Updates :
Loading...

‪‎বিসিএস আন্তর্জাতিক বিষয়াবলী‬ (এশিয়ার ইতিহাস )


‪#‎বিসিএস_আন্তর্জাতিক_বিষয়াবলী‬ (এশিয়ার ইতিহাস )
-
প্রশ্ন: ভারতে কয় কক্ষবিশিষ্ট পার্লামেন্ট রয়েছে?
উঃ দুই কক্ষ বিশিষ্ট।
প্রশ্ন: ভারতে দুই কক্ষবিশিষ্ট পার্লামেন্টের নামগুলো কি কি?
উঃ রাজ্যসভা ও লোকসভা।
প্রশ্ন: ভারতে রাজ্যসভার মোট আসন সংখ্যা কত?
উঃ ২৫০ টি (২৩৮টি নির্বাচিত এবং ১২টি সংরক্ষিত)।
প্রশ্ন: ভারতে লোকসভার মোট আসন সংখ্যা কত?
উঃ ৫৫২ টি (৫৫০টি নির্বাচিত এবং ২টি সংরক্ষিত)।
প্রশ্ন: ভারতে লোকসভার কত আসনে বর্তমানে নির্বাচন হয়?
উঃ ৫৪৩ টি।
প্রশ্ন: ভারতের স্বাধীনতা লাভের পর কোন মহিলা গর্ভনর নিযুক্ত হন?
উঃ সরোজিনী নাইডু।
প্রশ্ন: মহাত্মা গান্ধী দক্ষিন আফ্রিকা থেকে কবে দেশে প্রত্যাবর্তন করেন?
উঃ ০৯ জানুয়ারী ১৯১৫।
প্রশ্ন: মহাত্মা গান্ধী কবে নিহত হয়েছিলেন?
উঃ ৩০ জানুয়ারী, ১৯৪৮ (বিড়লা হাউজে)।
প্রশ্ন: বিড়লা হাউসের বর্তমান নাম কি?
উঃ গান্ধী সদন।
প্রশ্ন: দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এসউইচ বধ্যভূমিতে কত লোককে হত্যা করা হয়েছিল?
উঃ ১৫ লক্ষ।
প্রশ্ন: ভারতের কংগ্রেসের বর্তমান সভাপতি কে?
উঃ সোনিয়া গান্ধী।
প্রশ্ন: মাদার তেরেসা কবে মৃত্যুবরণ করেন?
উঃ ০৫ সেপ্টেম্বর ১৯৯৭।
প্রশ্ন: জালিয়ান ওয়ালাবাগের হত্যাকান্ড কবে হয়েছিল?
উঃ ০৯ জানুয়ারী ১৯১৫।
প্রশ্ন: জালিয়ান ওয়ালাবাগের হত্যাকান্ড কে নেতৃত্ব দিয়েছিল?
জেনারেল রেজিল্যান্ড ডায়ার।
প্রশ্ন: জালিয়ান ওয়ালাবাগের হত্যাকান্ডে কয়জন নিহত ও আহত হয়েছিলেন?
৫০০ ও ১,৫০০ জন।
প্রশ্ন: ভারত-চীন যুদ্ধ কবে সংগঠিত হয়?
১১ অক্টোবর, ১৯৬২।
প্রশ্ন: ইন্দিরা গান্ধী কবে আততায়ীর গুলিতে নিহত হন?
উঃ ৩১ অক্টেবর ১৯৮৪।
প্রশ্ন: ভারতীয় সংবিধানের প্রস্তাবের জনক কে?
উঃ জওহরলাল নেহেরু।
প্রশ্ন: তাসখন্দ চুক্তি কবে সাক্ষরিত হয়?
উঃ ১১ জানুয়ারী ১৯৬৬।
প্রশ্ন: ভারতের রাজ্যসভার চেয়ারম্যান কে?
উঃ উপ-রাষ্ট্রপতি।
প্রশ্ন: ভারতের প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী কে?
উঃ মোরারজি দেশাই।
প্রশ্ন: পশ্চিমবঙ্গের বর্তমান মূখ্যমন্ত্রী কে?
উঃ মমতা বন্দোপাধ্যায়
প্রশ্ন: ভারত কবে পারমাণবিক বিস্ফোরণ ঘটায়?
উঃ ১৮ মে ১৯৭৪।
প্রশ্ন: ইবনে বতুতা কবে ভারত গমন করেন?
