-
ইংরেজি
-
মোঃ আশিকুর রহমান চৌধুরী
৩৪তম বিসিএস(প্রশাসন)।
নতুন সিলেবাসে Grammar এর জন্য ২০ নাম্বার আর Literature এ ১৫ নাম্বার।
Grammar part(20 marks)ঃ
বিসিএস প্রিলির জন্য যে Grammar প্রয়োজন তা English for competitive exam আর Saifur’s Newest Grammar পড়ে কাভার করা যায়।কিন্তু যারা খুব দ্রুত সময়ে Grammar এর জন্য প্রস্তুতি নিতে চান তারা Saifur’s Grammar তা পড়তে পারেন তবে English for competitive exam বইটা বাদ দেওয়া যাবে না।আশা করি এই বইদুটি ফলো করলে ২০ এ ১৫ পাওয়া কোন ব্যাপার হবে না।বিসিএস এ যে প্যার্টানে Grammar প্রশ্ন করা হয় Saifur’s Grammar বইটি তে সেই ধরনের প্যার্টান পাবেন।
Literature(15 marks) ঃ
English literature এর জন্য নোটস টাইপ বই (Asraful Islam Sohel and Monirul Islam Monir এর লেখা) সেটি দ্রুত প্রস্তুতির জন্য কার্যকরী। বিসিএস প্রিলির জন্য সব সাহিত্যিকের সাহিত্য কর্ম গুরুত্বপূর্ণ নয় তাই এই নোটস থেকে যে সব সাহিত্যিকের সাহিত্য কর্ম পড়বেন তাদের নাম নিচে দেওয়া হল-
1)Geoffrey Chaucer, 2)William Shakespeare, 3)John Milton, 4)Jonathan Swift,5)Alexander Poe,6)Jane Austen,7)William Wordsworth, 8)S.T. Coleridge, 9)Lord Byron,10)PB Shelley, 11)John Keats, 12)William Blake,13)Charles Dickens,14)Charlotte Bronte, 15)Robert Browning, 16)Alfred Lord Tennyson, 17)Thomas Carlyle, 18)Robert Frost, 19)Ernest Hemingway, 20)Toni Morrison, 21)WB Yeats, 22)T.S. Eliot, 23)GB Shaw,24)Oscar wild,25)JK Rowling.
আশা করি এই বিষয়গুলো English এ দ্রুততম প্রস্তুতি নিতে ভূমিকা রাখবে।
——বাংলা——–
ভাষা(নাম্বার :১৫)ঃ
এখানে বাংলা ব্যাকরণ হতে প্রশ্ন করা হবে।সিলেবাসের যে সব বিষয় আছে তা হল-প্রয়োগ-অপ প্রয়োগ,বানান ও বাক্য শুদ্ধি, পরিভাষা, সমার্থক ও বিপরীতার্থক শব্দ,ধ্বনি, শব্দ,পদ,বাক্য,প্রত্যয়,সন্ধি ও সমাস।
এখানে প্রয়োগ-অপপ্রয়োগ,বানান ও বাক্য শুদ্ধির জন্য বিগত বছরের বিসিএস বাংলা রিটেন পরীক্ষার প্রশ্নগুলো সলভ করুন। আর অন্যান্য টপিকসগুলো নবম-দশম শ্রেণীর বোর্ডের যে ব্যাকরণ বইটি আছে সেখান থেকে পড়ে ফেলুন।আপনাদের ব্যাকরণের এই সিলেবাসটা কিছুটা বিভ্রান্ত করবে কারণ সিলেবাসটা দেখে যত ছোট মনে হচ্ছে আসলে তত ছোট নয়।এখানে বাক্য,শব্দ,পদ এসবের মধ্যে আরও কিছু টপিকস লুকিয়ে আছে যা পরীক্ষায় আসবে।সেগুলো হল-কারক ও বিভক্তি,লিঙ্গ, কাল,ধাতু,প্রবাদ-প্রবচন,বাক্য সংকোচন,যতি চিহ্ন, বচন,বাচ্য। এসব নবম-দশম শ্রেণীর ব্যাকরণ বইয়ে পাবেন।
সাহিত্য(নাম্বার:২০)ঃ
১)প্রাচীন ও মধ্যযুগ (নাম্বার:০৫) ঃ
এই অংশের জন্য লাল নীল দীপাবলির (হুমায়ন আজাদ) প্রাচীন ও মধ্যযুগের সাহিত্যকর্ম পড়ে ফেলুন।বিশেষ করে চর্যাপদ,বৈষ্ণব পদাবলী, মঙ্গল কাব্য,মর্সিয়া সাহিত্য,মুসলিম অনুবাদ সাহিত্য,বাউল,পালা সাহিত্য,গীতিকা এসব খুব গুরুত্বপূর্ণ।
২)আধুনিক যুগ(নাম্বার :১৫) ঃ
