Updates :
Loading...

১৩ তম শিক্ষক নিবন্ধনের ফলাফল এবং লিখিত পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য


ফলাফল যা-ই হোক শিক্ষক নিবন্ধন পরীক্ষার খাতা নতুন করে মূল্যায়ন করানো অথবা নম্বর গণনা করানো বা অন্য কোনোভাবে চ্যালেঞ্জ করা যাবে না। কর্তৃপক্ষের দেয়া ফলাফলই মেনে নিতে হবে পরীক্ষার্থীদেরকে।

এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল চ্যালেঞ্জ করার আবেদন করলে সংশ্লিষ্ট বিষয় উল্লেখ করতে হয়। শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ শুধু সংশ্লিষ্ট খাতায় পরীক্ষক কর্তৃক দেয়া নম্বর আরেকবার গণনা করে দেখেন।

কোনো খাতা নতুন করে মূল্যায়ন হয় না। কিন্তু শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ফল যা-ই হোক না কেন ফল চ্যালেঞ্জ করা যাবে না, খাতার দেয়া নম্বর নতুন করো গণনা করানো বা দেখা যাবে না। ফল প্রকাশে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত। নিবন্ধন কর্তৃপক্ষের একাধিক কর্মকর্তা এ খবর নিশ্চিত করেছেন।

সম্পূর্ণ নতুন বিধি অনুযায়ী এয়োদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ৬ লাখের বেশি পরীক্ষা বসেছেন বলে কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে। গত ১৩ মে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়ছে,এই মাসের শেষের দিকে প্রিলিমিনারির ফল প্রকাশের কথা থাকলেও বিভিন্ন কারনে তা হচ্ছে না তবে সুত্র জানাচ্ছেন আগামী মাসের প্রথম সপ্তাহে ফলাফল প্রকাশ করা হতে পারে এবং লিখিত পরীক্ষা পুর্বের দেওয়া সময় অনুযায়ী হওয়ার সম্ভাবনা খুবই কম সেক্ষেত্রে এক থেকে দুই সপ্তাহ পেছাতে পারে । এদিকে অনেক কর্মকর্তা বলছেন যেহেতু পুর্ববর্তী সনদধারীদের নিয়োগের ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি সেহেতু সবকিছুতেই তাড়াহুড়ো করা ঠিক হবে না,তবে সবকিছুতেই যে জটিলতা আছে সেকথা মানতে নারাজ নাম প্রকাশে অনিচ্ছুক এই কর্মকর্তা।

নতুন নিয়ম অনুযায়ী শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষই সহকারি শিক্ষক ও প্রভাষকসহ এন্ট্রি লেভেলে শূন্যপদে নিয়োগের জন্য প্রার্থী নির্বাচন করে দেবে। স্কুল-কলেজ-মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান ব্যবস্থাপনা কমিটি শুধু নিয়োগপত্র দেবে। ব্যবস্থাপনা কমিটির হাতে নিয়োগ পরীক্ষা নেয়া বা প্রার্থী পছন্দের কোনো ক্ষমতা নেই।

এদিকে পুর্ববর্তী নিবন্ধনধারীদের নিয়োগের ব্যাপারে বিভিন্ন সময় অনেক কথা বলা হলেও বাস্তবে তার ফলাফল কার্যত শুন্য । নিবন্ধন সনদ ধারীদের নিয়োগ প্রক্রিয়া কবে নাগাদ শুরু হবে এমন প্রশ্নের জবাবে একাধিক কর্মকর্তা কোন সদুত্তর দিতে পারেনি,সবাই একই কথা বলছেন দ্রুত সিদ্ধান্ত আসবে এবং বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে ।

Share This Post

Related Articles

Previous
Next Post »