ছাদে কাপড় শুকাতে দিয়ে ঘুমিয়ে পড়েছেন কিংবা ব্যস্ত আছেন অন্য কোনো কাজে। আকাশের কী অবস্থা তা জানা নেই। যদি বৃষ্টি নামে? খোলা আকাশের নিচে থাকা কোনো কিছুর ক্ষতিও তো হতে পারে! তবে বৃষ্টি নামার সঙ্গে সঙ্গে যদি সংকেত দিয়ে আপনাকে সতর্ক করে দেওয়া হয়, তবে অনাকাঙ্ক্ষিত ক্ষতি থেকে হয়তো রেহাই পাবেন। এই কাজটি করবে একদল শিক্ষার্থীর তৈরি ‘রেইন অ্যালার্ম’। গতকাল বৃহস্পতিবার রাজধানীর লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত বিজ্ঞান মেলায় এ ধরনের প্রযুক্তি উপস্থাপন করেছে বিদ্যালয়ের নবম শ্রেণির তিন শিক্ষার্থী মো. জাবেদ হাসান, মো. রাজন আলম ও ফিরোজ ইসতিয়ার। বিজ্ঞান ও প্রযুক্তির এ ধরনের নানা প্রকল্প দেখা যায় এই বিজ্ঞান মেলায়।
বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মো. জাহিদুল ইসলাম বলে, ‘এ মেলায় এসে বিজ্ঞানের বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারছি। এসব দেখে আমার নিজেরও আগ্রহ জন্মেছে কিছু তৈরি করার।’
বিজ্ঞান মেলা পরিদর্শনে আসেন বাংলাদেশ আণবিক শক্তি কমিশনের সাবেক মহাপরিচালক নুরুল ইসলাম মোল্লা এবং নটর ডেম কলেজের জীববিজ্ঞানের সাবেক অধ্যাপক এ এম রাশেদা।
মেলার আয়োজন সম্পর্কে লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আকমল হোসেন বলেন, শিক্ষার্থীদের বিজ্ঞানমুখী এবং তাঁদের মধ্যে নতুন কিছু তৈরি করার আগ্রহ জন্মাতে এই বিজ্ঞান মেলার আয়োজন করা হয়েছে।
প্রতিষ্ঠানটির ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের ২৫টি প্রকল্প মেলায় উপস্থাপন করা হয়। মেলা ঘুরে দেখা যায়, দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল ‘ওয়াটার রকেট’ প্রকল্প। এটি উপস্থাপন করে নবম শ্রেণির তিন ছাত্র। তাদের একজন জাহির হাসান বলে, খেলার ছলে মহাকাশগামী রকেটের উড্ডয়ন কৌশল এবং মহাকাশ বিজ্ঞান সম্পর্কে ধারণা দেয় এই রকেট। স্কুলের মাঠে ওয়াটার রকেট ওড়ানো হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বিজ্ঞান মেলার আয়োজন করা হয়। এতে প্রকল্প উপস্থাপনের পাশাপাশি ছিল চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা। সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত চলে এই বিজ্ঞান মেলা।
এস এম নজিবুল্লাহ চৌধুরী