উঃ ১৩৩৩ সালে।
প্রশ্ন: ভাস্কো-দা-গামা কবে কালিকট বন্দরে আগমন করেন?
উঃ ১৪৪৮ সালে।
প্রশ্ন: পর্তুগীজরা কবে গোয়া দখল করে?
উঃ ১৫১০ সালে।
প্রশ্ন: শেরশাহ কবে হুমায়নকে পরাজিত করে দিল্লীর মসনদ দখল করে?
উঃ ১৫৩৯ সালে।
প্রশ্ন: সম্রাট আকবরের নির্দেশে কবে জিজিয়া কর প্রত্যাহার করা হয়?
উঃ ১৫৬৪ সালে।
প্রশ্ন: আকবর কবে দীন ই এলাহি ধর্ম প্রবর্তন করেন?
উঃ ১৫৮২ সালে।
প্রশ্ন: ভারত ও পাকিস্তানের মাঝে বিখ্যাত সিমলা চুক্তি স্বাক্ষর হয়েছিল কবে।
উঃ ৩ জুলাই ১৯৭২ সালে।
প্রশ্ন: মনসবদারী প্রথার প্রচলন করেন কোন সম্রাট?
উঃ সম্রাট আকবর।
প্রশ্ন: গেটওয়ে অব ইন্ডিয়া কার সম্মানে নির্মিত হয়?
উঃ ব্রিটেনের রাজা জর্জ।
প্রশ্ন: ভারতে সিয়াচেন জায়গাটি কোন সীমান্তে অবস্থিত?
উঃ ভারত-পাকিস্তান সিমান্তে।
প্রশ্ন: ব্রিটেনে কবে ইন্ডিয়া কোম্পানির প্রতিষ্ঠা ঘটে?
উঃ ১৬০০ সালে।
প্রশ্ন: উগ্র জাতীয়তাবাদী হিন্দুরা কবে বাবরী মসজিদ ধ্বংস করে?
উঃ ০৬ ডিসেম্বর ১৯৯২।
প্রশ্ন: ভারতের ঐতিহাসিক বাবরী মসজিদ অবস্থিত?
উঃ অযোধ্যায়।
প্রশ্ন: ইংল্যান্ডের রাণীকে কবে ভারতের সম্রাট ঘোষনা করা হয়?
উঃ ১৮৭৭ সালে।
প্রশ্ন: ভারত রক্ষা আইন প্রণীত হয় কোন সালে?
উঃ ১৯১৫ সালে।
প্রশ্ন: সার্কভুক্ত দেশের মধ্যে কোন দেশের গণতন্ত্রের ইতিহাস দীর্ঘদিনের?
উঃ ভারত।
প্রশ্ন: কাশ্মেীরে বিচ্ছিন্নবাদীদের প্রধান জোট কোনটি?
উঃ অল পার্টি হুরিয়াত কনফারেন্স।
প্রশ্ন: ফুলনদেবীকে কত তারিখে খুন করা হয়?
উঃ ২৫ জুলাই, ২০০১।
প্রশ্ন: ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কবে শপথ গ্রহন করেন?
উঃ ২৬ মে, ২০১৪।
প্রশ্ন: নরেন্দ্র মোদি বর্তমানে ভারতের কততম প্রধানমন্ত্রী?
উঃ ১৬ তম।
প্রশ্ন: ভারতের লোকসভার প্রথম মহিলা স্পিকার কে?
উঃ মীরা কুমার।
প্রশ্ন: কত তারিখে ভারতের কিংবদন্তী বনদস্যু বীরাপ্পন নিহত হয়?
উঃ ১৮ অক্টোবর, ২০০৪।
প্রশ্ন: ভারতের অযোধ্যায় বাবরী মসজিদ ধ্বংসের ঘটনায় গঠিত কমিশনটির নাম কি?
উঃ লিবারহ্যান কমিশন।
প্রশ্ন: ভারতীয় গোয়েন্দা সংস্থার নাম কি?
উঃ (RAW) র’।
প্রশ্ন: ‘ব্লাক ক্যাট’ কোন দেশের কমান্ডো বাহিনী?
উঃ ভারত।
প্রশ্ন: ভারতের পশ্চিম বঙ্গের নতুন নাম কি?
উঃ বাংলা প্রদেশ।
প্রশ্ন: ‘সীমান্ত গান্ধী’ নামে পরিচিত কে ছিলেন?
