সংবিধানের মৌলিক অধিকার/ তৃতীয় ভাগ মুখস্থ করার সহজ উপায় দিয়ে দিলাম।
-
ইদানিং মৌলিক অধিকার চাইলে আইনের দৃষ্টিতে বা ধর্মীয় দোহাই দিয়ে সরকারি নিয়োগ দিয়ে বিদেশে আশ্রয় দেয়া হচ্ছে। আবার কেউ কেউ জীবনে একবার গ্রেপ্তার হলেও জবরদস্তি বিচার হচ্ছে। চল সমান সংগঠনের চিন্তা বৃত্তি করি। ধর্মই সম্পত্তি- এটা গৃহে বলবৎ করতে হবে।
২৬ নং- মৌলিক অধিকার…….. মৌলিক অধিকারের সহিত অসমঞ্জস্য আইন বাতিল)
২৭ নং – আইনের দৃষ্টিতে………আইনের দৃষ্টিতে সমতা)
২৮ নং – ধর্ম…………….…….ধর্ম ও প্রভৃতি কারণে বৈষম্য)
২৯ নং – সরকারি নিয়োগ………সরকারি নিয়োগ লাভে সুযোগের সমতা)
৩০ নং- বিদেশী ……………….বিদেশী খেতাব প্রভৃতি গ্রহণ নিষিদ্ধকরণ)
৩১ নং- আশ্রয়=…………..…. আইনের আশ্রয় লাভের অধিকার)
৩২ নং- জীবন =………………জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার রক্ষণ
৩৩ নং গ্রেপ্তার =……………… প্রেপ্তার ও াাটক সম্পার্কে রক্ষাকবচ
৩৪ নং -জবরদস্তি=……….….. জবরদস্তি শ্রম নিষিদ্ধকরণ
৩৫ নং- বিচার= ………………বিচার ও দন্ড সম্পর্কে রক্ষণ
৩৬ নং- চল=……………..…..চলাফেরার স্বাধীনতা
৩৭ নং- সমান= ……………..সমাবেশের স্বাধীনতা
৩৮ নং- সংগঠন = ……………সংগঠনের স্বাধীনতা
৩৯ নং- চিন্তা= ………………..চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবঙ বাক= স্বাধীনতা
৪০ নং- বৃত্তি= ………………..পেশা বা বৃত্তির সাবাধীনতা
৪১ নং- ধর্ম= ………………...ধর্মীয় স্বাধীনতা
৪২ নং- সম্পত্তি = ……………সম্পত্তির অধিকার
৪৩ নং- গৃহ= ………………..গৃহ ও যোগাযোগের রক্ষণ
৪৪ নং- বলবৎ=……………..মৌলিক অধিকার বলতবৎকরণ
by-Shoeb Ahmed