Updates :
Loading...

এস এস সি ফলাফল এবং ফলাফল এর বিরুদ্ধে আবেদন করবেন যেভাবে


যে ভাবে এস,এস,সি ফলাফল পুনঃ নিরীক্ষনের জন্য আবেদন করবেন

সব এস, এস, সি পরিক্ষার্থীর প্রতি শুভ কামনা জানিয়ে শুরু করছি আজকের টিউন। আজ প্রকাশিত হবে এস,এস,সি পরিক্ষার ফলাফল। অনেকের ফলাফল খুব ভালো হবে। আবার অনেকের ফলাফল আশানুরুপ হবেনা। যারা মনে করেন প্রকাশিত ফলাফলে কোনরূপ ভুল রয়েছে। আপনি অনেক ভালো পরিক্ষা দিয়েছেন কিন্তু সে অনুয়ায়ী ফল পাননি। সেক্ষেত্রে আপনি ফলাফল পুনঃ নিরীক্ষনের জন্য আবেদন করতে পারেন। এজন্য আপনাক যা যা করতে হবে তা নিয়ে আজকের আলোচনা। আপনার যদি টেলিটক সীম সমেত একটি মোবাইল থাকে তবে আপনি ঘরে বসেই আবেদন করতে পারবেন। প্রতিটি বিষয়ের জন্য আপনার খরচ হবে ১২৫ টাকা। আর যদি আপনি যেসব বিয়য়ে একাধিক পর্ব রয়েছে সেগুলোতে আবেদন করেন যেমন বাংলা,ইংরেজী ইত্যাদি সেক্ষেত্রে আপনার খরচ হবে ২২৫টাকা। আবেদন করতে পারবেন আগামী ১২ই মে থেকে। আপনার আবেদনের প্রেক্ষিতে প্রকাশিত ফলাফল পুনঃবিবেচনা করা হবে এবং আপনাকে তা জানিয়ে দিয়া হবে। আপনাকে দুইটি SMS পাঠাতে হবে। এক্ষেত্রে যেসব তথ্য দরকার হবে তা হলো আপনার রোল নাম্বার, শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, বিষয় কোড ইত্যাদি। আপনি যে বিষয়ের জন্য আবেদন করবেন সে বিষয়ের কোড নাম্বারই কেবল লিখবেন। যদি আপনি একাধিক বিষয়ে আবেদন করতে চান তবে বিষয়ের কোড এর মাঝে কমা (,) ব্যবহার করে লিখবেন।

প্রথম SMS: RSC<space>Board Name(1st 3 letter)<space>Your Rool<space>Subject code লিখে পাঠিয়ে দিন ১৬২২২ নাম্বারে।

দ্বিত্বীয় SMS: RSC<space>Yes<space>PIN Number<space>Your Contact Number লিখে পাঠিয়ে দিন ১৬২২২ নাম্বারে।

যদি অনলাইনে রেজাল্ট দেখতে সমস্যা হয় তবে মোবাইলে দেখতে পারেন। মোবাইলে দেখার জন্য আপনাকে যা করতে হবে।

প্রথমে মোবাইলের মেসেজ অপশন এ গিয়ে লিখুন,

SSC<space>1st 3 letter of your board<space>Roll<space> 2016 এবং পাঠিয়ে দিন ১৬২২২ নাম্বারে।

আপনি যদি টেকনিক্যাল বোর্ডের ছাত্র হন তবে লিখুন

SSC<space>Tec<space>Roll<sapce>2016 এবং পাঠিয়ে দিন ১৬২২২ নাম্বারে।

আপনি যদি মাদ্রাসা বোর্ডের হন তবে লিখুন,

Dakhil<space>Mad<space>Roll<space>2016 এবং পাঠিয়ে দিন ১৬২২২ নাম্বারে।
সবাইকে ধন্যবাদ। ভুল হলে ক্ষমা করবেন।

Share This Post

Related Articles

Previous
Next Post »