Updates :
Error Loading Feed!

ডিজিটাল জন্মনিবন্ধন গবেষণার তৃতীয় কর্মশালা অনুষ্ঠিত প্ল্যান বাংলাদেশ ও এথিকস অ্যাডভান্সড টেকনোলজি লিমিটেডের (ইএটিএল) যৌথ উদ্যোগে ‘ডিজিটাল জন্মনিবন্ধনের জন্য প্রমাণ-ভিত্তিক


প্ল্যান বাংলাদেশ ও এথিকস অ্যাডভান্সড টেকনোলজি লিমিটেডের (ইএটিএল) যৌথ উদ্যোগে ‘ডিজিটাল জন্মনিবন্ধনের জন্য প্রমাণ-ভিত্তিক কারিগরি বিশ্লেষণ’ শীর্ষক গবেষণার তৃতীয় কর্মশালা গতকাল বুধবার রাজধানীর গুলশানে অনুষ্ঠিত হয়েছে। ইএটিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খানের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন জন্ম ও মৃত্যুনিবন্ধন প্রকল্পের পরিচালক শেখ মুজিবুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) আবুল কালাম আজাদ, কানাডীয় সাহায্য সংস্থা সিডার প্রতিনিধি যোসেফ সেভাতু এবং প্ল্যান বাংলাদেশের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর সৌম্যব্রত গুহ।
গবেষণার ‘কারিগরি সম্ভাব্যতা বিশ্লেষণ’ ধাপের ফলাফল তুলে ধরেন ইএটিএলের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ, প্ল্যান ইন্টারন্যাশনালের ডিজিটাল জন্মনিবন্ধনের দলনেতা অ্যানিনা ওয়্যারসান, ডিজিটাল জন্মনিবন্ধন প্রকল্পের প্রধান এস এম আরিফুল ইসলাম ও রাজেশ পালিত।
কর্মশালায় বক্তারা বাংলাদেশের সিআরভিএসের জন্ম ও মৃত্যুনিবন্ধনের বিভিন্ন অবস্থা তুলে ধরেন। বিভিন্ন কারিগরি সমাধানের কথাও কর্মশালায় আলোচনা করা হয়। অনুষ্ঠানে সিআরভিএস সচিবালয়, স্থানীয় সরকার বিভাগ, প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, পরিসংখ্যান ব্যুরো, নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয়পত্র উইং, আইসিডিডিআরবি, ইউএনএইচসিআরসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন। 

Share This Post

Related Articles

Previous
Next Post »

:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
:-?
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
$-)
(y)
(f)
x-)
(k)
(h)
cheer