বৈশাখী ভাতা পাচ্ছেন রাজধানীর কয়েকটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা।
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, লালবাগ মডেল কলেজ ও বিজিবি পরিচালিত কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা দৈনিকশিক্ষাকে জানিয়েছেন তারা মার্চের বেতনের সঙ্গেই বৈশাখী ভাতা পাচ্ছেন।
সরকারি স্কুল-কলেজ শিক্ষকরা যেদিন থেকে বৈশাখী ভাতা পাবেন এসব বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা একই সময় থেকে পাবেন বলে প্রতিষ্ঠানপ্রধানরা তাদেরকে ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন।
তবে, এমপিওভুক্ত সকল শিক্ষক-কর্মচারীদের জন্য কবে থেকে বৈশাখী ভাতা চালু হবে তা কেই সঠিকভাবে বলতে পারছেন না। মন্ত্রণালয়ের কর্মকর্তাদের এ বিষয়ে জানতে চাইলে তারা বলেন, হিসেব-নিকেষের বিষয় রয়েছে।
মার্চের বেতনের সঙ্গেই বৈশাখী ভাতা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। এর পরিমাণ হবে মূল বেতনের ২০ শতাংশ। অর্থ মন্ত্রণালয় সূত্র বলেছে, বৈশাখী বোনাসের জন্য আলাদা প্রজ্ঞাপন জারি করা হবে না।
সরকারি চাকরিজীবীদের সঙ্গে সরকারি স্কুল-কলেজ ও মাদ্রাসা শিক্ষকরা বেশাখী ভাতা পাচ্ছেন।
সূত্র: দৈনিক শিক্ষা