Updates :
Loading...

বিসিএস লিখিত প্রস্তুতি


বিসিএস লিখিত প্রস্তুতি
---
Raihan Parvez Rony
AEO, 34th BCS.
BAU, Mymensingh.
-
বিঞ্জান ও প্রযুক্তিঃ PART C
যে প্রশ্নগুলো অবশ্যই পড়তে হবে।
=======ইলেকট্রনিক্স প্রযুক্তি========
১।ইলেট্রনিক্স ও ইলেকট্রনিক্স উপাদান কী?
২।LED কী? এটি কীভাবে কাজ করে?
৩।ট্রানজিষ্টর কী?এর প্রকারভেদ লিখুন।এটি ব্যবহারের সুবিধা কী?এটি কীভাবে অ্যামপ্লিফায়ারের কাজ করে?
৪।সেমিকন্ডাক্টর কী?এর সুবিধা কী?এর প্রকারভেদ লিখুন।
৫।অ্যানালগ ও ডিজিটাল সংকেত কী? অ্যানালগ সংকেত কে ডিজিটাল সংকেতে রুপান্তরের প্রক্রিয়া ব্যাখ্যা করুন।
৬।অ্যানালগ ও ডিজিটাল (ইলেকট্রনিক্স ডিভাইস)/(ইন্সট্রুমেন্ট) বলতে কী বুঝেন? তাদের মাঝে পার্থক্য লিখুন।প্রত্যেকের ১০ টি করে উদাহরণ দিন।
৭।অ্যামপ্লিফায়ারের কাজ কী? এর প্রকারভেদ আলোচনা করুন।
৮।অসিলেটর কী? এর বৈশিষ্ট্য লিখুন। এর প্রয়োজনীয় উপাদানগুলো কী কী?
৯।রোধ কী? রোধ ও আপেক্ষিক রোধের পার্থক্য লিখুন।
১০।রোধের সূত্রগুলো ব্যাখ্যা করুন।পরিবাহীর রোধ কী কী বিষয়ের উপর নির্ভর করে।
১১।ধারকত্ব কী? কোন পরিবাহকের ধারকত্ব 10F বলতে কী বুঝেন?
১২।ধারক ও ধারকত্বের পার্থক্য লিখুন।ধারকের ব্যবহার কী?
১৩।ধারকের সমবায় বলতে কী বুঝেন? শ্রেণি ও সমান্তরাল সমবায়ের পার্থক্য লিখুন।
১৪।Waveform কী? উদাহরন দিন।
১৫।Sinusoidal Waveform কী? একটি Sinusoidal Voltage/Current এর সাথারণ ফর্মুলা কেমন হবে?
১৬।LC বর্তনীর স্পন্দন ও LCR সার্কিট ব্যাখা করুন।
১৭।জটিল সংখ্যা কী? এর ধর্ম ও ব্যবহার লিখুন।
১৮।Impedence কী? কোন বর্তনীর Impedence কী কী বিষয় দ্বারা পরিমাপ করা হয়?
১৯।থ্রি ফেজ ব্যবস্থা কী? এর সুবিধাগুলো উল্লেখ করুন।
২০।বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়ার কৌশল বর্ণনা করুন।ইলেকট্রনিক জেনারেশন, ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন ব্যবস্থা চিত্রের সাহায্যে ব্যাখ্যা করিন।
২১।রঙিন টেলিভিশনের PAL সিস্টেম ব্যাখ্যা করুন।
২২।টেলিভিশনের পিকচার টিউবের কাজ কী? টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয় কীভাবে?
২৩।রাডার ও রিলে কী? এদের বৈশিষ্ট্য ও ব্যবহার লিখুন।
২৪।IC কী? এর বৈশিষ্ট্য, সুবিধা এ অসুবিধা লিখুন।IC তৈরির বিভিন্ন ধাপগুলো সচিত্র আলোচনা করুন।
২৫।কাউন্টার কী? সিনক্রোনাস ও অ্যাসিনক্রোনাস কাউন্টারের পার্থক্য লিখুন।

Courtesy : Zakir's BCS Specials

Share This Post

Related Articles

Previous
Next Post »