Updates :
Loading...

এবার পরিবর্তন করা হলো স্কুল পর্যায়ের শিক্ষক নিবন্ধন পরীক্ষা

কলেজের পর এবার স্কুল পর্যায়ের ত্রয়োদশবেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার তারিখ পেছাল। স্কুল পর্যায়ের প্রিলিমিনারি টেস্ট আগামী ৬ মে’র পরিবর্তে ১৩ মে বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে।
সরকারি এক তথ্য বিবরণীতে বৃহস্পতিবার এ কথা জানানো হয়েছে। এর আগে গত ২৬ এপ্রিল কলেজ পর্যায়ের শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা ৭ মে থেকে পিছিয়ে ১৩ মে নেওয়া হয়। কলেজ পর্যায়ের পরীক্ষা সকাল ১০টায় শুরু হবে। দু’টি পরীক্ষারই সময় এক ঘণ্টা।

এখন দু’টি পরীক্ষায়ই একদিনে হচ্ছে। তবে কী কারণে সময় পরিবর্তন করা হল তা জানানো হয়নি।

বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসায় শিক্ষক নিয়োগ পেতে এনটিআরসিএ সনদ বাধ্যতামূলক। নিবন্ধন সনদের মেয়াদ আগে ৫ বছর থাকলেও ২০১৩ সালের ২০ জুন তা আজীবন করা হয়। সম্প্রতি ‘বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালা, ২০০৬’ সংশোধন করে সনদের মেয়াদ তিন বছর করা হয়।

নতুন পদ্ধতিতে শিক্ষক নিয়োগে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে এনটিআরসিএ’র ওয়েবসাইটে আগামী ৭ মে’র মধ্যে নিবন্ধন করতে বলা হয়েছে।

Share This Post

Related Articles

Previous
Next Post »