Updates :
Loading...

সরকারি-বেসরকারি সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতি নতুন নির্দেশনা জারি হয়েছে


সরকারি-বেসরকারি সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতি নতুন নির্দেশনা জারি হয়েছে
-
দেশের সরকারি-বেসরকারি প্রত্যেক কলেজ, সমমান মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়ে আবশ্যিকভাবে রোভার ও রেঞ্জার দল গঠনের নির্দেশনা প্রদান করেছে শিক্ষা মন্ত্রণালয়। ওই শিক্ষাপ্রতিষ্ঠানসমূহকে কমপক্ষে ছাত্রদের জন্য একটি রোভার দল এবং ছাত্রীদের জন্য একটি রেঞ্জার দল গঠনের নির্দেশনা দিয়ে শিক্ষা মন্ত্রণালয় সম্প্রতি এক পরিপত্র জারি করে।
বাংলাদেশ স্কাউটসের নিয়ম অনুযায়ী রোভার এবং গাইডের নিয়ম অনুযায়ী রেঞ্জার-এর কার্যক্রম পরিচালনা করা হবে বলে মন্ত্রণালয়ের এ পরিপত্রে উল্লেখ করা হয়।
পরিপত্রে রোভার ও রেঞ্জার তহবিলের অর্থ সংশ্লিষ্ট কার্যক্রমে ব্যয় নিশ্চিত করার নির্দেশনা প্রদান করে শিক্ষা মন্ত্রণালয় বলেছে এ সংক্রান্ত নির্দেশনামা যথারীতি অনুসরণ করা না হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে।

পরিপত্রে জানানো হয়, ছাত্র ও ছাত্রীদের নিকট থেকে মাথাপিছু ২০ টাকা রোভার স্কাউট ফি ও রেঞ্জার ফি বছরের শুরুতে সেশন চার্জের সঙ্গে আবশ্যিকভাবে আদায় করতে হবে। ছাত্রদের নিকট হতে আদায়কৃত টাকা রোভার তহবিলে এবং ছাত্রীদের নিকট হতে আদায়কৃত টাকা রেঞ্জার তহবিলে জমা করতে হবে।
ধার্যকৃত ২০ টাকার মধ্যে ছেলেদের নিকট হতে আদায়কৃত ১৫ টাকা প্রতিষ্ঠান প্রধান ও রোভার স্কাউট সম্পাদকের যৌথ স্বাক্ষরে রোভার তহবিল এবং মেয়েদের নিকট হতে আদায়কৃত ১৫ টাকা প্রতিষ্ঠান প্রধান ও রেঞ্জার গাইডারের যৌথ স্বাক্ষরে রেঞ্জার তহবিল স্থানীয় ব্যাংকে সঞ্চয়ী হিসাব- এ জমা রাখতে হবে। অবশিষ্ট ৫ টাকা সংশ্লিষ্ট জেলা রোভার স্কাউটস সম্পাদক এবং নির্বাচিত জেলা গাইড কমিশনার বরাবর ক্রসড চেক/পে-অর্ডার মারফত জমা দিতে হবে।

রোভার দল ও রেঞ্জার ইউনিট পরিচালনাকারী প্রশিক্ষণ প্রাপ্ত প্রত্যেক রোভার লিডার এবং রেঞ্জার গাইডারকে মাসিক ২০০ টাকা এবং উড ব্যাজধারী লিডার এবং ওয়ারেন্ট গাইডারকে ২৫০ টাকা হারে সম্মানী দিতে হবে।

Share This Post

Related Articles

Previous
Next Post »