উঃ আবদুল গাফফার খান।
প্রশ্ন: টিপু সুলতান কে ছিলেন?
উঃ মহীশুরের শাসনকর্তা।
প্রশ্ন: বোমা বিস্ফোরণে ভারতের রাজীব গান্ধী কবে নিহত হয়?
উঃ ২১ মে ১৯৯১।
প্রশ্ন: রাজীব গান্ধী হত্যার সাথে জরিত মহিলা কোন সংগঠনের সদস্যা?
উঃ এল.টি.টি.আই।
প্রশ্ন: রাজীব গান্ধীকে হত্যার জন্য বোমা বহনকারী আত্মঘাতী মহিলার নাম কি?
উঃ থানু।
প্রশ্ন: বেফোর্স কেলেংকারীর সাথে জড়িত ভারতীয় প্রধানমন্ত্রী?
উঃ রাজীব গান্ধী।
প্রশ্ন: বেফোর্স কোন দেশের অস্ত্র উৎপাদন ও বিক্রয়কারী সংস্থা?
উঃ সুইডেন।
প্রশ্ন: ভারতের কোন রাজ্যে সাম্প্রদায়িক দাঙ্গায় শত শত মুসলিম নর-নারী নিহত হয়?
উঃ গুজরাট।
প্রশ্ন: ভারতের বিখ্যাত তিনমূর্তি ভবনটি কোথায় অবস্থিত?
উঃ নয়াদিল্লী।
প্রশ্ন: ভারতের গোলযোগপূর্ণ ‘অনন্তনাগ’ শহরটি অবস্থিত?
উঃ কাশ্মীরে।
প্রশ্ন: কোন দেশটিকে ‘দ্য ল্যান্ড অব থান্ডার ড্রাগন’ বলা হয়?
উঃ ভূটানকে।
প্রশ্ন: ভূটানের প্রথম উত্তরাধিকারী ভিত্তিক রাজা ক্ষমতায় আসে কবে?
উঃ ১৭ ডিসেম্বর ১৯০৭
প্রশ্ন: জিগমে সিংগে ওয়াংচুক কবে ভূটানের রাজা নিযুক্ত হন?
উঃ ১৯৭২ সালের জুলাই মাসে।
প্রশ্ন: ভূটানে কবে গনতান্ত্রিক রাজতন্ত্র প্রচলিত হয়?
উঃ ১৯৬৯ সালে।
প্রশ্ন: মায়ানমার কবে ভারত থেকে বিচ্ছিন্ন হয়েছিল?
উঃ ১ এপ্রিল, ১৯৩৭।
প্রশ্ন: মায়ানমারের চলমান সামরিক শাসন শুরু হয় কবে?
উঃ ১৯৬২ সালে।
প্রশ্ন: কোন দেশে ১৯৬২ সালের পর আদৌ কোন গনতন্ত্র চর্চা হয়নি?
উঃ মায়ানমারে।
প্রশ্ন: অং সান সুচি রাজনৈতিক দলের নাম কি?
উঃ এনএলডি (ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসী)।
প্রশ্ন: অং সান সুচি কবে এনএলডি গঠন করেন?
উঃ সেপ্টেম্বর, ১৯৮৮ সাল।
প্রশ্ন: বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী শ্রীমাভো বন্দর নায়েক কোন দেশের অধিবাসী?
উঃ শ্রীলঙ্কা।
প্রশ্ন: এলটিটিই-র জন্ম হয় কবে?
উঃ ১৯৭৮ সালে।
প্রশ্ন: শ্রীলংকার তামিল গেরিলাদের প্রধান কে ছিলেন/
উঃ ভিলু পিল্লাই প্রভাকরন।
প্রশ্ন: ভিলু পিল্লাই প্রভাকরণ কবে শ্রিলঙ্কার সেনা বাহিনীর হাতে নিহত হন?
উঃ ১৮ মে, ২০০৯।
প্রশ্ন: ইসলামী বিশ্বের প্রথম মহিলা সরকার প্রধান কে?
উঃ বেনজীর ভূট্রো।
প্রশ্ন: বেনজির ভুট্টোর কবে জন্ম গ্রহণ করে?
উঃ ২১ জুন, ১৯৫৩।
প্রশ্ন: বেনজির ভুট্টোর কবে আত্মঘাতি হামলায় নিহত হন?
উঃ ২৭ ডিসেম্বর, ২০০৭।
প্রশ্ন: আফগানিস্তানকে কে প্রজাতন্ত্র ঘোষনা করেন?
