Updates :
Loading...

বাংলাদেশের চর সমাচার


বাংলাদেশের চর সমাচার 
____________________­__________
by > Amitav Barua
‪#‎ভোলা‬ জেলা দ্বীপের প্রধান ১০ টি চর মনে রাখার টেকনিক :-
.
ফজরে জব্বার মানিক নিজ কুকর নিয়ে মনপুরা চরে নিউ জংলীফ্যাশন করে।
.
১.ফজরে= ফয়েজ উদ্দিন চর
২.জব্বার চর
৩.মানিক চর
৪.নিজাম উদ্দিন চর (নিজ - নি)
৫.জহির উদ্দিন চর (নিজ- জ)
৬.কুকুরী মুকরী চর যাকে বন্য প্রাণী অভয়ারণ্য(Wildlife Sanctuary) বলা হয়।
৭.মনপুরা চর
৮.নিউটন চর
৯.জংলী চর
১০.ফ্যাশন চর
এছাড়াও
@চর মহুরি - ফেনীতে।
@উড়ির চর- চট্টগ্রামে।
@নির্মল চর - রাজশাহীতে।
@চর অালেকজান্ডার ও চর গজারিয়া - লক্ষীপুরে।
@চর শ্রীজনি ও চর শাহাবানী -নোয়াখালী জেলায়।
@দুবলার চর - সুন্দরবনের দক্ষিণ উপকূলে শুটকি উৎপাদনের জন্য বিখ্যাত। দুবলার চরের অপর নাম জাফর পয়েন্ট।
এছাড়া:-
‪#‎হিরণ‬ পয়েন্ট, টাইগার পয়েন্ট ও জাফর পয়েন্ট রয়েছে সুন্দরবনের দক্ষিণে।
‪#‎এলিফ্যান্ট‬ পয়েন্ট -কক্সবাজারে।
‪#‎জিরো‬ পয়েন্ট -ঢাকার গুলিস্তানে।
=
@বাংলাদেশের একমাত্র চর প্রধান নদী - যমুনা যার পূর্বনাম জোনাই।

Courtesy: Zakir's BCS specials

Share This Post

Related Articles

Previous
Next Post »