আমরা অনেকেই
মোবাইল ব্যবহার করি। যখন
যেখানে খুশি মোবাইল রেখে
দেই। তবে সব স্থানে মোবাইল
রাখা ঠিক নয়। চলুন পাঠক তাহলে
জেনে নেই যেস্ব স্থানে
মোবাইল রাখা ঠিক নয়।
মোবাইল ব্যবহার করি। যখন
যেখানে খুশি মোবাইল রেখে
দেই। তবে সব স্থানে মোবাইল
রাখা ঠিক নয়। চলুন পাঠক তাহলে
জেনে নেই যেস্ব স্থানে
মোবাইল রাখা ঠিক নয়।
১. প্যান্টের পিছনের পকেটে
পিছনের পকেটে রাখলে
হামেশাই বসে পড়েন তার উপর।
এতে মোবাইল এবং তার
ব্যাটারি দু’ইয়েরই ক্ষতি হয়। খুব
বেশি চাপ পড়লে ব্যাটারি
ফেটেও যেতে পারে।
পিছনের পকেটে রাখলে
হামেশাই বসে পড়েন তার উপর।
এতে মোবাইল এবং তার
ব্যাটারি দু’ইয়েরই ক্ষতি হয়। খুব
বেশি চাপ পড়লে ব্যাটারি
ফেটেও যেতে পারে।
২. ব্যাগের ভিতরে
অত্যধিক ঠান্ডায় ব্যাটারি খুব
জলদি ডাউন হয়ে যায়। তাই
ঠান্ডায় এটা করা যেতেই পারে।
ব্যাগের গভীরে জামা কাপডের
মধ্যে ঢুকিয়ে রাখলে অনেক ক্ষণ
ব্যাটারি সচল থাকে। কিন্তু
ভুলেও গরমে এটা করতে যাবেন
না। বেশি তাপে ব্যাটারি নষ্ট
হয়ে যায়।
অত্যধিক ঠান্ডায় ব্যাটারি খুব
জলদি ডাউন হয়ে যায়। তাই
ঠান্ডায় এটা করা যেতেই পারে।
ব্যাগের গভীরে জামা কাপডের
মধ্যে ঢুকিয়ে রাখলে অনেক ক্ষণ
ব্যাটারি সচল থাকে। কিন্তু
ভুলেও গরমে এটা করতে যাবেন
না। বেশি তাপে ব্যাটারি নষ্ট
হয়ে যায়।
৩. সমুদ্রের কাছাকাছি
বেড়াতে গেছেন উপভোগ তো
করবেনই কিন্তু একটু সামলে। আপনার
সব সময়ের সঙ্গী মোবাইল ফোনের
কথা ভুলবেন না। ভুলেও সমুদ্রের
কাছাকাছি ফোন নিয়ে যাবেন
না। প্রয়োজনে হোটলেই রেখে
আসুন। কারণ, আপনার ত্বকের মতোই
পোনও পুড়ে যায়।
বেড়াতে গেছেন উপভোগ তো
করবেনই কিন্তু একটু সামলে। আপনার
সব সময়ের সঙ্গী মোবাইল ফোনের
কথা ভুলবেন না। ভুলেও সমুদ্রের
কাছাকাছি ফোন নিয়ে যাবেন
না। প্রয়োজনে হোটলেই রেখে
আসুন। কারণ, আপনার ত্বকের মতোই
পোনও পুড়ে যায়।
৪. আগুনের কাছে রাখবেন না
আগুনের কাছাকাছি রাখলে
ফোন খারাপ হয়ে যেতে পারে।
গরমের জন্যই এটা হয়। রান্না করার
সময়টা ফোন নিজের থেকে একটু
দূরে রাখুন। হতে পারে কোনো
দুর্ঘটনা।
আগুনের কাছাকাছি রাখলে
ফোন খারাপ হয়ে যেতে পারে।
গরমের জন্যই এটা হয়। রান্না করার
সময়টা ফোন নিজের থেকে একটু
দূরে রাখুন। হতে পারে কোনো
দুর্ঘটনা।