এই অংশের জন্য সৌমিত্র শেখর স্যারের ভাষা জিজ্ঞাসা বইটি পড়তে পারেন।পিএসসি যে সকল সাহিত্যিকের সাহিত্যকর্ম হতে বেশী প্রশ্ন করে সেসব কবি সাহিত্যিক হলেন-রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম( ওনাদের সাহিত্যকর্ম হতে প্রতি বছর ২/৩ টি প্রশ্ন থাকে),জীবনানন্দ দাশ,মধু সূদন দত্ত, জসীম উদ্দিন, কৃষ্ণচন্দ্র মজুমদার,কায়কোবাদ,নির্মলেন্দু গুণ,রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ,বেগম সুফিয়া কামাল,কামিনী রায়,অমিয় চক্রবর্তী,আবু জাফর ওবায়দুল্লাহ,মুনীর চৌধুরী,বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র,মুজতবা আলী,ইসমাইল হোসেন সিরাজী,মোতাহের হোসেন চৌধুরী,সুনীল গঙ্গোপাধ্যায়,বেগম রোকেয়া,হুমায়ন আজাদ শামসুর রাহমান,মীর মশাররফ হোসেন,জহির রায়হান,সেলিম আল দীন,হুমায়ন আহমেদ,সুকান্ত,বিভূতিভূষণ, প্রমথ চৌধুরী,মানিক বন্দ্যোপাধ্যায়,সেলিনা হোসেন, দীনবন্ধু মিত্র,ঈশ্বরচন্দ্র,আবু ইসহাক,নূরুল মোমেন,শহীদুল্লাহ কায়সার,আহমদ শরীফ।
এছাড়াও মুক্তিযুদ্ধ বিষয়ক সাহিত্য,ডকুমেন্টারি, গান এবং বাংলা সংবাদপত্র,উক্তি এসব বিষয়ে অধ্যয়ন করতে পারেন।
একটা কথা অনেকে বলেন তা হল বাংলা পড়ি মনে থাকে না।তাদের জন্য আমার পরামর্শ হল বাংলা সাহিত্যের টপিকসগুলো পড়ুন সাথে সাথে লিখুন আর আপনার অধ্যয়নকে রেকর্ডিং করুন।অবসরে বা গাড়িতে বসে বসে রেকর্ডিংগুলো শুনুন। আমরা ছোটবেলায় আমাদের মায়ের মুখ থেকে শুনতে শুনতে ভাষা শিখেছি তাই মনে রাখবেন আপনি যত বেশী শুনবেন তত বেশী মনে রাখতে পারবেন।
মোঃ আশিকুর রহমান চৌধুরী
৩৪তম বিসিএস(প্রশাসন)।
নতুন সিলেবাসে Grammar এর জন্য ২০ নাম্বার আর Literature এ ১৫ নাম্বার।
Grammar part(20 marks)ঃ
বিসিএস প্রিলির জন্য যে Grammar প্রয়োজন তা English for competitive exam আর Saifur’s Newest Grammar পড়ে কাভার করা যায়।কিন্তু যারা খুব দ্রুত সময়ে Grammar এর জন্য প্রস্তুতি নিতে চান তারা Saifur’s Grammar তা পড়তে পারেন তবে English for competitive exam বইটা বাদ দেওয়া যাবে না।আশা করি এই বইদুটি ফলো করলে ২০ এ ১৫ পাওয়া কোন ব্যাপার হবে না।বিসিএস এ যে প্যার্টানে Grammar প্রশ্ন করা হয় Saifur’s Grammar বইটি তে সেই ধরনের প্যার্টান পাবেন।
Literature(15 marks) ঃ
English literature এর জন্য নোটস টাইপ বই (Asraful Islam Sohel and Monirul Islam Monir এর লেখা) সেটি দ্রুত প্রস্তুতির জন্য কার্যকরী। বিসিএস প্রিলির জন্য সব সাহিত্যিকের সাহিত্য কর্ম গুরুত্বপূর্ণ নয় তাই এই নোটস থেকে যে সব সাহিত্যিকের সাহিত্য কর্ম পড়বেন তাদের নাম নিচে দেওয়া হল-
1)Geoffrey Chaucer, 2)William Shakespeare, 3)John Milton, 4)Jonathan Swift,5)Alexander Poe,6)Jane Austen,7)William Wordsworth, 8)S.T. Coleridge, 9)Lord Byron,10)PB Shelley, 11)John Keats, 12)William Blake,13)Charles Dickens,14)Charlotte Bronte, 15)Robert Browning, 16)Alfred Lord Tennyson, 17)Thomas Carlyle, 18)Robert Frost, 19)Ernest Hemingway, 20)Toni Morrison, 21)WB Yeats, 22)T.S. Eliot, 23)GB Shaw,24)Oscar wild,25)JK Rowling.
