স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন ‘শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউট’ ঢাকা স্থাপন শীর্ষক প্রকল্পের আওতায় সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিন্মবর্ণিত পদসমূহে নিয়োগের জন্য আবেদন পত্র আহ্বান করা হয়েছে।
পদের নাম : হিসাবরক্ষক
পদের সংখ্যা : ১
যোগ্যতা : বাণিজ্য বিভাগ থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। কম্পিউটারে আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে কাজ করার অভিজ্ঞতা থকাতে হবে। প্রকল্পে কাজ করার ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স : প্রার্থীর বয়স আবেদন গ্রহণের তারিখ পর্যন্ত ৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
বেতন : ৩০ জুন ২০১৬ তারিখ পর্যন্ত ১৫,১৫০ এবং ১ জুলাই থেকে পরবর্তীতে ১৯,৩০০ টাকা।
পদের নাম : অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর
পদের সংখ্যা : ১
যোগ্যতা : এইচএসসি পাশ। কম্পিউটার বিষয়ে MS-Office (MS-Word,MS-Exel & MS-Power Point) Internet (Browsing, E-mail) অভিজ্ঞতা থাকতে হবে। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স : প্রার্থীর বয়স আবেদন গ্রহণের তারিখ পর্যন্ত ৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
বেতন : ৩০ জুন ২০১৬ তারিখ পর্যন্ত ১৩,২০৫ এবং ১ জুলাই থেকে পরবর্তীতে ১৭,০৪৫ টাকা।
আবেদনের সময়সীমা : আগামী ৪ এপ্রিল ২০১৬ ইং তারিখ দুপুর ২ টা পর্যন্ত।
আবেদন পাঠানোর ঠিকানা : প্রকল্প পরিচালক, ‘শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউট স্থাপন প্রকল্প, কক্ষ নং ৩০৫, তৃতীয় তলা (বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল), ঢাকা-১০০০।
খামের উপর অবশ্যই পদের নাম স্পষ্ট অক্ষরে লিখতে হবে।