Updates :
Loading...

নতুন চার মৌল



আজকের টপিক: "নতুন চার মৌল"
Courtesy: Mahin Islam (Admin)
Collect from: কিশোর আলো (কিআ)


আসুন দেখে নি "নতুন চার মৌল"
তোমার রসায়ন বইখানা বদলানোর সময় এসেছে।
পর্যায় সারণিতে যুক্ত হয়েছে নতুন চার মৌল।
মৌল ১১৩,১১৫,১১৭ ও ১১৮ যুক্ত হয়েছে পর্যায় সারণির ৭ নম্বর সারিতে।
International Union And Applied Chemistry (IUPAC) এর গবেষকেরা মৌলগুলোকে সারণিতে যুক্ত করার ঘোষণা দিয়েছেন।
আপাতত ১১৩ মৌলকে আনআনট্রিয়াম,১১৫ মৌল আনআনপেনটিয়াম,১১৭ মৌল আনআনসেপটিয়াম ও ১১৮তম মৌলটিকে  আনআনঅকটিয়াম নামে ডাকছেন বিজ্ঞানীরা।তবে মৌলগুলোর এখনো কোনো স্বীকৃত নাম আর প্রতীক গৃহীত হয়নি।
এ মৌলগুলো আবিষ্কার করেছেন জাপান,রাশিয়া ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিজ্ঞানী
বিঃদ্রঃ এই পোষ্টটি ভালো লাগলে অন্য বন্ধুকে জানার সুযোগ করে দিতে শেয়ার করবেন।
ধন্যবাদ



Share This Post

Related Articles

Previous
Next Post »