Updates :
Error Loading Feed!

মাশরাফিদের কাবু করতে যে অস্ত্র ব্যবহার করবে পাকিস্তান

পেস বোলিং অ্যাটাককেই পাকিস্তান ক্রিকেটের নির্ভরতার প্রতীক হিসেবে অ্যাখ্যা দিলেন কোচ ওয়াকার ইউনুস। তার মতে, সব ফরম্যাটের ক্রিকেটেই পেস বোলাররা পাকিস্তানকে লড়াইয়ে টিকিয়ে রাখার দায়িত্ব পালন করেন। একই সাথে এবারের টি-২০ বিশ্বকাপে দেশটির স্পিন অ্যাটাকও প্রয়োজনে ম্যাচ উইনারের ভূমিকা গ্রহণ করতে সক্ষম বলেও দাবি করেন ওয়াকার ইউনুস।
বিশ্বকাপে সুপার টেনের প্রথম ম্যাচে আজ বাংলাদেশের বিপক্ষে লড়বে পাকিস্তান। কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হবে ম্যাচটি। সম্প্রতি দল দু’টির মধ্যকার এশিয়া কাপের লড়াইয়ে বাংলাদেশের কাছে হেরে কঠোর সমালোচনা হজমও করল পাকিস্তান। ফলে আজ জয়ে মরিয়া হয়েই মাঠে নামবে ওয়াকারের দল। তার জন্য সবচেয়ে বড় সুখবর হচ্ছে বর্তমান পাকিস্তান দলে রয়েছে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ পেস অ্যাটাক। বিশ্বকাপের প্রস্তুতিমূলক ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ইডেনের উইকেটে মোহাম্মদ আমের, ওহাব রিয়াজ ও মোহাম্মদ ইফরান সামর্থ্যরে প্রমাণও রাখেন।
বিশ্বকাপের মূল লড়াই শুরুর আগেই পাকিস্তানের পেস অ্যাটাক স্বরূপে উদ্ভাসিত হওয়ার আত্মবিশ্বাসও বেড়ে গেছে কোচ ওয়াকার ইউনুসের। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে পাকিস্তানের কোচ বলেন, ‘অসম্ভব প্রতিভাবান পেস বোলার রয়েছে আমাদের হাতে। তাদের দিনে পাকিস্তান যেকোনো প্রতিপক্ষকেই হারিয়ে দিতে সক্ষম। অতীতেও এটি অহরহ ঘটেছে।’ ভারতের স্লো উইকেটে ম্যাচের ফলাফল গড়ে দিতে স্পিনারদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। তবে এবারের পাকিস্তান দলে স্বীকৃত স্পিনার বলতে কেউই নেই। এর পরও ওয়াকার দাবি করেন, ব্যালান্সড স্পিন অ্যাটাক নিয়েই বিশ্বকাপে অংশ নিচ্ছে পাকিস্তান।
ওয়াকার ইউনুস বলেন,‘সাঈদ আজমলকে দলে রাখা সম্ভব হয়নি ফর্মহীনতার কারণে। তবে ভালো একটি স্পিন অ্যাটাকও রয়েছে দলের সাথে।’ ইডেন গার্ডেন্সে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের দাপুটে নৈপুণ্যেই প্রত্যাশা করছেন কোচ ওয়াকার।

Share This Post

Related Articles

Previous
Next Post »

:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
:-?
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
$-)
(y)
(f)
x-)
(k)
(h)
cheer