Updates :
Loading...

আগামী মাসেই এসএসসি পরিক্ষার রেজাল্ট বিস্তারিত দেখে নিন



শিক্ষামন্ত্রী নরুল ইসলাম নাহিদ জানান,এ বছর. এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছেন ষোল লক্ষ একান্ন হাজার পাঁচশত তেইশ জন পরিক্ষার্থী যাহা গতবারের চেয়ে বেড়েছে প্রায় দুই লক্ষ.
শিক্ষার্থী এবং অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করে মন্ত্রণালয় জানাচ্ছেন ফলাফল ঘোষণা করা সকাল দশটায়,সকল বোর্ড একই সময় ফলাফল ঘোষণা করবে,কিন্তু সবাই ফলাফল স্কুলে দেখতে পারবেন দুপুর বারোটার পরে এবং ওয়েবসাইটে পাওয়া যাবে দুপুর দুইটার পরে.
তবে মন্ত্রণালয় ফলাফল ঘোষণার নিদিষ্ট তারিখ বলেননি,কিন্তু বিভিন্ন প্রাপ্ত সুত্র জানাচ্ছেন মে মাসের প্রথম সপ্তাহে ঘোষণা করা হবে,মোবাইলে এসএমএসের মাধ্যমে রেজাল্ট নেওয়া যাবে তবে সেক্ষেত্রে টেলিটকের সাথে চুক্তি আছে,এখানে অন্য কোন অপারেটরের সাথে মন্ত্রণালয়ের চুক্তি নেই.জেএসসি জেডিসি এবং পিএসসি পরিক্ষার ফলাফল নিয়ে কিছু বেসরকারি মোবাইল ফোন অপারেটর ফলাফল দেবার নামে ফল প্রত্যাশীদের কাছ থেকে এসএমএস চার্জ বাবদ অনেক টাকা হাতিয়ে নিয়েছে এবং নিদিষ্ট সময় মেসেজ করা স্বত্তেও ফলাফল দিতে পারিনি,এই ব্যাপারে সবাইকে সতর্ক থাকার জন্য অবশ্যই বলা হবে.
মোবাইলে এসএমএসের মাধ্যমে ফলাফল নেবার নিয়মঃ

SSC<Space>বোর্ডের প্রথম তিন অক্ষর<Space >রোল নাম্বার<Space > সাল 2016 এবং পাঠিয়ে দিন 16222 নাম্বারে।

→বোর্ড কোড←
DHAKA→DHA
RAJSHAHI→RAJ
CHITTAGONG→CHI
JESSORE→JES
DINAJPUR→DIN
SYLHET→SYL
COMILLA→COM
MADRASHA→MAD


Example: SSC RAJ 187088 2016 & Send 16222

Share This Post

Related Articles

Previous
Next Post »