উঃ দাউদ খাঁ।
প্রশ্ন: নেপালের রাজা বীরেন্দ্র ও স্ত্রী ঐশ্বর্যসহ রাজ পরিবারের ১০ জন সদস্য নিহত হয় কবে?
উঃ ২৯ জুন, ২০০১।
প্রশ্ন: কোন দেশ বিশ্ব মতামত অগ্রাহ্য করে ভাস্কর্য ভান্ডার কাজ সম্পন্ন করে?
উঃ আফগানিস্তান।
প্রশ্ন: সার্কভুক্ত দেশগুলোর মধ্যে মাথাপিছূ আয় সব চাইতে বেশী কোন দেশের?
উঃ মালদ্বীপে।
প্রশ্ন: এশিয়ার কোন দেশের নিজস্ব সেনাবাহিনী নেই?
উঃ মালদ্বীপে।
প্রশ্ন: মায়ানমার সীমান্ত রক্ষী বাহিনীকে কি বলা হয়?
উঃ লুন্টিন।
প্রশ্ন: ভারত ও শ্রীলংকার মধ্যে রামেশ্বর দ্বীপ, মান্নার দ্বীপ এবং আরো কয়েকটি দ্বীপ রয়েছে এগুলোকে একত্রে কি বলা হয়?
উঃ সেতু বন্ধ।
প্রশ্ন: নেপাল সরকারের প্রধান কার্যালয় কোথায়?
উঃ সিংহ দরবার।
প্রশ্ন: কোন দেশের ৮০% জুড়ে কারাকুম মরুভূমি অবস্থিত?
উঃ তুর্কমেনিস্তান।
প্রশ্ন: তিয়েন মান পর্বতমালার উপর অবস্থিত কোন দেশ?
উঃ কিরঘিজস্তান।
প্রশ্ন: জাপান কবে কোরিয়া দখল করে?
উঃ ১৯১০ সালে।
প্রশ্ন: মার্কিন যুক্তরাষ্ট্র কবে কোরিয়া হস্তক্ষেপ করে?
উঃ ২৯ আগষ্ট, ১৯৫০ সালে।
প্রশ্ন: উত্তর ও দক্ষিন কোরিয়া কবে বিভক্ত হয়?
উঃ ১৫ আগষ্ট, ১৯৪৫।
প্রশ্ন: কবে দক্ষিন কোরিয়া রাষ্ট্রের অভ্যূদয় ঘটে?
উঃ ১৫ আগষ্ট, ১৯৪৫।
প্রশ্ন: কবে উত্তর কোরিয়া দক্ষিন কোরিয়াকে আক্রমন করে?
উঃ ২৫ জুন, ১৯৫০।
প্রশ্ন: কবে কোরিয়া যুদ্ধের অবসান ঘটে?
উঃ ২৭ জুলাই, ১৯৫৩।
প্রশ্ন: দুই কোরিয়া পুনঃ একত্রীকরণের লক্ষ্যে যৌথ ঘোষনা দেওয়া হয়?
উঃ ৪ জুলাই, ১৯৭২।
প্রশ্ন: দক্ষিন কোরিয়ার প্রেসিডেন্ট কিভাবে নির্বাচিত হন?
উঃ জনগণের প্রত্যক্ষ ভোটে।
প্রশ্ন: দক্ষিন কোরিয়ার জাতীয় সংসদের আসন সংখ্যা কত?
উঃ ২৯৯ টি।
প্রশ্ন: চীনের প্রথম বিদেশ-জাত শাসক কে ?
উঃ কুবলাই খান।
প্রশ্ন: চীনের সর্বশেষ সম্রাটের নাম কি ?
উঃ সম্রাট লুই।
প্রশ্ন: সম্রাট লুই কবে সিংহাসন ত্যাগ করেন ?
উঃ ১৯১২ সালের ১২ ফেব্রুয়ারি।
প্রশ্ন: চীনের সংবিধান সংশোধনর ব্যাপারে সর্বময় ক্ষমতার অধিকারী কে ?
উঃ চীন কংগ্রেস।
প্রশ্ন: বর্তমান ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি কোন সালে চীনের ক্ষমতা গ্রহণ করে ?
উঃ ১৯৪৯ সালে।
প্রশ্ন: চীনের কাছে হংকং হস্তান্তর করা হয় ?
