Updates :
Loading...

বাংলাদেশের কম্পিউটার বিষয়াবলী



১. বাংলাদেশে প্রথম কম্পিউটার স্থাপিত – ১৯৬৪ সালে পরমাণু শক্তি কমিশনে, IBM – ১৬২০

২. প্রথম কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ চালু – ১৯৮৪ সালে বুয়েট

৩. কম্পিউটার সোসাইটি প্রতিষ্ঠিত হয় – ১৯৮৯ সালে

৪. কম্পিউটার কাউন্সিল ( সরকারি)প্রতিষ্ঠিত হয় – ১৯৯০ সালে

৫. বাংলা ভাষায় কম্পিউটার বিষয়ক প্রথম মাসিক পত্রিকা – কম্পিউটার জগৎ ১৯৯১ সালে

৬. বাংলাদেশ এ ইনটারনেট চালু – ১৯৯৬ সালে

৭. প্রথম ইনটারনেট ভিত্তিক নিউজ এজেন্সি – বিডি নিউজ

৮. বাংলাদেশে ১৯৬৪ সালে পরমানু শক্তি কমিশনে স্থাপিত আইবিএম-১৬২০ কম্পিউটারটি ছিল- মেইনফ্রেম

৯. বাংলাদেশে ইলেষ্ট্রনিক বুক(EBOOK)-এর যাত্রা শুরু হয় ২৪ এপ্রিল ২০১১ ।

১০. বাংলাদেশের প্রথমডিজিটাল জেলা হিসেবে ঘোষণা করা হয় ২০ ডিসেম্বর ২০১২, যশোর ।

১১. বাংলাদেশে থ্রিজি(3G) প্রযুক্তি প্রথমউদ্বোধন করা হয়  ১৪ অষ্টোবর ২০১২ ।

১২. দোয়েল(DOEL) ল্যাপটপ এর প্রস্তুতকারক টেলিফোন শিল্প সংস্থা (TSS) LIMITED.

১৩. মোবাইলফোনে বাংলায় এস এম এস(ShortMessage Service-SMS) উদ্বোধন করা হয়  ২১ ফেব্রুয়ারী ২০১২ ।

১৪. বাংলা ফন্ট ‘আমার বর্ণমালা’ চালু হয়  ২১ ফেব্রয়ারী ২০১৩।

১৫. দেশের সকল জেলায় ই-সেবাকেন্দ্র চালুকরা হয়  ১৪ নভেম্বর ২০১১ (উল্লেখ্য যশোরজেলাকে মডেল ধরে ।)

১৬. বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিন “পিপীলিকা”উদ্বোধন করা হয় ১৩ এপ্রিল ২০১৩।

১৭. বাংলা টাইপ রাইটার নির্মাণ করেন- মুনীর চৌধুরী
-
বিঃদ্রঃ পোষ্টটি ভালো লাগলে নিচের শেয়ার বাটন থেকে শেয়ার করবেন।

Share This Post

Related Articles

Previous
Next Post »