Updates :
Loading...

২০১৫ সালে ব্যাংক নিয়োগ পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ যত ভোকাবুলারি: পার্ট-২




২০১৫ সালে ব্যাংক এ আসা কিছু Vocabulary

কি খবর সাইফ?
আর বলোনা আমাদের প্লেয়ারদের মধ্যে যদি একটু “Sagacity ” থাকতো!! কেমন ” Imprudent ” এর মতো ম্যাচ টা হেরে বসলো!!
জনি- হ্যারে ভাই ধোনী তো শেষের ওভারে বারবার খেলা” Encumber” করলো! খেলোয়াড়রা নিজেদের খেলায় “Engrossed ” থাকতে পারলে এমন হতোনা। আরে তার পরেও মাহমুদুল্লাহ আর মুশফিক কে”Incautious” বলতেই হবে। এমন “superannuated” খেলা আশা করিনাই। যাই হোক হারার কারনে “Boorish” আর ” Braggart” ইন্ডিয়ান সমর্থক গুলো তো বেশ হইচই করছে। আর দেশের সবাই তো প্লেয়ারদের ” Felon” বানিয়ে দিয়েছে আর আমরা বেশিরভাগ ই সন্তষ্ট হইনা” malcontent ” থাকি।

যাই হোক আমাদের সাথে তো কম কিছু হলোনা আমাদের কথার ” preamble” যাই হোক ” Post script ” এ বলতে চাই আমরা আমাদের মেইন বোলার কে বাদ দিয়ে এমন খেলা খেলতে ” Impel” করা হইছে”
আচ্ছা এখন নতুন শব্দ গুলো দেখি এর অর্থ কি
১#)Sagacity( প্রজ্ঞা,বিচক্ষণতা): Wisdom, intelligence
২#)Imprudent ( অবিবেচক, হঠকারী)
৩#)Encumber( ব্যাহত করা) : Thwart, avert, hamper, burden
#৪)Engrossed ( নিবিষ্ট, সমাহিত) : Fully occupied
#৫) Incautious ( অসাবধান, হঠকারী)
#৬)Superannuated(সেকেলে) : Obsolete
#৭)Boorish( কথা ও আচরনে ভদ্রতাহীন)
#৮)Braggart ( দম্ভপূর্ণ, মিথ্যা বড়াইকারী)
#৯)Felon( গুরুতর অপরাধে দোষী ব্যাক্তি)
#১০)Malcontent ( যে ব্যাক্তি সর্বদা অসন্তুষ্ট থাকে)
#১১) Preamble ( প্রস্তাবনা)
#১২) Post script ( পুনশ্চ, সর্বশেষ তথ্য)
#১৩) Impel( বাধ্য করা, প্রবৃত্ত করা, চালিত করা)

BY >>> Nazmul Hasan Sumon

Share This Post

Related Articles

Previous
Next Post »