BY DR. ARYAN AHMED
ASSISTANT COMMISSIONER OF TAXES
33rd BCS TAXATION
MBBS ( DHAKA MEDICAL COLLEGE )
ASSISTANT COMMISSIONER OF TAXES
33rd BCS TAXATION
MBBS ( DHAKA MEDICAL COLLEGE )
ক্যাডার চয়েস এবং জব চয়েস নিয়ে কিছু বলি । আমরা একেক মানুষ একেক রকম, সবার পছন্দ কখনোই এক টাইপ হবেনা এটাই স্বাভাবিক । আপনি বি সি এস এ চয়েস দেয়ার সময় চেষ্টা করবেন অবশ্যই নিজের যেটা ভালো লাগে সেই অনুযায়ী চয়েস দেয়ার । কে কি বলল ,কার ভালো লাগে কোনটা এসব দিয়ে আপনার কি ?? পারলে প্রতিটা জব লাইফটা কেমন , মানে কাজের ধরনটা কেমন সেটা যারা জব এ আছেন তাদের অন্তত একবার জিজ্ঞেস করে নিতে পারেন যদি পরিচিত কেউ থাকে । নিজের যে ধরনের জব পছন্দ সেটা আগে চয়েস দিন, এভাবে সিরিয়ালি বাকিগুল দিন । হুজুগে চয়েস দিয়ে অনেককে জব হবার পর আফসোস করতে দেখেছি । অনেকের পুলিশ ভালো লাগে আবার অনেকের অ্যাডমিন ভালো লাগে, আবার অনেকে ঢাকায় পোস্টিং এর কথা ভেবে অডিট ইকনোমিক দিয়ে থাকেন, অনেকের ফরেন ভালো লাগে । যার যেটা ভালো লাগে সেটা দিন, আবার নিজের অবস্থানটাও একটু ভেবে দেখবেন প্লিজ, যদি ফরেন চয়েস দিতে চান আপনি চেষ্টা করবেন অবশ্যই ইংরেজিতে অনেক দক্ষ থাকার , বিশেষ করে কথা বলার। চয়েস দেয়া না দেয়া নিতান্তই ব্যাক্তিগত বিষয় । অনেককে দেখেছি শুধু বাংলাদেশ ব্যাংক এ পরীক্ষা দিয়েছেন অন্য কোথাও দেননি পরীক্ষা , কারন বাংলাদেশ ব্যাংক এ জব করাটা তার ড্রিম ছিল । তবে আমার পরামর্শ প্রথমে সব জায়গাতে পরীক্ষা দেয়া উচিত সেটা যে পোস্টের পরীক্ষাই হোক না কেন । যেকোনো একটা জব হলে আপনার আত্মবিশ্বাস অনেক বাড়বে । আগেতো পায়ের তলায় মাটি চাই পরে নিজের স্বপ্ন পুরনের জন্য maximum try করবেন । আপনারা ফরম পূরণ করার সময় যে যাই বলুক না কেন নিজে যে জব পছন্দ করেন সেই অনুযায়ী চয়েস দিন । এটা সেটা চয়েস দিলে যেমন both cadre দিলে বা না দিলে জব পাওয়ার সম্ভাবনা বেশি,কেমন চয়েস দিলে জব পাওয়ার সম্ভাবনা বেশি এসব কথা না ভেবে সোজা আপনার পছন্দ অনুযায়ী সিরিয়ালি সব ক্যাডারই ফরম এ পূরণ করুন । আপনার পরীক্ষা ভালো হলেই আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো টা সহজ হবে । আর ফরম পূরণ করার সময় একটু নির্ভুলভাবে পূরণ করার অবশ্যই চেষ্টা করবেন , এটা জাস্ট বলার কথা তাই বললাম । বিশেষ করে বি সি এস এ লিখিত পরীক্ষার দিকে বেশি নজর দিবেন , এটা আগেও ব্যাখ্যাসহ বলেছি কেন, যার লিখিত পরীক্ষা ভালো হবে এখানে জব হবার সম্ভাবনা তারই বেশি । ফরেন , অ্যাডমিন, পুলিশ , অডিট ,ইকনোমিক, সমবায় , আনসার, রেল , ডাক, তথ্য এভাবে দিতে পারেন অথবা যার অ্যাডমিন পছন্দ তিনি অ্যাডমিন আগে যার পুলিশ পছন্দ তিনি পুলিশ আগে দিতে পারেন । সবসময় মনে রাখবেন কোন জবই খারাপ না আবার কোন জবই ভালোনা । জব লাইফ জব লাইফের মত । আপনি ভালো করতে পারলে বা ভালো লাগাতে পারলে সব জায়গাতেই পারবেন আর ভালো না লাগলে কোন জবই ভালো লাগবেনা । এটাই বাস্তবতা । তবে চেষ্টা করবেন নিজের যেটা ভালো লাগবে সেই চয়েস টা আগে দেয়ার এবং পরে অন্যগুলো । এবং চেষ্টা করে যাবেন যেন খুব ভালো পরীক্ষা দিতে পারেন । আবারও বলছি আপনি কি স্টাডি করেছেন সেটা বিষয় না , বিষয় হোল আপনি পরীক্ষাটা কেমন দিতে পারলেন সেটা । আপনি মুল্যায়িত হবেন পরীক্ষার খাতা দিয়ে আপনার স্টাডি দিয়ে নয় । আর শুধু বি সি এস পরীক্ষা দিবেন আর কোন পরীক্ষা দিবেন না এমন মনোভাব রাখবেন না প্লিজ । সব পরীক্ষায় অংশগ্রহন করবেন লাইক সকল ব্যাংক, বাংলাদেশ ব্যাংক , দুদক, নন ক্যাডার সকল পরীক্ষা, সহকারী রাজস্ব কর্মকর্তা, সাব রেজিস্টার ইত্যাদি । কোন চাকুরীর বিজ্ঞাপনে কম পোস্ট থাকলে সেখানেও পরীক্ষা দিবেন , অমুকে বলল সিট কম তাই পরীক্ষা দিলাম না , বা চান্স পাব কিনা এসব ভাববেন না । সিট কম থাকলেও সেখানে তো আর ভূত -প্রেতাত্মারা চান্স পায়না তাইনা?? মানুষই তো চান্স পায় । সকল পরীক্ষায় অংশগ্রহন করবেন আর নিজের সাধ্যমত নিজেকে যোগ্য করে গড়ে তোলার চেষ্টা করবেন । কখনো কোন কিছুতে ভেঙে পড়বেন না । সাময়িক খারাপ সময় সবারই আসে, যারা এগুলো ধৈর্য ধরে overcome করতে পারে তারাই জয়ী হয় । চয়েস দেবেন নিজের মত, পড়বেন নিজের মত, পরীক্ষা দেবেন নিজের মত and never ever pay heed to any rumours. you will definitely succeed. ভালো থাকবেন সবাই । good luck guys.