Updates :
Loading...

বিসিএস, ব্যাংক ও ননক্যাডার প্রিলি প্রস্তুতি


বিসিএস, ব্যাংক ও ননক্যাডার প্রিলি প্রস্তুতি
-
Raihan Parvez Rony
BAU, Mymensingh.

‪#‎মিক্সড_ভেজিটেবলস‬:২
১।বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিন -- পিপীলিকা (Pipilika)।
২।প্রথম বাংলাদেশী হিসেবে কোনো প্রাণী আবিষ্কার করেন--- সাজিদ আলী হাওলাদার।
৩।গ্রে উলফ নামে পরিচিত --- কামাল আতাতুর্ক।
৪।জাতিসংঘ সনদের রচয়িতা--- Archibald Macleish.
৫।পৃথিবীতে মাত্র ১৪টি দেশে বাঘ পাওয়া যায়। বাংলাদেশ এর মধ্যে একটি।
৬।মূল্য সংযোজন কর বাংলাদেশে চালু করা হয় --- ১ জুলাই, ১৯৯১।
৭।বিশ্বের প্রথম ডাক টিকেট চালু হয়-- ব্রিটেনে।
৮।জাতিসংঘে বাংলাদেশে চাঁদার হার ০.০১ শতাংশ।
৯।IAEA (International Atomic Energy Agency) নোবেল পুরস্কার পায় ২০০৫ সালে।
১০।দেশের প্রথম ভূগর্ভস্থ জাদুঘর (আন্ডারগ্রাউন্ড মিউজিয়াম) অবস্থিত--- সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা। মাটির নিচে প্রায় ২৪ ফুট গভীরে দ্বিতল ভবনবিশিষ্ট জাদুঘরটি ৭ মার্চ ২০১১ জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়।
১১।বাংলাদেশে প্রথম মোবাইল ব্যাংকিং সেবা চালু করে--- ডাচ বাংলা ব্যাংক লি.। (৩১ মার্চ, ২০১১)।
১২।বিশ্বের প্রথম ল্যাপটপের নকশা করেন--- বিল মোগরিজ।
১৩।বিশ্বের বৃহত্তম পার্ক --- যুক্তরাষ্ট্রের ইয়েলো স্টোন ন্যাশনাল পার্ক।
১৪।পৃথিবীর ক্ষুদ্রতম নদী---- ডি নদী।
১৫।বিশ্বের প্রাচীনতম দেশ হচ্ছে--- সানমারিনো, ৩০১ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত।
১৬।তামাবিল সীমান্তের সাথে অবস্থিত ----- ভারতের ডাউকি।
১৭।শিশুদের ইংরেজি শেখানোর জন্য রোবট শিক্ষক নিযুক্ত করেছে--- দক্ষিণ কোরিয়া।
১৮।সৃজনশীল পদ্ধতিতে পাঠদান পদ্ধতির উদ্ভাবক – মনোবিজ্ঞানী বেঞ্জামিন স্যামুয়েল ব্লুম (যুক্তরাষ্ট্র)।
১৯।আধুনিক পুলিশের জনক – স্যার রবার্ট পিল (ব্রিটেন)।
২০।‘দ্যা গ্রান্ড ডিজাইন’ গ্রন্থের লেখক – স্টিফেন হকিং।
২১।বিশ্বের পঞ্চম বৃহত্তম সীমান্ত ---- বাংলাদেশ-ভারত সীমান্ত।
২২।ইউরোপীয় ইউনয়নের চুক্তির আওতায় দুটি দেশ ইউরো চালু করতে বাধ্য নয় – ডেনমার্ক ও যুক্তরাজ্য।
২৩।সাবেক পূর্ব জার্মানির গোয়েন্দা পুলিশের নাম ছিল – স্ট্যাসি ( প্রতিষ্টা ৯ ফেব্রুয়ারী, ১৯৫০ – বিলুপ্ত ৪ অক্টোবর, ১৯৯০)।
২৪।বিশ্বের বৃহত্তম তথ্যপ্রযুক্তি উৎসবের নাম – ইন্টারন্যাশনাল কনজিউমার ইলেক্ট্রনিক্স শো (CES)।
২৫।বিশ্বে সবচেয়ে বেশি সময় ধরে অনশনরত কবি ও মানবাধিকার নেত্রীর নাম – ইরম শর্মীলা (মণিপুর, ভারত)।
