Updates :
Loading...

বাংলাদেশ ব্যাংকে পরীক্ষার আগের এই সময়টাতে যা যা করবেন, যা দেখে নিবেন



বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (জেনারেল সাইড) পরীক্ষা । সময় খুবই কম
Courtesy >> Mamun Chowdhury

পরীক্ষায় বাংলা অংশ নিয়ে অনেকেই টেনশনে থাকেন। তবে বিগত দিনে ব্যাংক ও বিসিএসে আসা প্রশ্নগুলোই হয়তো কমন পাওয়া যাবে। তাই বুদ্ধিমানের কাজ হচ্ছে বিগত দিনের প্রশ্নগুলো সমাধান করা।
২০ টি প্রশ্নের মধ্যে যদি এনালাইসিস করা হয় তবে


১৪/১৫ টি সঠিক করা সম্ভব! ৪-৫টি হয়তো পারা যাবে না! আবার যারা অনেক বেশি পড়েছেন তারা হয়তো ১৭/১৮টি ও সঠিক করে ফেলতে পারবেন।
বাংলা যে যে অংশে প্রশ্ন হয়!
রবীন্দ্রনাথ ও কাজী নজরুল থেকে ১টি করে প্রশ্ন থাকে
এই উপন্যাস / প্রবন্ধ কার লেখা ? এই টাইপ প্রশ্ন কমন পড়লে তো হল না হলে এড়িয়ে যাওয়া ভালো।
সবুজপত্র নামক সংবাদ পত্রের সম্পাদক কে? বা এই টাপের প্রশ্ন
বাংলা সাহিত্যে _______ জনক কে? গদ্য/ পদ্য/ উপন্যাস/সনেট ইত্যাদি

এছাড়া অন্যান্য কবি লেখকের জীবনবৃত্তান্ত
সাহিত্যের যুগবিভাগ থেকে এতটা প্রশ্ন হয় না যা হয় বিসিএস এর জন্য
তবে ব্যকরণ অংশে অনেক প্রশ্ন থাকে!
যেমনঃ সমার্থক শব্দ / প্রতিশব্দ (সূর্য, চাঁদ, পৃথিবী, বায়ু, সমুদ্র, মা, কন্যা, পুত্র ইত্যাদি), বিপরীত শব্দ (খুবই কমন কিছু বিপরীত শব্দ), এক কথায় প্রকাশ, বানান শুদ্ধিকরণ, পারিভাষিক শব্দ, বাগধারা, সন্ধি বিচ্ছেদ, কারক, সমাস, প্রত্যয়, বিদেশী শব্দ ইত্যাদি!
বাংলায় টার্গেট রাখুন ১৪/১৫ টি।
যত কম ভুল দাগানো যায় ততই মঙ্গলজনক।
ভালোভাবে প্রস্তুতি নিন।
ধন্যবাদ।

Share This Post

Related Articles

Previous
Next Post »