২০১৫ সালের ব্যাংক এ আসা কিছু ভোকাবুলারি নিয়ে করা পোস্ট
By: Nazmul Hasan( Sumon)
জনি- কিরে মিসবা তোকে তো ” Raconteur” জানতাম, কিছু ঘটলেই বলার জন্য “Ardent” থাকতি, কিন্তু এখন ” Reclusive ” হয়ে বসে বসে কি করছিস? আর দেখতেও ” Apprehensive” লাগছে।
মিসবা- আরে কি করবো তনুকে মেরে ফেললো! সেনানিবাসের মতো যায়গাতে এমন ঘটনা ” Anomalous “। কোন ” Licentious” লোক এমন “Debonair” মেয়টাকে মেরে ” Abscond” করলো বুঝতেছিনা! ঘটনাটা আমার কাছে ” Acrimonious ” লাগছে। এখন সূত্র এর ” Paucity ” এর জন্য আসামী ধরা কঠিন মনে হচ্ছে কিন্তু ” Omniscient
” সব দেখেন তিনি তনুকে ” Perpetual” লাইফে শান্তি দেবেন আর অপরাধী ধরা পড়বে আর আমাদের যন্ত্রনা ” Alleviate” হবে।
জনি- হ্যা কি আর করবিরে আমাদের দেশের রাঘব বোয়াল রাই বড় ” Prevaricator” আর তারা যত বড় ” pilferer” কিন্তু তারা Sycophancy করে নিজেদের যায়গা পাকা করে। আমাদের কে উন্নত দেশের ” Emulation” করতে হবে নাহলে এমন ঘটনা কষ্ট গুলো ” Accretion ” করতেই থাকবে
এবার শব্দ গুলো দেখি
১)Raconteur – আমুদে, গল্প বলিয়ে লোক
২) Reclusive – একাকী, সন্যাসী
৩)Apprehensive – উদ্বিগ্ন, শংকিত
৪)Anomalous – ব্যাতিক্রম
৫)Licentious – দুশ্চরিত্র লোক
৬)Debonair – সদা হাশিখুশি
৭)Abscond- আত্মগোপন করা
৮)Acrimonious – তিক্ত,বিদ্বেষপূর্ন
৯)Paucity – স্বল্পতা, দুস্প্রাপ্যতা
১০)Omniscient – যিনি সব দেখেন
১১) Perpetual – অনন্ত, চিরস্থায়ী
১২)Alleviate – উপশম, যন্ত্রনা লাঘব
১৩)Prevaricator – সত্যের অপলাপকারী, মিথ্যাবাদী
১৪)pilferer- চোর, ছিচকে চোর
১৫)Sycophancy- তোষামোদি
১৬)Emulation – অনুকরন
১৭)Accretion – সংযোজন হওয়া।
by-Zakir’s BCS specials