বাজার বিশ্লেষকেরা বলছেন, গত ছয় বছরের মধ্যে প্রথমবারের মতো লোকসানের মুখ দেখল চীনা প্রতিষ্ঠানটি। নতুন প্রতিষ্ঠান অধিগ্রহণ, নতুন করে গোছগাছ করার পাশাপাশি স্মার্টফোন ও পিসির বিক্রি কমে যাওয়ায় লেনোভোর লোকসানের কারণ।
গত মার্চ মাসে বার্ষিক আয়ের হিসাব অনুযায়ী, মোট ১২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার লোকসান হয়েছে প্রতিষ্ঠানটির। গত বছরের এই সময়ে লাভ ছিল ৮ কোটি ২৯ লাখ মার্কিন ডলার।
মটোরোলাকে কেনা, পিসির বিক্রি কমে যাওয়াকে লোকসানের মূল কারণ হিসেবে দেখছে লেনোভো। তবে ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়ায় স্মার্টফোনের ব্যবসাকে গুরুত্ব দিয়ে ভাবছে প্রতিষ্ঠানটি।
লেনোভো কর্তৃপক্ষ বলেছে, বছরের চতুর্থ প্রান্তিকে লেনোভোর স্মার্টফোন বিক্রি দ্বিগুণ হয়েছে। এ সময় ১ কোটি ৯ লাখ লেনোভো স্মার্টফোন বিক্রি হয়েছে, যার মধ্যে ৫০ লাখ মটোরোলার ফোন। তবে মটোরোলার এই পারফরম্যান্সে খুশি নয় প্রতিষ্ঠানটি।
সূত্র: প্রথম আলো