বাজেট সমাচার
বাজেট সম্পর্কে সব কিছু জানার দরকার নেই, যতটুকু দরকার !!
২০১৬-২০১৭ অর্থবছরের বাজেট সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য :বাজেট সমাচার
বাজেট সম্পর্কে সব কিছু জানার দরকার নেই, যতটুকু দরকার !!
☛ বাজেটের আকার : ৩,৪০,৬০৫ কোটি টাকা।
☛ সর্বোচ্চ বরাদ্দ : শিক্ষা ও প্রযুক্তি খাতে।
☛ করমুক্ত আয় সীমা ২,৫০,০০০ টাকা।
☛ নারী ও প্রতিবন্ধীদের জন্য করমুক্ত আয় সীমা ৩,৭৫,০০০ টাকা।
☛ বাজেটে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা : ৭.২ শতাংশ।
☛ মূল্যস্ফীতি ধরা হয়েছে : ৫.৮ শতাংশ।
☛ এডিপিতে ব্যয় : ১,১০,৭০০ কোটি টাকা।
☛ রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা : ২,৪৮,২৬৮ কোটি টাকা।
☛ সামগ্রিক ঘাটতি : ৯২,৩৩৭ কোটি টাকা (জিডিপির ৫ শতাংশ)
.
✸ দাম বাড়বে:
শিশুখাদ্য, পাঠ্যপুস্তক, গাড়ি, সিগারেট, তামাকজাত দ্রব্য, সব ধরনের ইলেকট্রিক বিল, রেস্তোঁরার বিল, এক হাজার টাকার ওপরের রেডিমেড পোশাক, সোনা, রুপা বা সোনা-রুপার তৈরি গহনা, মিনারেল ওয়াটার, অ্যালুমিনিয়াম ফয়েল, প্লাস্টিক ব্যাগ, ইন্ডাস্ট্রিয়াল সোলার ওয়াটার হিটার ও ট্যালকম পাওডারের।
.
✸ দাম কমবে:
ভোজ্য তেল, চিনি, ডাল, পেঁয়াজ... গ্লাস, কৃষি যন্ত্রপাতি।