Updates :
Error Loading Feed!

Suggestion of vocabulary for Bangladesh Bank examination




যদি ল্যাইগা যায়!!!
বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক পরীক্ষা প্রস্তুতি
ভোকাবুলারী থেকে ৫নম্বর থাকতে পারে। তাই বিগত সালে ব্যাংকের পরীক্ষায় আসা গুলোর দিকে এক পলক দেখা যাক
কমন না পড়লেও ইলিমিনেট করা যাবে।
২০১৫ সালের ব্যাংক এ আসা কিছু ভোকাবুলারি
By: Nazmul Hasan( Sumon)
জনি- কিরে মিসবা তোকে তো ” Raconteur” জানতাম, কিছু ঘটলেই বলার জন্য “Ardent” থাকতি, কিন্তু এখন ” Reclusive ” হয়ে বসে বসে কি করছিস? আর দেখতেও ” Apprehensive” লাগছে।
মিসবা- আরে কি করবো তনুকে মেরে ফেললো! সেনানিবাসের মতো যায়গাতে এমন ঘটনা ” Anomalous “। কোন ” Licentious” লোক এমন “Debonair” মেয়টাকে মেরে ” Abscond” করলো বুঝতেছিনা! ঘটনাটা আমার কাছে ” Acrimonious ” লাগছে। এখন সূত্র এর ” Paucity ” এর জন্য আসামী ধরা কঠিন মনে হচ্ছে কিন্তু ” Omniscient ” সব দেখেন তিনি তনুকে ” Perpetual” লাইফে শান্তি দেবেন আর অপরাধী ধরা পড়বে আর আমাদের যন্ত্রনা ” Alleviate” হবে।
জনি- হ্যা কি আর করবিরে আমাদের দেশের রাঘব বোয়াল রাই বড় ” Prevaricator” আর তারা যত বড় ” pilferer” কিন্তু তারা Sycophancy করে নিজেদের যায়গা পাকা করে। আমাদের কে উন্নত দেশের ” Emulation” করতে হবে নাহলে এমন ঘটনা কষ্ট গুলো ” Accretion ” করতেই থাকবে
এবার শব্দ গুলো দেখি
১)Raconteur – আমুদে, গল্প বলিয়ে লোক
২) Reclusive – একাকী, সন্যাসী
৩)Apprehensive – উদ্বিগ্ন, শংকিত
৪)Anomalous – ব্যাতিক্রম
৫)Licentious – দুশ্চরিত্র লোক
৬)Debonair – সদা হাশিখুশি
৭)Abscond- আত্মগোপন করা
৮)Acrimonious – তিক্ত,বিদ্বেষপূর্ন
৯)Paucity – স্বল্পতা, দুস্প্রাপ্যতা
১০)Omniscient – যিনি সব দেখেন
১১) Perpetual – অনন্ত, চিরস্থায়ী
১২)Alleviate – উপশম, যন্ত্রনা লাঘব
১৩)Prevaricator – সত্যের অপলাপকারী, মিথ্যাবাদী
১৪)pilferer- চোর, ছিচকে চোর
১৫)Sycophancy- তোষামোদি
১৬)Emulation – অনুকরন
১৭)Accretion – সংযোজন হওয়া।