আশা করি এই বিষয়গুলো English এ দ্রুততম প্রস্তুতি নিতে ভূমিকা রাখবে।
——বাংলা——–
ভাষা(নাম্বার :১৫)ঃ
এখানে বাংলা ব্যাকরণ হতে প্রশ্ন করা হবে।সিলেবাসের যে সব বিষয় আছে তা হল-প্রয়োগ-অপ প্রয়োগ,বানান ও বাক্য শুদ্ধি, পরিভাষা, সমার্থক ও বিপরীতার্থক শব্দ,ধ্বনি, শব্দ,পদ,বাক্য,প্রত্যয়,সন্ধি ও সমাস।
এখানে প্রয়োগ-অপপ্রয়োগ,বানান ও বাক্য শুদ্ধির জন্য বিগত বছরের বিসিএস বাংলা রিটেন পরীক্ষার প্রশ্নগুলো সলভ করুন। আর অন্যান্য টপিকসগুলো নবম-দশম শ্রেণীর বোর্ডের যে ব্যাকরণ বইটি আছে সেখান থেকে পড়ে ফেলুন।আপনাদের ব্যাকরণের এই সিলেবাসটা কিছুটা বিভ্রান্ত করবে কারণ সিলেবাসটা দেখে যত ছোট মনে হচ্ছে আসলে তত ছোট নয়।এখানে বাক্য,শব্দ,পদ এসবের মধ্যে আরও কিছু টপিকস লুকিয়ে আছে যা পরীক্ষায় আসবে।সেগুলো হল-কারক ও বিভক্তি,লিঙ্গ, কাল,ধাতু,প্রবাদ-প্রবচন,বাক্য সংকোচন,যতি চিহ্ন, বচন,বাচ্য। এসব নবম-দশম শ্রেণীর ব্যাকরণ বইয়ে পাবেন।
সাহিত্য(নাম্বার:২০)ঃ
১)প্রাচীন ও মধ্যযুগ (নাম্বার:০৫) ঃ
এই অংশের জন্য লাল নীল দীপাবলির (হুমায়ন আজাদ) প্রাচীন ও মধ্যযুগের সাহিত্যকর্ম পড়ে ফেলুন।বিশেষ করে চর্যাপদ,বৈষ্ণব পদাবলী, মঙ্গল কাব্য,মর্সিয়া সাহিত্য,মুসলিম অনুবাদ সাহিত্য,বাউল,পালা সাহিত্য,গীতিকা এসব খুব গুরুত্বপূর্ণ।
২)আধুনিক যুগ(নাম্বার :১৫) ঃ
এই অংশের জন্য সৌমিত্র শেখর স্যারের ভাষা জিজ্ঞাসা বইটি পড়তে পারেন।পিএসসি যে সকল সাহিত্যিকের সাহিত্যকর্ম হতে বেশী প্রশ্ন করে সেসব কবি সাহিত্যিক হলেন-রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম( ওনাদের সাহিত্যকর্ম হতে প্রতি বছর ২/৩ টি প্রশ্ন থাকে),জীবনানন্দ দাশ,মধু সূদন দত্ত, জসীম উদ্দিন, কৃষ্ণচন্দ্র মজুমদার,কায়কোবাদ,নির্মলেন্দু গুণ,রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ,বেগম সুফিয়া কামাল,কামিনী রায়,অমিয় চক্রবর্তী,আবু জাফর ওবায়দুল্লাহ,মুনীর চৌধুরী,বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র,মুজতবা আলী,ইসমাইল হোসেন সিরাজী,মোতাহের হোসেন চৌধুরী,সুনীল গঙ্গোপাধ্যায়,বেগম রোকেয়া,হুমায়ন আজাদ শামসুর রাহমান,মীর মশাররফ হোসেন,জহির রায়হান,সেলিম আল দীন,হুমায়ন আহমেদ,সুকান্ত,বিভূতিভূষণ, প্রমথ চৌধুরী,মানিক বন্দ্যোপাধ্যায়,সেলিনা হোসেন, দীনবন্ধু মিত্র,ঈশ্বরচন্দ্র,আবু ইসহাক,নূরুল মোমেন,শহীদুল্লাহ কায়সার,আহমদ শরীফ।
এছাড়াও মুক্তিযুদ্ধ বিষয়ক সাহিত্য,ডকুমেন্টারি, গান এবং বাংলা সংবাদপত্র,উক্তি এসব বিষয়ে অধ্যয়ন করতে পারেন।
একটা কথা অনেকে বলেন তা হল বাংলা পড়ি মনে থাকে না।তাদের জন্য আমার পরামর্শ হল বাংলা সাহিত্যের টপিকসগুলো পড়ুন সাথে সাথে লিখুন আর আপনার অধ্যয়নকে রেকর্ডিং করুন।অবসরে বা গাড়িতে বসে বসে রেকর্ডিংগুলো শুনুন। আমরা ছোটবেলায় আমাদের মায়ের মুখ থেকে শুনতে শুনতে ভাষা শিখেছি তাই মনে রাখবেন আপনি যত বেশী শুনবেন তত বেশী মনে রাখতে পারবেন।