Updates :
Loading...

বিনা মূল্যে পড়ুন বাংলা প্রশ্নের জন্য সৌমিত্র শেখরের নতুন বই টিকা-ভাষ্য:-পর্ব-১ (পৃষ্ঠা ১-৫০)



পর্ব-১ (পৃষ্ঠা ১-৫০)
বাংলা প্রশ্নের টিকা-ভাষ্য-
সৌমিত্র শেখর

‪#‎পলাশ_করিম‬‪#‎রবীন্দ্রনাথ‬ এর ছদ্মনাম — অকপটচন্দ্র ভাস্কর, আন্নাকালী পাকড়াশী, দিকশূন্য ভট্টাচার্য, নবীন কিশোর শর্মণ, ভানুসিংহ।
‪#‎হাসন‬ রাজা প্রথম জীবনে ভোগী জমিদার ছিলেন। পরে সন্ন্যাসী হন।
‪#‎নকশী‬ কাথার মাঠ- একটি কাহিনী-কাব্য।
‪#‎বড়দিদি‬ শরৎচন্দ্র এর প্রথম মুদ্রিত উপন্যাস।
‪#‎বানান‬– সমীচীন, উদীচী, প্রতীচী।

‪#‎নাম‬– ফজলুল করিম নয়, ফজলল করিম।
‪#‎সম্রাট‬ অশোকের সময়ের প্রাপ্ত লিপির নাম ব্রাহ্মী লিপি। এটার কুটিল রূপ থেকে বাংলা লিপির উদ্ভব।
‪#‎মহাস্থান‬ গড়ে প্রাপ্ত লিপির সাথে সম্রাট অশোকের সময়ের লিপির সাদৃশ্য মেলে।
# গাভী বৃত্তান্ত লেখেন – আহমেদ ছফা।

‪#‎সোনার‬ তরী কাব্যগ্রন্থ এ অধিকাংশ কবিতা পদ্মাবিধৌত পূর্ববঙ্গের পটভূমিতে লেখা।
‪#‎মধ্যযুগের‬ শেষ প্রতিনিধি ভারতচন্দ্র রায় এবং আধুনিক যুগের প্রথম পুরুষ মাইকেল মধুসূদন দত্ত এই দুজন মনীষীরর মধ্যবর্তীকালে ঈশ্বরববন্দ্র গুপ্তের আবির্ভাব। সে কারণে তাঁকে দুই যুগের মিলনকারী বলা হয়।
‪#‎সন্ধির‬ উদ্দেশ্য ধ্বনিগত মাধুর্য সৃষ্টি।
#‎স্বরাক্ষরিক‬ ছন্দের প্রবর্তক – সত্যেন্দ্রনাথ দত্ত।
‪#‎রণেশ‬ দাশগুপ্তের পরামর্শে জেলে বসে মুনীর চৌধুরী রচনা করেন করব নাটক।
‪#‎মোলিক‬ ধাতুর সঙ্গে আ প্রত্যয় যুক্ত করে সাধিত ধাতু তৈরী করা হয়।
‪#‎ভাষার‬ মূল উপাদান ধ্বনি। ভাষার মূল উপকরণ বাক্য। বাক্যের মৌলিক উপাদান/ক্ষুদ্রতম একক- শব্দ। শব্দের ক্ষুদ্রতম একক ধ্বনি।

‪#‎বাংলা‬ ভাষায় ৫৬ টি ক্রিয়াপদ রয়েছে।
‪#‎অগ্র‬=প্রথম, হায়ন=বছর। আগে অগ্রহায়ণ বছরের প্রথম মাস ছিল।
‪#‎তৎসম‬ একটি পারিভাষিক শব্দ।

‪#‎১ম‬ মহাযুদ্ধ এ কাজী নজরুল ইসলাম লহোর থেকে করাচী যান। মেসোপটেমিয়া (ইরাক) গিয়েছিলেন বলা হলেও তা ভুল।
‪#‎নগর‬ পুড়িলে দেবালয় কি এড়ায়? – ভারতচন্দ্র
‪#‎বৃষ্টি‬ পড়ে টাপুরটুপুর – এটা লোকছড়ার চরণ। রবীন্দ্রনাথ তার কবিতায় পরে ব্যাবহার করেছেন।
‪#‎পাণিণির‬ ব্যাকরণের নাম- অষ্টাধ্যায়ী

Courtesy :Zakir’s BCS specials

Share This Post

Related Articles

Previous
Next Post »