ওরাকলের আইনজীবী ডোরিয়ান ডালে এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, মোবাইলের বাজার দখল করার জন্য ওরাকলের কোর জাভা প্রযুক্তি অবৈধভাবে নকল করে অ্যান্ড্রয়েড তৈরি করে গুগল।’
অ্যালফাবেটের অধীনস্থ গুগল কর্তৃপক্ষ মামলায় জয়কে স্বাগত জানিয়ে বলেছে, এ জয় অ্যান্ড্রয়েড ইকোসিস্টেমের জয়, জাভা প্রোগ্রামিং কমিউনিটির জয়। এ ছাড়া যে সফটওয়্যার নির্মাতারা মুক্ত প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে উদ্ভাবনী গ্রাহকসেবা তৈরি করেন, তাঁদের জয় এটি।
ওরাকল ও গুগলের এই আইনি লড়াইটির দিকে সারা বিশ্বের সফটওয়্যার নির্মাতারা বেশ আগ্রহের সঙ্গে তাকিয়ে ছিলেন।
সূত্র: প্রথম আলো