#বাংলা সাহিত্যে একই নামে লিখা কিছু গ্রন্থ পরিচিতি
-"পদ্মাবতী" নাটক লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত।
”পদ্মাবতী ”কাব্য লিখেছেন আলাওল।
”পদ্মাবতী” সমালোচনামূলক গ্রন্থ লিখেছেন সৈয়দ আলী আহসান।
”পদ্মরাগ” উপন্যাস লিখেছেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন।
”পদ্মগোখরা” গল্প লিখেছেন কাজী নজরুল ইসলাম।
”পদ্মা নদীর” মাঝি উপন্যাস লিখেছেন মানিক বন্দোপাধ্যায়
”পদ্মা মেঘনা যমুনা” উপন্যাস লিখেছেন শামসুদ্দিন আবুল কালাম।
”কৃষ্ণকুমারী” নাটক লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত।
”বসন্তকুমারী” নাটক লিখেছেন মীর মশাররফ হোসেন।
”দেনা পাওনা” উপন্যাস লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
”দেনা পাওনা” ছোটগল্প লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর।
”সঞ্চয়িতা” কাব্য সংকলন লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর।
”সঞ্চিতা” কাব্য সংকলন লিখেছেন কাজী নজরুল ইসলাম।
”কবর” কবিতা লিখেছেন জসীম উদদীন।
”কবর” নাটক লিখেছেন মুনীর চৌধুরী।
”শেষ লেখা" কাব্য লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর।
”শেষের কবিতা” লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর।
”শেষ প্রশ্ন” শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
”শেষের পরিচয়” শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
”শেষ বিকেলের মেয়ে” লিখেছেন জহির রায়হান।
”একাত্তরের দিনগুলি” লিখেছেন জাহানারা ইমাম।
”একাত্তরের ডায়েরি” লিখেছেন বেগম সুফিয়া কামাল।
”একাত্তরের বিজয় গাঁথা” লিখেছেন মেজর রফিকুল ইসলাম।
”একাত্তরের যিশু” লিখেছেন শাহরিয়ার কবির।