দেশের সব সরকারি-বেসরকারি কলেজে ২৬ মে থেকে একাদশ শ্রেণিতে ভর্তির প্রক্রিয়া শুরু হচ্ছে। ক্লাস শুরু হবে ১০ জুলাই। এবারও মাধ্যমিকের ফলের ভিত্তিতেই ভর্তির বিধান রেখে নীতিমালা চূড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়।
সচিবালয়ে সোমবার এক সভা শেষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানান, এবারও অনলাইন ও মোবাইলে ২৬ মে থেকে ৯ জুন পর্যন্ত ভর্তির আবেদন নেয়া হবে। গত বছর শিক্ষার্থীরা পাঁচটি কলেজ পছন্দক্রমে রাখার সুযোগ পেলেও এবার ১০টি কলেজকে পছন্দক্রমে রাখা যাবে। এছাড়া ভর্তি ফিসহ অন্য বিষয়গুলোও থাকছে গতবারের মতোই। ১৬ জুন মেধাতালিকা প্রকাশ করা হবে। ১৮ থেকে ৩০ জুন কলেজে ভর্তি হতে পারবে শিক্ষার্থীরা। তবে বিলম্ব ফি দিয়ে ১০ থেকে ২০ জুলাই ভর্তি হওয়া যাবে বলে জানান শিক্ষামন্ত্রী।
Updates :
Error Loading Feed!
































Subscribe to:
Post Comments (Atom)