উঃ ১৯৯৭ সালের ১ জুলাই।
প্রশ্ন: হংকং এ বৃটিশ শাসনের অবসানের পর সেখানে প্রথম গভর্নও হিসেবে কে দায়িত্ব নেন ?
উঃ তুং চি হুয়া।
প্রশ্ন: হংকং চীনের অন্তর্ভূত হওয়ার পর কবে প্রথমবারের মত নির্বাচন অনুষ্ঠিত হয় ?
উঃ ২৪ এপ্রিল, ১৯৯৮।
প্রশ্ন: পর্তুগীজ কবে চীনের কাছে ম্যাকাও হস্তান্তর করে ?
উঃ ১৯৯৯ সালের ১৯ ডিসেম্বর।
প্রশ্ন: পর্তুগাল কবে ম্যাকাও হস্তান্তরের ঘোষণা দেয় ?
উঃ ১৯৮৭ সালে।
প্রশ্ন: ফালুন গং কি ?
উঃ চীনের একটি আধ্যাত্মিক আন্দোলন।
প্রশ্ন: ফালুন গং এর উত্থান ঘটে কোন সালে ?
উঃ ১৯৯২ সালে।
প্রশ্ন: চীনের সরকার কবে ফালুন গং আন্দোলন নিষিদ্ধ ঘোষণা করে ?
উঃ ১৯৯৯ সালের ২২ জুলাই।
প্রশ্ন: ফালুন গং আন্দোলনের মূল নেতা কে ?
উঃ রী হং ঝি।
প্রশ্ন: চীন কবে তিব্বতে ধর্মীয় স্বাধীনতা দান করে ?
উঃ ২৭ মে ১৯৫১ সালে।
প্রশ্ন: মাঞ্চুরিয়া বিষয়ে চীন ও রাশিয়ার মধ্যে কবে চুক্তি স্বাক্ষরিত হয় ?
উঃ ১৯০২ সালের ৮ এপ্রিল।
প্রশ্ন: চীনের কাছে রাশিয়া কবে মাঞ্চুরিয়া হস্তান্তর করে ?
উঃ ১৮ জুলাই ১৯০২ সালে।
প্রশ্ন: চীনের সঙ্গে তাইওয়ান কবে সরাসরি বাণিজ্য নিষেধাজ্ঞা তুলে নেয় ?
উঃ ২২ মার্চ ২০০০।
প্রশ্ন: চীনে কবে দাস প্রথা অবলুপ্ত হয়েছে ?
উঃ ১৯১০ সালের ১০ মার্চ।
প্রশ্ন: চীনে কবে দু’হাজার বছরের রাজতন্ত্রের অবসান ঘটে ?
উঃ ১৯১১ সালের ১০ অক্টোবর।
প্রশ্ন: চীন প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট কে?
উঃ ডঃ সান ইয়াৎ সেন।
প্রশ্ন: ডঃ সান ইয়াং সেন কবে চীনের রাষ্ট্রপতি নির্বাচিত হন ?
উঃ ১৯১১ সালের ১৯ ডিসেম্বর।
প্রশ্ন: কবে চীনে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় ?
উঃ ১৯২১ সালের ৩০ জুন।
প্রশ্ন: চীন-যুক্তরাষ্ট্র পারমাণু অস্ত্র বিস্তাররোধ চুক্তি কবে স্বাক্ষরিত হয় ?
উঃ ১৯৯৪ সালের ৪ অক্টোবর।
প্রশ্ন: চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে কপিরাইট চুক্তি কবে স্বাক্ষরিত হয়?
উঃ ১১ মার্চ ১৯৯৫ সালে।
প্রশ্ন: চীন ও দক্ষিণ কোরিযার মধ্যে কবে ‘বেইজিং-সিউল’ চুক্তি সম্পাদিত হয় ?
উঃ ১৯৯৪ সালের ৩১ অক্টোবর।
প্রশ্ন: চীন কবে সেনাবাহিনীতে যোগদান বাধ্যতামূলক ঘোষণা করে ?
উঃ ১৯৯৫ সালের ৯ ফেব্রুয়ারি।
প্রশ্ন: কবে ভারত-চীন যুদ্ধ সংঘটিত হয়েছে ?
উঃ ১৯৬২ সালের ১১ অক্টোবর।
প্রশ্ন: মাও জে দং কবে চীনে সাংস্কৃতিক বিপ্লবের ডাক দেন ?
