Updates :
Loading...

শেষ মুহুর্তের প্রস্তুতিঃ (প্রসঙ্গ -ATEO নিয়োগ পরীক্ষা)

 

শেষ মুহুর্তের প্রস্তুতিঃ (প্রসঙ্গ -ATEO নিয়োগ পরীক্ষা)
:
পরিকল্পনায়ঃ সত্যজিৎ চক্রবর্ত্তী 
fb : Satyajit Chakroborty 

ATEO নিয়োগ পরীক্ষার জন্য আশা করি সবার প্রস্তুতি শেষ। আজ কথা বলব বিগত বছরের প্রশ্ন,রেজাল্ট ও তার প্রেক্ষাপট ভিত্তিক আগামী শুক্রবারের সহকারী উপজেলা শিক্ষা অফিসারের নিয়োগ পরীক্ষার প্রস্তুতি বিষয়ক করনীয় নিয়ে। বিগত বছরের বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করে যা বুঝলাম, পিএসসি'র বিভিন্ন পরীক্ষায় বিগত বছরের প্রশ্নের পুনরাবৃত্তি হয় খুব বেশি। পরীক্ষায় প্রায় দেখা যায় আপনি অনেক গুলো প্রশ্ন "কনফিউশন "এর কারণে পারছেন না। "কনফিউশন " মানে কী? প্রশ্নটি আপনার আগে পড়া ছিল, কিন্তু এই মুহুর্তে মনে পড়ছে না। পিএসসি'র এমন অনেক পরীক্ষা দেখেছি যেখানে ১০০ এর মধ্যে সর্বোচ্চ ৫০/৬০-৭০টি বিগত বছরের বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন থাকে। তাহলে পাশ করার জন্য আর কতই বা নতুন তথ্য জানতে হয়। এতদিন তো শুধু নতুন পড়াই পড়েছেন। তাই আজ একবার যেকোন প্রকাশনীর ছোট জব সলিউশন খুব ভালভাবে শেষ করুন। নতুন কিছু না পারেন, কিন্তু জানা একটি প্রশ্ন ও যেন আপনার কনফিউশন সৃষ্টি করতে না পারে।
:
পড়ার সময় যে প্রশ্নটি আপনি ভুলে যাবেন বলে মনে হবে বা যে প্রশ্নটি একটু কঠিন মনে হবে সেটি দাগিয়ে রাখুন। আর এভাবেই আজকের মধ্যে পুরো মিনি জব সলিউশন একবার শেষ করুন। এরপর আগামীকাল শুধু দাগানো প্রশ্নগুলো (যেগুলো আপনি ভুলে যাবেন বলে মনে হয়েছিল বা কঠিন মনে হয়েছিল) বারবার পড়ুন। যদি এভাবে শেষ করতে পারেন, তবে নিশ্চিত থাকেন শুক্রবারের পরীক্ষায় আপনার জানা প্রশ্ন আসলে সেটা আর ভুল হওয়ার সম্ভাবনা থাকবেনা।
:
কিন্তু যারা জব সলিউশন একাধিকবার শেষ করেছেন, শেষ করতে করতে বিরক্ত হয়ে গেছেন, এমনকি খুব ভাল আত্মবিশ্বাস আছে বিগত বছরের প্রশ্ন আসলে একটা ও ভুল হবেনা, তারা নিচের টপিকগুলো পড়তে পারেন আজ ও কাল। যেহেতু সব টপিকই আপনার আগে পড়া আছে সুতরাং নিচের টপিকগুলো থেকে যেহেতু প্রশ্ন আসবেই তাই এগুলোতে জোড় দিতে পারেন।
:
যাদের জব সলিউশনের ব্যাপারে আত্মবিশ্বাস আছে, তারা জব সলিউশন না পড়ে যা রিভিশন করবেন -
চর্যাপদ, বাংলা সাহিত্যের প্রাচীন ও মধ্যযুগ, ১১জন কবি,পঞ্চপাণ্ডব, সংবিধান,মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু, বাজেট ও অর্থনীতি, জনসংখ্যা, উপজাতি, বাংলা ও ইংরেজি গ্রামার (যতটুকু সময় পাওয়া যায়), কিছু আপডেট (এই পেজে দেওয়া আছে অনেক) এছাড়া কিছু গুরুত্বপূর্ণ ইংরেজি সাহিত্যেক। যেমন George Barned Shaw, D H Lawrence, W B Yeats, Bertran Russel, T S Eliot, John Milton, Alexander Pope, Willium Wordsworth, ST Colleridge, Shelly, john keats, John Austen, Tennyson, Charles Dickens, Shakespeare , John Donne
:
বিঃদ্রঃ । উল্লেখ্য আপনাকে এই অনুযায়ী পড়তেই হবে, এমনটি নয়। আপনি চাইলে আপনার নিজের মত করেও প্রস্তুতি নিতে পারেন। আমি শুধু বিগত বছরের প্রশ্ন ও রেজাল্টের প্রেক্ষাপট বিবেচনায় এটি লিখলাম।

‪#‎Compiled_by‬ :
SATYAJIT CHAKRABORTY
Ex-president,
Social Law Awareness Association.

Share This Post

Related Articles

Previous
Next Post »