Updates :
Error Loading Feed!

কোপায় ব্রাজিল-আর্জেন্টিনা কে কতবার চ্যাম্পিয়ন দেখে নিন


ক্যালেন্ডারের হিসেবে কোপা আমেরিকা শুরু হল ৩ জুন থেকে। কিন্তু আপনি বাংলাদেশী হলে আজ সকালেই মানে ৪ জুন দেখেছেন কোপার প্রথম ম্যাচ। সদ্য আয়োজক দেশ প্রথম ম্যাচে নেমেছে এবং হেরেছে। ব্রাজিল এবং আর্জেন্টিনা নিয়েই তো আমাদের বেশি মাতামাতি। তা এক নজরে দেখে নিন কোপা আমেরিকায় কে কতবার চ্যাম্পিয়ন।
*) সবথেকে বেশিবার চ্যাম্পিয়ন উরুগুয়ে। মোট ১৫ বার।
*) এরপরেই আর্জেন্টিনা। মারাদানো-মেসির দেশ চ্যাম্পিয়ন ১৪ বার।
*) ব্রাজিল রয়েছে তৃতীয় স্থানে। পেলের দেশ চ্যাম্পিয়ন ৮ বার।
*) প্যারাগুয়ে চ্যাম্পিয়ন ২ বার।
*) পেরু চ্যাম্পিয়নও ২ বার।
*) চিলি চ্যাম্পিয়ন ১ বারই।
*) কলম্বিয়া চ্যাম্পিয়ন ১ বার।
*) বলিভিয়াও চ্যাম্পিয়ন ১ বার।

Share This Post

Related Articles

:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
:-?
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
$-)
(y)
(f)
x-)
(k)
(h)
cheer