Updates :
Loading...

১৯০ উপজেলায় ৩ লাখ নতুন কর্মসংস্থান






পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীনে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) পল্লী জীবিকায়ন প্রকল্প (পজীপ) দ্বিতীয় পর্যায় সরকারের ৩৩১ কোটি ৪২ লাখ টাকা ব্যয়ে জুলাই ২০১২ থেকে জুন ২০১৭ মেয়াদে তিন লাখ ৬০ হাজার বেকার মানুষের কর্মসংস্থান করবে। দেশের ৪২টি জেলার ১৯০টি উপজেলায় চলমান প্রকল্পটি বর্তমান সরকারের বেকারত্ব শূন্যকরণ কর্মসূচির অন্যতম সহায়ক কার্যক্রম।

শনিবার গাজীপুর জেলার শ্রীপুরে প্রকল্পটির মাঠপর্যায়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের এক পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা এসব তথ্য তুলে ধরেন।প্রকল্প পরিচালক মো. আবদুল হামিদ সরকারের সভাপতিত্বে বক্তব্য দেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব এম এ কাদের সরকার, বিআরডিবির মহাপরিচালক মোহাম্মদ আবদুল কাইয়ুম প্রমুখ।


প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার সুষম উন্নয়ননীতিতে উন্নয়ন কর্মকাণ্ডের সুফল ভাগ্যবিড়ম্বিত মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করছে। দেশের সিংহভাগ গ্রামীণ জনগোষ্ঠীর কর্মসংস্থান, প্রশিক্ষণ, দারিদ্র্য নিরসন ও জীবনধারাকে ইতিবাচকভাবে এগিয়ে নিতে গণমুখী পজীপ প্রকল্পটি সহায়ক শক্তি। প্রকল্পটির মাধ্যমে আর্থসামাজিক উন্নয়নে দারিদ্র্যপীড়িত নারীদের কর্মসংস্থান, আয় ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ক্ষমতায়ন ও উন্নয়নের মূল ধারায় সম্পৃক্ত করা হচ্ছে। এতে করে পশ্চাৎপদ নারীসমাজ স্বাবলম্বী হচ্ছে।
সূত্র: কারেন্টনিউজ ডটকম

Share This Post

Related Articles

Previous
Next Post »