Updates :
Loading...

এবার অন্ধদের জন্য স্মার্টফোন !


এবার দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য আসছে স্মার্টফোন। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মিশিগানের একদল গবেষক একটি টাচস্ক্রিন ট্যাবলেট আবিষ্কার করেছেন। এটি অন্ধরা ব্যবহার করতে পারবেন।
অন্ধদের জন্য স্মার্টফোন তৈরিতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল ডিসপ্লে। সম্প্রতি সেই অসাধ্যা সাধন করেছেন বিশ্ববিদ্যালয়টির ওই গবেষকরা। 


দৃষ্টিশক্তি না থাকায় এতদিন শুধু ফিচার ফোন ব্যবহার করতেন অন্ধরা। এখন থেকে তারা স্মার্টফোনও ব্যবহার করতে পারবেন।
ভারতের এক শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়, যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মিশিগানের অধ্যাপক সিলি ও মডরেইন, সহযোগী অধ্যাপক ব্রেন্ট গিলেস্পি এবং পিএইচডি শিক্ষার্থী আলেক্সান্ডার রুসোমান্নো একটি প্রযুক্তি নিয়ে কাজ করছেন। এ দিয়ে দৃষ্টি প্রতিবন্ধীরা একটি ডিসপ্লের সম্পূর্ণ অংশ পড়তে পারবেন।
এতে ব্যবহার করা হয়েছে মাইক্রোফ্লুইডিকস। সঙ্গে ব্যবহার করা হয়েছে স্বল্প পরিমাণ তরল পদার্থ ও গ্যাস। টাচস্ক্রিনে স্পর্শ করে মাইক্রোফ্লুইডসের ওপর যে বাবলের সৃষ্টি হবে তা দৃষ্টি প্রতিবন্ধীদের দেখতে সহায়তা করবে।
মিশিগানের গবেষক দল আশা করছেন, কিছু দিনের মধ্যে এই ডিভাইসটি বাজারে পাওয়া যাবে।

Share This Post

Related Articles

Previous
Next Post »