Updates :
Loading...

গতকাল অনুষ্ঠিত এটিও পরিক্ষার গণিত অংশের সমাধান


গতকাল অনুষ্ঠিত এটিও পরিক্ষার গণিত অংশের সমাধান

Exam:২৯-০৪-২০১৬
৫১. কোন ভগ্নাংশটি ২/৩
থেকে বড়?
উঃ ৮/১১
.
৫২. (.১*.০১*.০০১)/(.২*.০২*.০০২)

এর মান কত?

উঃ ১/৮

.

৫৩. ২৫ থেকে ৫৫ এর মধ্যে

মৌলিক সংখ্যা কয়টি ?

উঃ ৭ টি

.

৫৪. ১/২, ৫/৬, ৩/৪, ৫/১২ এর গড়

কত?

উঃ ৫/৮

.

৫৫. কোন সংখ্যার ১/২

অংশের সাথে ৬ যোগ করলে

সংখ্যাটির ২/৩ অংশ হবে?

উঃ ৩৬

.

সমাধানঃ: x/2 + 6 = 2x/3

3*(x + 12) = 4x

3x + 36 = 4x

4x – 3x = 36

X = 36

.

৫৬. দুটি ক্রমিক পূর্ণ সংখ্যার

বর্গের অন্তর ৪৭ হলে সংখ্যা

দুইটি হলো –

উঃ ২৩ ও ২৪…… / ২১ ও ২২/ ২২ ও

২৩/ ২৪ ও ২৫

সমাধান: (x+1)2 – x2 = 47

X2 + 2x + 1 – x2 = 47

2x +1 = 47

2x = 46

X = 46/2 = 23

X + 1 = 24

.

৫৭. দুইটি সংখ্যার গুনফল ১৫৩৬।

সংখ্যা দুইটির ল.সা. গু ৯৬

হলে গ. সা. গু কত?

উঃ ১৬….. / ১২ /২৪/ ৩২/

সমাধান: আমরা জানি,দুইটি

সংখ্যার গুণফল

=ল.সা.গু×গ.সা.গু

প্রশ্নমতে,

১৫৩৬=৯৬×গ.সা.গু

গ.সা.গু =১৫৩৬/৯৬

=১৬

.

৫৮. দুটি সংখ্যার অনুপাত ৫:৮।

উভয়ের সাথে ২ যোগ করলে

অনুপাতটি ২:৩ হয়। সংখ্যা

দুটি কি কি?

১০ ও ১৬/ ৭ ও ১১/১২ ও ১৮/১০ ও ২৪/

উঃ ১০ ও ১৬

.

সমাধান:

ধরি সংখ্যা দুটি ৫x ও ৮x

প্রশ্নমতে , (৫x + ২) : (৮x + ২) =

২:৩

বা, (৫x + ২) / (৮x + ২) = ২/৩

বা, ১৬x + ৪ = ১৫x + ৬

বা, x = ২

সংখ্যা দুটি যথাক্রমে,

৫x = ৫ x ২ = ১০ ও

৮x = ৮ x ২ = ১৬

.

৫৯. ১ বর্গ ইঞ্চি সমান কত বর্গ

সেন্টিমিটার ?

Ans: ৬.৪৫

.

৬০. log5∛5 = ?

Ans: 1/3

.

৬১. x/(x-5) + x/(x+2) = 2 হলে, x

= ?

Ans: -20/3

.

৬২। 1 সমান কত রেডিয়ান?

Ans: π/180

.

৬৩। a – 1/a = 3 হলে, a + 1/a

= ?

(a-1/a)^2 = 3^2

=> a^2 -2.a.1/a + 1/a^2 =9

=> a^2 + 1/a^2 =11

Ans: 119

.

৬৪। x + y = 12 ও x – y = 2 হলে,

xy এর মান কত?

Ans: 35

Sol:

x + y = 12

x – y = 2

+ (1),

2x = 14

X = 7

Now,

7 + y = 12

Y = 12 – 7 = 5

Then, x × y = 7 × 5 = 35

.

৬৫। a:b = 4:7 এবং b:c = 5:6 হলে,

a:b:c হল –

Ans: 20:35:42

.

৬৬। 9 দিয়ে

বিভাজ্য 3 অঙ্কবিশিষ্ট একটি

সংখ্যার প্রথম অঙ্ক 3, তৃতীয়

অঙ্ক 8 হলে, মধ্যম অঙ্কটি কত?

ans: 7

.

৬৭। 3/(y+1)=4/(y-2) সমীকরণের

সমাধান কত?

Ans: -10

.

৬৮। 2^(x+4)-4.2^(x+1)/2^x+2÷2 Ans:

2

৬৯। কোনো ত্রিভুজের

তিনটি বাহুকে বর্ধিত করলে

উৎপন্ন বহি:স্থ কোণ তিনটির

সমষ্টি কত হবে?

৩৬০ ডিগ্রি

.

৭০। দুইটি বৃত্তের ব্যাসের

অনুপাত 3:2 হলে; বৃত্ত দুইটির

ক্ষেত্রফলের অনুপাত কত?

Ans: 9:4

.

৭১। ১৩ সে.মি. ব্যাসার্ধের

বৃত্তের কেন্দ্র

থেকে 5 সে.মি. দূরত্বে

অবস্থিত জ্যা এর দৈর্ঘ্য কত?

Ans: 24 সেমি

.

৭২। একটি সমবাহু ত্রিভুজের

বাহুর দৈর্ঘ্য a হলে,

ত্রিভুজক্ষেত্রের ক্ষেত্রফল

হবে-

Ans: (√3/4) a

.

৭৩। একটি সমকোণী

ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের

পার্থক্য 6 ডিগ্রি হলে,

ক্ষুদ্রতম কোণের মান কত?

Ans: 42

.

৭৪। A ও B কেন্দ্রবিশিষ্ট দুইটি

বৃত্ত O বিন্দুতে বহিস্থ:ভাবে

স্পর্শ করেছে।

৭৫। একটি বর্গের প্রতিটি

ক্ষেত্রের বাহুর

দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হলে

বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত

বৃদ্ধি পাবে?

Ans: 21%

Share This Post

Related Articles

Previous
Next Post »