উঃ ১৯৬৬ সালের ১১ জানুয়ারি।
প্রশ্ন: চীন কবে প্রথম হাইড্রোজেন বোমা বিস্ফোরণ ঘটায় ?
উঃ ১৯৬৭ সালের ১৭ জুন।
প্রশ্ন: জাতিসংঘ কবে চীনের সদস্যপদ খারিজ করে ?
উঃ ১৯৫০ সালের ১ আগস্ট।
প্রশ্ন: পুনরায় চীন কবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হয় ?
উঃ ১৯৭১ সালের ২৫ অক্টোবর।
প্রশ্ন: কবে ব্রিটেন হংকং এর সর্বশেষ নৌ ঘাঁটিটি বন্ধ করে দেয়?
উঃ ১৯৯৭ সালের ১১ এপ্রিল।
প্রশ্ন: চীনের ‘গ্রেটওয়াল’ (প্রাচীর) কোন সালে নির্মাণ শুরু হয়েছিল ?
উঃ খ্রিষ্টপূর্ব ২১৪ সালে।
প্রশ্ন: চীনে কবে লং মার্চের শুরু হয় ?
উঃ ১৯৩৪ সালের ১৬ মেপ্টম্বর।
প্রশ্ন: মাও জে দং এর লং মার্চ শুরু হয় কবে ?
উঃ ১৯৩৪ সালের ২১ সেপ্টেম্বর।
প্রশ্ন: মাও জে দং কবে গণপ্রজাতন্ত্রী চীনের ঘোষণা দান করেন ?
উঃ ১৯৪৯ সালের ১ অক্টোবর।
প্রশ্ন: চীন কবে কোরিয়ার যুদ্ধে যুক্ত হয়েছিল ?
উঃ ১৯৫০ সালের ২৮ নভেম্বর।
প্রশ্ন: দালাইলামা কোন দেশের ধর্মীয় নেতা ?
উঃ তিব্বতের।
প্রশ্ন: দালাইলামা কবে তিব্বত পরিত্যাগ করে ভারতে আশ্রয় গ্রহণ করেন ?
উঃ ২৩ ফেব্রুয়ারি, ১৯৫৯ সালে।
প্রশ্ন: চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির প্রধান হুজিনতাও কবে দেশের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন ?
উঃ ১৫ মার্চ , ২০০২ সালে।
প্রশ্ন: চীনে মোট কয়টি প্রদেশ রয়েছে?
উঃ ২২ টি।
প্রশ্ন: চীনের অবিসংবাদিত নেতা চৌ এন লাই কবে মৃত্যুবরন করেন?
উঃ ১৯৭৬ সালে।
প্রশ্ন: তিয়েন আনমেন স্কোয়ার কোথায় অবস্থিত?
উঃ বেইজিং।
প্রশ্ন: গ্রেট হল কোথায় অবস্থিত?
উঃ মস্কোতে।
প্রশ্ন: হংকং-এ কবে চীনের শাসন ব্যবস্থা বলবৎ হয়?
উঃ ১ জুলাই, ১৯৯৭।
প্রশ্ন: হংকং কত বছরে বৃটেনের অধীনে ছিল?
উঃ ১৫৬ বছর।
প্রশ্ন: ম্যাকাও কত বছর পর্তূগালের অধীনে ছিল?
উঃ ৪৪৩ বছর।
প্রশ্ন: ম্যাকাও কবে চীনের অর্ন্তভক্ত হয়?
উঃ ১৯ ডিসেম্বর, ১৯৯৯।
প্রশ্ন: কোন সালে জাপানের সামন্ত ব্যবস্থার বিলুপ্তি ঘটে?
উঃ ১৮৭১ সালে।
প্রশ্ন: কোন সালে জাপানের সামন্ত ব্যবস্থার বিলুপ্তি ঘটে?
উঃ ১৮৭১ সালে।
প্রশ্ন: রুশ জাপান যুদ্ধ কবে শুরু হয়েছে?
উঃ ০৮ ফেব্রুয়ারী, ১৯০৪।
প্রশ্ন: জাপানের বিসমার্ক প্রিন্স ইটো কবে নিহত হন?
উঃ ২৬ অক্টোবর ১৯০৯।
প্রশ্ন: জাপান সম্রাট হিরোহিতো কবে মৃত্যুবরন করেন?
-
বিঃদ্রঃ কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।

Share This Post

Related Articles

Previous
Next Post »