলতিমূল্যে জিডিপি ১৫, ১৩, ৬০০কোটি টাকা।
.
.বাংলাদেশের অর্থনীতি এখন জিডিপি’র ভিত্তিতে বিশ্বে ৪৫তম এবং ক্রয়ক্ষমতার ভিত্তিতে ৩৩তম স্থান অধিকার করেছে।
.
রেমিট্যান্স >> ১১,০৫৩.৪৩ মিলিয়ন মার্কিন ডলার ।শুধু ২০১৫-১৬অর্থ
বছরের ৯মাসে .। রেমিট্যা্ন্স >> ১৫.২৭বিলিয়ন মার্কিন ডলারwhich was only $781.54 million in 1990. Remittance income grew faster after 2008-09 on the back of a significant rise in manpower exports.
,
খাদ্য মজুদ >> ৩৭.৬মিলিয়ন টনস
.
রপ্তানি আয় >> ৩১.২ বিলিয়ন মার্কিন ডলার
.
.
রপ্তানি আয় সবচেয়ে বেশি এসেছে >> পোশাক শিল্প থেকে। তৈরি পোশাক খাত থেকে চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে আয় হয়েছে ২ হাজার ৪৪ কোটি ডলার; যা গত অর্থবছরে একই সময় ছিল ১ হাজার ৮৬২ কোটি ডলার। অর্থাৎ ৯ দশমিক ৬৬ শতাংশ বেশি রপ্তানি আয় হয়েছে।
,
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ তথ্যমতে, চলতি অর্থবছরের ফেব্রুয়ারিতে দেশের পণ্য রপ্তানিতে আয় হয়েছে ২২ হাজার ৮৩৩ কোটি ৭৬ লাখ টাকা।
————
৭ম পঞ্চ বার্ষিক পরিকল্পনা অনুযায়ী জিডিপি লক্ষ্যমাত্রা >> ৮%
৭ম পঞ্চ বার্ষিক পরিকল্পনা অনুযায়ী দারিদ্রের হারের লক্ষ্যমাত্রা >> ১৮.৬%
বাংলাদেশের দারিদ্র্যের হার প্রায় ২৪ দশমিক ৮ শতাংশ। মাথাপিছু খাদ্যগ্রহণের পরিমাণের ভিত্তিতে এটি নির্ণয় করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) । ২২.৪ শতাংশে নামিয়ে এসেছে প্রধানমন্ত্রীর ভাষণ।
————–
বর্তমানে FDI 1456.27 million US$.(২০১৫ সালের)
==
আর্থি ক প্রতিষ্ঠান >> ৩৩টি
বাংলাদেশের ব্যাংকের শাখা >> ১0টি
বাংলাদেশের কোন নোটকে বিশ্ব ঐহিত্যের অংশ হিসেবে ধরা হয় > ২টাকার ।
--------
করসীমা
----------
সাধারণ করদাতা >>> ২,৫০, 1০০/= উপরে থাকলে দিতে হবে
মহিলা ও৬৫ বছর উদ্ধে >> ৩লাখ টাকার উপরে
প্রতিবন্ধীদের >>> ৩লাখ ৭৫ হাজার টাকার উপরে থাকলে
মুক্তিযোদ্ধাদের >> ৪ লাখ ২৫হাজার টাকার উপরে থাকলে
courtesy: zakir’s bcs special