=====================
২০১৫ সালে ব্যাংক এ আসা কিছু Vocabulary
..
কি খবর সাইফ?
আর বলোনা আমাদের প্লেয়ারদের মধ্যে যদি একটু “Sagacity ” থাকতো!! কেমন ” Imprudent ” এর মতো ম্যাচ টা হেরে বসলো!!
জনি- হ্যারে ভাই ধোনী তো শেষের ওভারে বারবার খেলা” Encumber” করলো! খেলোয়াড়রা নিজেদের খেলায় “Engrossed ” থাকতে পারলে এমন হতোনা। আরে তার পরেও মাহমুদুল্লাহ আর মুশফিক কে”Incautious” বলতেই হবে। এমন “superannuated” খেলা আশা করিনাই। যাই হোক হারার কারনে “Boorish” আর ” Braggart” ইন্ডিয়ান সমর্থক গুলো তো বেশ হইচই করছে। আর দেশের সবাই তো প্লেয়ারদের ” Felon” বানিয়ে দিয়েছে আর আমরা বেশিরভাগ ই সন্তষ্ট হইনা” malcontent ” থাকি।
যাই হোক আমাদের সাথে তো কম কিছু হলোনা আমাদের কথার ” preamble” যাই হোক ” Post script ” এ বলতে চাই আমরা আমাদের মেইন বোলার কে বাদ দিয়ে এমন খেলা খেলতে ” Impel” করা হইছে”
আচ্ছা এখন নতুন শব্দ গুলো দেখি এর অর্থ কি
১#)Sagacity( প্রজ্ঞা,বিচক্ষণতা): Wisdom, intelligence
২#)Imprudent ( অবিবেচক, হঠকারী)
৩#)Encumber( ব্যাহত করা) : Thwart, avert, hamper, burden
#৪)Engrossed ( নিবিষ্ট, সমাহিত) : Fully occupied
#৫) Incautious ( অসাবধান, হঠকারী)
#৬)Superannuated(সেকেলে) : Obsolete
#৭)Boorish( কথা ও আচরনে ভদ্রতাহীন)
#৮)Braggart ( দম্ভপূর্ণ, মিথ্যা বড়াইকারী)
#৯)Felon( গুরুতর অপরাধে দোষী ব্যাক্তি)
#১০)Malcontent ( যে ব্যাক্তি সর্বদা অসন্তুষ্ট থাকে)
#১১) Preamble ( প্রস্তাবনা)
#১২) Post script ( পুনশ্চ, সর্বশেষ তথ্য)
#১৩) Impel( বাধ্য করা, প্রবৃত্ত করা, চালিত করা)
======================
২০১৪ সালের ২ টা ব্যাংক এ আসা কিছু শব্দ নিয়ে…
……………………………………………………………..
জনি- কি মিসবা? সারাদিন ফেসবুকে কি? এটা যে “Deleterious ” বোঝনা? সারাদিন আর কাজ না করে এটা নিয়েই শুয়ে বসে থাকা ” Salubrious” না।
মিসবা- আরে শুধু খালি “Tirade” না করে একটু ” Encomium ” তো করতে পারেন। এতো “Fastidious” হলে কি চলে?
জনি- আরে ফেসবুক কি তোমার কাছে ” Lucrative ” লাগে? নিজে কি ” Altruistic ” কাজেই থাকবে?
সেদিন না “perjury” করলা বললা ফেসবুক কমাই দিবা? কিসের কি!! নিজে লিখা দাও মানুষ দাবি করে ” Plagiarism ” করছো! যদি এতে ” Pittance ” পেতে তাও কোন কাজে দিতো
মিসবা: ভাই এটা আমার ” propensity ” আমি বেশি যদি নাও হয় ” Meager” হলেও উপকার পাই ফেসবুক থেকে।
এমন ” Sullen” হয়ে থাইকেন না। ফেসবুক ছারা নিজেকে ” Destitute” মনে হয় এটা আমার ” Despair” কাটাতে সাহায্য করে আমি তো কারো সম্পদ ” Usurp” করতেছিনা” এটা আমাকে “elated” করে।
১)Deleterious – ক্ষতিকর
২)Salubrious – স্বাস্থ্যকর
