তথ্যভাণ্ডার : নোবেল পুরস্কার নিয়ে এই নোটের বাইরে প্রশ্ন পাবেন না
-
নোবেল পুরস্কার সম্পর্কিত একঝাঁক তথ্য
(বিগত প্রশ্ন ও আগামীর সম্ভাব্য প্রশ্ন)
:
বিশ্লেষণ ও প্রণয়নেঃ সত্যজিৎ চক্রবর্ত্তী
fb : Satyajit Chakraborty
===============
_______________
♦নোবেল পুরস্কারের ইতিহাসঃ
_______________
.
১৮৩৩ সালের ২১ অক্টোবর সুইডেনের স্টকহোমে জন্ম নেয়া রসায়নবিদ আলফ্রেড নোবেল ডিনামাইট আবিষ্কার করে বিশাল সম্পত্তির মালিক হন। কিন্তু শেষ জীবনে নিজের এই আবিষ্কার ডিনামাইট এর ধ্বংসাত্মক ব্যাবহার দেখে অনুতপ্ত হন। এ কারণে মৃত্যুরর আগে তিনি তাঁর সম্পত্তির ৯৪ শতাংশ (৯০ লক্ষ ডলার) দানপত্র করে যান। এই দানপত্র অনুসারে ১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার প্রবর্তন করা হয় এবং ৫টি বিষয়ে ( পদার্থ, রসায়ন, চিকিৎসাবিজ্ঞান,
:
_______________
♦♦নোবেল পুরস্কার ২০১৫ :
_______________
:
>> পদার্থবিজ্ঞানে -জাপানের তাকাকি কাজিটা ও কানাডার আর্থার বি ম্যাকডোনাল্ড।
>> রসায়নে - সুইডেনের টোমাস লিন্ড্যাল, যুক্তরাষ্ট্রের পল পল মডরি ও তুরস্কের আজিজ সানজার।
>> চিকিৎসাবিজ্ঞানে
>> সাহিত্যে - বেলারুশ লেখক সলতিয়েনা আলেক্সিয়াভিচ।
>> শান্তিতে - চার সংঘঠনের জোট ন্যাশনাল ডায়ালগ কোয়ার্টেড।
>> অর্থনীতিতে - ইঙ্গো মার্কিন অর্থনীতিবিদ এনগাস ডেটন।
:
_______________
♦ নোবেল পুরস্কার ঘোষণাকারী সংস্থাঃ
_______________
:
>> শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা করে - নোবেল কমিটি অব দ্য নরওয়েজিয়ান পার্লামেন্ট।
>> পদার্থ,রসায়ন ও অর্থনীতিতে নোবেল পুরস্কার ঘোষণা করে - রয়েল সুইডিশ একাডেমী অব সাইন্সেস।
>> সাহিত্যে নোবেল পুরস্কার ঘোষণা করে - সুইডিশ একাডেমি।
>> চিকিৎসায় নোবেল পুরস্কার ঘোষণা করে - ক্যারোলিনস্কা ইন্সটিটিউট।
_______________
♦♦প্রথম নোবেল পুরস্কার বিজয়ীরাঃ
_______________
:
১৯০১ সালের ১০ ডিসেম্বর আলফ্রেড নোবেল এর মৃত্যু দিবসে ১ম নোবেল পুরস্কারের সূচনা হয়। ১৯০১সালে প্রথম নোবেল পুরস্কার বিজয়ীরা হলেনঃ
>> পদার্থবিদ্যায় - উইলহাম কনরাড রন্টজেন (জার্মানি)।
>> রসায়নে - জোকেবাসভ্যান্ট হফ (নেদারল্যান্ড)।
>> চিকিৎসা শাস্ত্রে - এ মিলফন বিহরিং (জার্মানি)।
>> সাহিত্যে - সুলি প্রুধোম (ফ্রান্স)।
>> অর্থনীতিতে - রাগনার ক্রেশ (নরওয়ে) এ জ্যান টিনবারজেন (নেদারল্যান্ড)।
বিগত "প্রশ্ন বিশ্লেষণ : সত্যজিৎ চক্রবর্ত্তী " নাম ও শিরোনামে একটি অসমাপ্ত লেখায় পূর্ণাঙ্গ রুপ এটি,যা বিগত পর্বে অসমাপ্ত ছিল।
:
_______________
♦♦ভারতীয় উপমহাদেশে পুরস্কার বিজয়ীরাঃ
_______________
:
>> ভারতেরঃ রবীন্দ্রনাথ ঠাকুর (সাহিত্যে -১৯১৩), সি ভি রমন (পদার্থবিদ্যা -১৯৩০), এইচ জি খোরানা (চিকিৎসায় - ১৯৬৮), মাদার তেরেসা (শান্তি -১৯৭৯), সুব্রামানিয়া (পদার্থ - ১৯৮৩), অমর্ত্য সেন (অর্থনীতি ১৯৯৮), ভেক্টর রমন রামকৃষ্ণ (রসায়ন ২০০৯)।
:
>> পাকিস্তানঃ আবদুস সালাম (পদার্থ -১৯৭৯)।
>> বাংলাদেশঃ ড. মুহাম্মদ ইউনুস (শান্তি -২০০৬)।
:
_______________
♦ নোবেল পুরস্কার প্রত্যাখ্যানঃ
_______________
:
>> সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেন রাশিয়ার বরিস পান্তাবনেক (১৯৫৮) ; দ্বিতীয়ত ফ্রান্সের জ্যা পলসাত্রে (১৯৬৪)।
>> শান্তিতে প্রথম নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেন ভিয়েতনামের লি ডাক থো (১৯৭৩)।
:
_______________
♦ সর্বকনিষ্ট ও বয়্যোজ্যেষ্ট নোবেল পুরস্কার বিজয়ীঃ
_______________
:
সর্বকনিষ্ট নোবেল বিজয়ী পাকিস্থানের মালালা ইউসুফজাঈ এবং বয়্যোজ্যেষ্ট নোবেল পুরস্কার বিজয়ী জার্মানীর থিওডোর মমসেন। ১৯০৩ সালে ৮৬ বছর বয়সে এই পুরস্কার পান।
:
_______________
♦ ২বার করে নোবেল বিজয়ীঃ
_______________
:
>> মাদাম কুড়ি (পোল্যান্ড -পদার্থ ও রসায়ন)।
>> লিনাস পলিং (যুক্তরাষ্ট্র - রসায়ন ও শান্তি)।
>> জন বার্ডেন (যুক্তরাষ্ট্র - পদার্থ)।
>> ফ্রেডারিক স্যাঙ্গার (ব্রিটেন - রসায়ন)।
:
♦♦বিবিধঃ
>> রাজনীতিবিদ হয়েও সাহিত্যে নোবেল পান - উইনস্টন চার্চিল (ব্রিটেন)।
>> প্রথম মুসলমান নোবেল বিজয়ী - আনোয়ার সাদাত (মিসর -শান্তিতে)
#Compiled_by :
SATYAJIT CHAKRABORTY
Ex-president,
Social Law Awareness Association.
-
Courtesy : Zakir's BCS Specials