Updates :
Loading...

আবারো পেছালো এইচএসসি পরীক্ষা


রোয়ানু ঝড়ের কারণে এইচএসসির যে পরীক্ষাগুলো পিছিয়ে ২৭ মে-তে নেয়া হয়েছিল, তা আবারো পেছানো হয়েছে। ২৭ মে শুক্রবার অনুষ্ঠেয় ওই পরীক্ষাটি আগামী ১২ জুন রোববার হবে বলে মঙ্গলবার এক তথ্য বিবরণীতে জানানো হয়।

এতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডসমূহের আওতাধীন আগামী ২৭ মে অনুষ্ঠিতব্য এইচএসসি/ডিআইবিএস পরীক্ষা অনিবার্য কারণে ওই দিনের পরিবর্তে ১২ জুন রোববার (সকাল ১০টা হতে দুপুর ১টা ও দুপুর ২টা হতে বিকাল ৫টা) অনুষ্ঠিত হবে।

ওই দিন অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল দ্বিতীয়পত্র, লঘু সংগীত (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, নাট্যকলা (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল দ্বিতীয় পত্র (ডিআইবিএস) বিষয়ের পরীক্ষা হবে সকালের পালায়।

রসায়ন (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র (মানবিক শাখা), ইসলামের ইতিহাস দ্বিতীয় পত্র (ঐচ্ছিক-১), ইসলামের ইতিহাস দ্বিতীয় পত্র (ঐচ্ছিক-২), ইতিহাস দ্বিতীয় পত্র, ইতিহাস দ্বিতীয় পত্র (ঐচ্ছিক-১), ইতিহাস দ্বিতীয় পত্র (ঐচ্ছিক-২), গৃহ-ব্যবস্থাপনা ও শিশুবর্ধন এবং পারিবারিক সম্পর্ক (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র পরীক্ষা হবে বিকেলে।

এই পরীক্ষাগুলো গত ২২ মে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু রোয়ানু ঝড়ের কারণে তা পিছিয়ে ২৭ মে নতুন তারিখ নির্ধারিত হয়েছিল। তবে ২৯ তারিখে অন্য বিষয়ের পরীক্ষা থাকায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্য থেকে পুনর্নির্ধারিত তারিখ নিয়ে অসন্তোষ প্রকাশ করা হচ্ছিল। তার মধ্যেই তারিখ বদলালো।

Share This Post

Related Articles

Previous
Next Post »