৩)Tirade-দীর্ঘ তীরস্কারপূর্ণ বক্তব্য
৪)Encomium – উচ্চ প্রশংসা
৫)Fastidious – খুঁতখুঁতে
৬) Lucrative – লাভজনক
৭)Altruistic – পরের জন্য মংগলজনক
৮) perjury( মিথ্যা হলফ, শপথ ভংগ)
৯) Plagiarism ( চুরি করে অন্যের লেখা নিজের নামে চালানো)
১০)Pittance(সামান্য বেতন)
১১)Propensity ( স্বাভাবিক প্রবণতা)
১২)Meager( অপ্রতুল/ সামান্য)
১৩)Sullen( চাপা ক্রোধযুক্ত, গোমড়ামুখো)
১৪)Destitute ( নিঃস্ব, হতদরিদ্র)
১৫)Despair ( হতাশা, নৈরাশ্য)
১৬)Usurp( জবরদখল, আত্মসাৎ)
==========================
২০১২/১৩ সালে ব্যাংক এ আসা কিছু ভোকাবুলারি
…………………………………………………………………….
জনি: কিরে মিসবা নিজেকে “Aloof” করে রেখেছিস কেন? কে তোকে Sequester করেছে?
মিসবা: আরে নাহ দেশের কতগুলা টাকা ” Plunder” করে নিয়ে গেলো। ” Chicanery ” করে নিছে নাকি ব্যাংকের কেউ ” Placatory” করেছে চোরের সাথে বুঝিনা।
জনি: আমাদেরকে এই ” Exigency ” তে ” Pragmatic” হতে হবে, এক্সে কাউকে ” Indictment ” করা হবে আর সে ” Refute” করবে সেটাতে তো লাভ হবেনা। হয়তো এটা ” Inadvertent” কিন্তু ” Mischievous ” কেউ যে আমাদের মধ্যে ছিলোনা সেটা তো বলতে পারিনা।
মিসবা: হ্যা হয়তো কেউ দূর্বল নিরাপত্তা ব্যাবস্থা ” Exploit” করেছে। এই ঘটনা আমাদের ” Infuriate” করেছে কিন্তু এখন আমাদের ” Exaggeration ” না করে ” Taciturn ” হতে হবে। যাকে তাকে “Impute” না করে ” vacillation ” বাদ দিয়ে “Stern” পদক্ষেপ নিতে হবে। Treacherous যেই হোক ” Lackadaisical ” না হয়ে দেশের জন্য ” Sinister” “Recidivist” মানুষ কে আইনের আওতায় এনে ক্ষতির ” Recuperative” ব্যাবস্থা নিতে হবে
এবার অর্থ দেখি
১)Aloof = একান্তে, পৃথক
২)Sequester=( নিঃস্বংগ করে রাখা)
৩)Plunder ( ডাকাতি, লুঠতরাজ)
৪)Chicanery (প্রতারনা, চাতুরি)
৫)Placatory ( আপোষ)
৬)Exigency ( জরুরী অবস্থা, সংকট) : Crisis, emergency
৭)pragmatic ( বাস্তববাদী) : Practical
৮)Indictment ( অভিযোগ/ অভিযুক্ত হওয়া বা করা)
৯) Refute= অস্বীকার, খন্ডন :Disprove
১০)Inadvertent( অনিচ্ছাকৃত) : unintentional
১১)Mischievous= অনিষ্টকারক, দুষ্ট,: Derogatory
১২=Exploit = খারাপ ভাবে সুবিধা নেয়া
১৩) Infuriate( অত্যন্ত ক্রোধান্বিত)
১৪)Exaggeration ( অত্যুক্তি, অতিরঞ্জন)
১৫) Taciturn ( স্বল্পভাষী)
১৬)Impute( দোষ চাপানো) : accuse, charge, indict
১৭) Vacillation ( দ্বিধা) : hesitation
১৮)Stern( কঠোর)
১৯)Treacherous (বিশ্বাসঘাতক)
২০)Lackadaisical ( অবসাদগ্রস্ত, নিরূদ্যম)
২১)Sinister( অশুভ)
২২)Recidivist( মজ্জাগত ভাবে অপরাধ প্রবণ)
২৩) Recuperative ( ক্ষতিপূরণমূলক, পূনরুদ্ধার হয় এমন)
————————————————————————