২৬।সার্কের প্রথম নারী মহাসচিব – ফাতিমা দিয়ানা সাঈদ। (পদত্যাগ করেন – ২০ জানুয়ারী ২০১২)।
২৭।বাংলাদেশ ব্যাংকের প্রথম নারী ডেপুটি গভর্নরের নাম- নাজনীন সুলতানা।
২৮।শান্তিবাহিনীর প্রতিষ্ঠাতা- মানবেন্দ্র নারায়ণ লারমা ।
২৯।১৬৪৪ সালে সুইডেনে পৃথিবীর সবচেয়ে বেশি ওজনের মুদ্রার প্রচলন করা হয়। ১০ ক্রোনারের এই মুদ্রাটির ওজন ১৯.৭১ কেজি।
৩০।পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম ও কম ওজনের মুদ্রাটি হলো ‘জাওয়া’, রুপা দিয়ে তৈরি এই মুদ্রাটি ১৭৪০ সালে নেপালে প্রচলন করা হয়। এর ওজন ছিল মাত্র ০.০০২ গ্রাম।
৩১।১৯৮৮ সালের ২৯ ডিসেম্বর বাজারে ছাড়া প্রথম ২ টাকা নোটের ডিজাইনার – রফি উদ্দিন আহমদ।
৩২।বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল সরবরাহকারী নৌপথ -----হরমুজ প্রণালী।
৩৩।ভূতাত্ত্বিক কারণে প্রতিবছর প্রায় দুই ফুট করে বাড়ে এভারেস্টের উচ্চতা।
৩৪। পশ্চিম গোলার্ধে সবচেয়ে গরিব দেশ হাইতিতে ক্ষুধার জ্বালায় কাদা দিয়ে তৈরী পিঠা খাওয়া হয়।
৩৫।এশিয়ার একমাত্র খ্রিস্টান অধ্যুষিত রাষ্ট্র- ফিলিপাইন (৯৩% জনগণ)।
৩৬।ঢাকা সিটি কর্পোরেশন দুভাগে বিভক্ত হয়---- ৪ ডিসেম্বর, ২০১১।
৩৭।ওসামা বিন লাদেনের মরদেহ যে রণতরীতে করে সাগরে সমাহিত করা হয় তাঁর নাম – USS কার্ল ভিনসন।
৩৮।যুক্তরাষ্ট্রের যে স্টেটটি ফ্রান্সের নিকট থেকে ক্রয় করেছিল--- লুইসিয়ানা।
৩৯।‘ফেয়ার ফ্যাক্স’ -গোয়েন্দা সংস্থার নাম।
৪০।সংযুক্ত আরব আমিরাত স্বাধীনতা অর্জন করে -১৯৭১ সালে।
৪১।বিশ্বের সবচেয়ে উঁচু সেতু অবস্থিত– মেক্সিকোতে।
৪২।সর্বপ্রথম বাংলাদেশে লিভার প্রতিস্থাপন অপারেশন করা হয়--- জুন ২০১০।
৪৩। যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎজা রাইসের লিখিত আত্মজীবনী – No Higher Honor.
৪৪।বিশ্বের বৃহত্তম সৌরচালিত নৌকা – এম টুরানোর প্লানেট সোলার।
৪৫। The Green Book গ্রন্থটির লেখক – কর্ণেল গাদ্দাফি।
৪৬।এভারেস্টের চূড়া থেকে ১ম মোবাইল কল করেন রড ব্যাবার (বৃটিশ নাগরিক্) ২১ মে, ২০০৭। চায়না টেলিকম সংস্থার স্থাপিত টাওয়ারের সাহায্যে কলটি করেন। ব্যবহার করেছিলেন মটোরোলার মোটোরেজর জেড-৮ সেট।
৪৭।বাংলাদেশের জাতীয় বৃক্ষ হিসেবে আম গাছ স্বীকৃতি পায় ১৫ নভেম্বর, ২০১০।
৪৮।বর্তমানে সর্বোচ্চ সরকারি নোট ---- ৫ টাকার নোট।
৪৯। পৃথিবীর শীতলতম স্থান – রাশিয়ার ভারখয়ানস্ক।
৫০।বাংলাদেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিল – ২ বার।

Share This Post

Related Articles

Previous
Next Post »