আজ “D” দিয়ে বিভিন্ন পরীক্ষায় আসা এবং জানা থাকা দরকার এমন কিছু শব্দ
===========================================

১)Dauntless ( অদম্য, ভীতিহীন) : Intrepid
২)Deadlock( অচলাবস্থা) : Stalemate, gridlock
৩)Dearth (অভাব) : Scarcity, deficiency
৪)Debacle( পতন, ধ্বংস) : Fiasco, Catastrophe, calamity
৫) Debase( অধঃপতন ঘটানো, খারাপ করা) : Demean, Defile
৬)Debonair( খোশমেজাজি, মার্জিত) : Cultivated, urbane
৭)Dectry ( নিন্দা করা) : Disparage, deprecate, Condemn
৭) Defile( অপবিত্র করা/ অসম্মান): profane, Dishonor
৮)Deleterious ( ক্ষতিকর) : Harmful, Deadly,lethal
৯)delineate( বর্ণনা করা) : Potray, Dedcribe, define
১০)Delude( প্রতারনা করা): Deceive
১১) Deluge ( প্লাবিত করা, হতভম্ব করা) : Inunduation, overwhelm
১২)Demagogue ( বক্তৃতাস্বর্বস্বনেতা): False leader
১৩)Demise(মৃত্যু) : death
১৪)Demographic (জনসংখ্যাতাত্ত্বিক) : Related to population
১৫)demur(ইতস্তত করা, আপত্তি উপস্থাপন করা) : delay, object
১৬) Denigrate ( মানহানি, কালিমালেপন): Disparage, degrade, Defame
১৭)Depict ( বর্ণনা করা) : Portray
১৮)Deplete(শেষ করা, কমানো) : Exhaust, Reduce
১৯) Derelict (পরিত্যাক্ত) : Abandoned
২০)Deride( উপহাস করা) : ridicule, disdain, mockery
২১)Dermatologist ( ত্বক বিজ্ঞানী) : One who studies the skin and its diseases.
২২) Derogatory ( অবমাননাকর) : disparaging, deprecating
২৩)Desecrate (ধ্বংস করা, অপবিত্র করা): Damage, Vandalise, profane
২৪)Destitute ( হতদরিদ্র) : extremely poor
২৫)Detremental(ক্ষতিকর) : damaging
২৬)dexterous ( দক্ষ) : Skillful
২৭) Diabolical ( নারকীয়, অতিমন্দ, শয়তানসুলভ) : devilish
২৮)Diatribe (গালিগালাজ) : bitter scolding
২৯)Dilapidated( পরিত্যাক্ত, অবহেলিত) : the worse for wear
৩০)Dilettante ( অগভীর জ্ঞান সম্পন্ন) : dabber
৩১) Diligence ( অধ্যাবসায়) : persistent hard work
৩২)Dire( মারাত্ত্বক) : disastrous, terrible
৩৩)Disburse( প্রাপ্য অর্থ প্রদান) : pay out
৩৪)Discerning(প্রাজ্ঞ) : having insight
৩৫) Disconcert( বিব্রত বা উত্তেজিত করা) : disturb, emmbarrass
৩৬) Discordant (বেসুরো) : inharmonious
৩৭)Discrepancy ( অমিল): lack of consistency
৩৮) Discrimination ( বৈষম্য) : distinction
৩৯)Disinterested (নিরপেক্ষ) : unprejudiced, impartial, neutral
৪০) Dislodge( সরানো): remove( forcible)
৪১)Disparity ( অসমতা): bacically different
৪২)Dissiminate ( প্রচার, ছড়িয়ে দেয়া): Broadcast, Circulate
৪৩)Dissipate( অপচয় করা, দূর করা) : Squander
৪৪)Docile( বাধ্য) : Obedient
৪৫)Dogmatic( গোড়া): inflexible
৪৬)Dormant( সুপ্ত) : latent, torpid
৪৭)Droll( অদ্ভুত ও মজাদার): queer and amusing
৪৮)Dubious(সন্দেহজনক) : Doubtful
৪৯)Dupe( বোকা): Someone easily fooled
৫০) Dwindle(হ্রাস পাওয়া) : reduce
=====================
বিভিন্ন পরীক্ষাতে আসা “P” দিয়ে শব্দ
By: Nazmul Hasan
1) Palpable ( বোধগম্য, স্পষ্ট ) : Tangible
2)Paltry( তুচ্ছ, সামান্য) : insignificant
3)panacea(মহৌষধ) : Cure all
4)Pandemic ( পরিব্যাপ্ত) : widespread
5)Parallelism ( সাদৃশ্য) : similarity
6)Paramount( সর্বোচ্চ) : supreme
7)Parsimony( কৃপন) : stingy
8)Pastoral( গ্রামীণ) : Rural
9)Paucity ( অভাব, দুষ্প্রাপ্যতা) : scarcity
10)pedagogue ( শিক্ষক) : Teacher
11) Pedantic ( পন্ডিতসুলভ) : Bookish
12) paediatrician ( শিশু চিকিৎসক)
13.Pellucid ( স্বচ্ছ, নির্মল)
14)Penury( দারিদ্র্য) : extreme poverty
15)Perennial ( দীর্ঘস্থায়ী) : something long lasting
16)Perjury( মিথ্যা শপথ) : false swearing
17)pernicious ( ক্ষতিকর) : Very destructive
18)perpetrate( অন্যায় কাজ করা) : Commit offense
19.Perpetual ( অন্তহীন): Everlasting
20)pervasive ( ব্যাপক) : spread throughout
21)philanthropist ( মানবদরদী) : Lover of mankind
22)philistine ( অসভ্য) : narrow minded person
23.philology ( ভাষাবিজ্ঞান) : study of language
24)piquant ( ঝাঁঝালো কিন্তু সুখকর) : pleasantly tart testing
25)pithy ( সংক্ষিপ্ত, বলিষ্ঠ) : Concise
26)pittance ( সামান্য ভাতা) : A small allowance or wage
27)placate ( শান্ত করা) : pacify
28)plagiarism ( অন্যের লিখা চুরি) : steal another Idea
29)plausible ( আপাত গ্রাহ্য) : having a show of truth but open to doubt
30)plethora( প্রাচুর্য) : Excess
31) posterity ( ভবিষ্যত প্রজন্ম) : Descendants
32)Postulate ( সত্য বলে ধরে নেয়া) : assume, Claim
33)Pragmatic( ব্যাবহারিক) : Practical
34)Pretext ( ছল, ছুতা) : excuse
35) Preposterous ( ভুল) : erroneous
36)Prevaricate ( সত্য বলা থেকে বিরত থাকা): Hedge,
37)Prodigal( অপব্যায়ী) : Wasteful
38)Profane( অপবিত্র করা) : desecrate
39)Proliferate ( বংশবিস্তার) : Multiply
40)Propensity ( প্রবণতা) : natural inclination
41)Protocol( শিষ্টাচারবিধি) : Set of Rules
42)Prudent (সতর্ক) : Cautious
43) pseudonym ( ছদ্মনাম) : pen name
44)Prompt( অনুপ্রেরিত করা) : Cause
45)Prominent ( বিশিষ্ট) : Notable

courtesy: zakir’s bcs special

Share This Post

Related Articles

Previous
Next Post »

:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
:-?
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
$-)
(y)
(f)
x-)
(k)
(h)
cheer