Updates :
Loading...

৩৭তম বিসিএস প্রিলি প্রস্তুতি


৩৭তম বিসিএস প্রিলি প্রস্তুতি
.........................................আশা করছি এই পোস্ট থেকে কমন পড়বে ।
.
টপিকস >>> ঐতিহাসিক স্থান, স্থাপনা-
-------------------------------
এই টপিকস থেকে বহুবার প্রশ্ন এসেছে । তাই গুরুত্বদিন। ৯-১০শ্রেণির ু ইতিহাস বই থেকেও পড়তে পারেন ।তবে সেটা পড়ার আগে বিগত সালের প্রশ্নগুলো দেখেনিবেন ও ধারণা নিবেন কোনগুলো বেশি আসে সেগুলো বিস্তারিত জানা ভালো।
============================
১. আফগান দুর্গ যেখানে অবস্থিত
-- ঢাকা কেন্দ্রীয় কারাগারের মধ্যে।
২. আহসান মঞ্জিল নির্মাণ করেন
-- নবাব আব্দুল গনি।
৩. মহাস্থানগড়ের যে যুগের শিলালিপি পাওয়া গেছে
-- মৌর্য যুগের।
৪. সোমপুর বিহার যেখানে অবস্থিত
-- নওগাঁ জেলার পাহাড়পুরে।
৫. পাহাড়পুরের বৌদ্ধ বিজারটি কি নামে পরিচিত
-- সোমপুর বিহার।
৬. সত্য পীরের ভিটাযেখানে অবস্থিত
-- নওগাঁ জেলার সোমপুর বিহারে।
৭. শালবন বিহার যেখানে অবস্থিত
-- কুমিল্লা জেলার ময়নামতিতে।
৮. শালবন বিহার তৈরী করেন
-- রাজাধিরাজ ভবদেব।
৯. আনন্দ বিহার যেখানেঅবস্থিত
-- কুমিল্লা জেলার লালমাই পাহাড়ে।
১০. আনন্দ বিহার তৈরী করেন
-- রাজা আনন্দ দেব।
১১. বাংলাদেশের প্রাচীন শহর
-- পুণ্ড্রবর্ধন। বর্তমানে মহাস্থানগড়।
১২. মহাস্থানগড় যে জেলায় অবস্থিত
-- বগুড়া জেলায়।
১৩. খোদার পাথর ভিটা যেখানে অবস্থিত
-- মহাস্থানগড়।
১৪. বৈরাগীর ভিটা যেখানে অবস্থিত
-- মহাস্থানগড়।
১৫. বৈরাগীর চাল যেখানে অবস্থিত
-- গাজিপুর জেলায়।
১৬. আনন্দ রাজার দীঘি যেখানে অবস্থিত
-- কুমিল্লার ময়নামতিতে।
১৭. রামুমন্দির যেখানেঅবস্থিত
-- কক্সবাজারের রামু থানায়।
১৮. উত্তরা গনভবন যেখানে
-- নাটোর জেলায়।
১৯. কান্তজীর মন্দির যেখানে অবস্থিত
-- দিনাজপুর।
২০. বাঘা জামে মসজিদ যেখানে অবস্থিত
-- রাজশাহীতে।

২১. পানাম নগর যেখানেঅবস্থিত
-- সোনারগাঁয়ে।
২২. বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বৌদ্ধ বিহার
-- সীতাকোট বিহার।
২৩. সীতাকোট বিহার অবস্থিত
-- দিনাজপুর।
২৪. সোনারগাঁও বাংলাদেশের রাজধানী ছিল
-- মূঘল আমলে।
২৫. বাংলার রাজধানী সোনারগাঁয় স্থাপন করেন
-- ঈশা খাঁ।
২৬. সোনারগাঁ নামকরণ হয়েছে
-- ঈশা খাঁর স্ত্রী সোনা বিবির নামে।
২ ৭. সোনারগাঁর পূর্বে বাংলার রাজধানী ছিল
-- মহাস্থানগড়।
২৮. পাঁচ বিবির মাজার অবস্থিত
-- সোনারগাঁতে।
২৯. বাংলাদেশের একমাত্র লোকশিল্প যাদুঘরটি অবস্থিত
-- সোনারগাঁতে।
৩০. সোনারগাঁয়ের পূর্ব নাম
-- সুবর্ণ গ্রাম।
৩১. ষাট গম্বুজ মসজিদ অবস্থিত
-- বাগেরহাট।
৩২. ষাট গম্বুজ মসজিদ নির্মাণ করেন
-- খান জাহান আলী।
৩৩. লালবাগ কেল্লা নির্মাণ শুরু করেন
-- যুবরাজ মোহাম্মদ আযম।
৩৪. লালবাগ কেল্লা নির্মাণ শেষ করেন
-- শায়েস্তা খান।
৩৫. লালবাগ কেল্লার আদি নাম
-- আওরঙ্গবাদ দুর্গ।
৩৬. ঢাকায় সর্বপ্রথম বাংলার রাজধানী হয়
-- ১৬১০ সালে।
৩৭. বাংলার রাজধানী রাজস্থান থেকে ঢাকায় স্থানান্তর করেন
-- সুবেদার ইসলাম খান।
৩৮. তারা মসজিদ কোথায় অবস্থিত
-- পুরান ঢাকায়।
৩৯. বজরা শাহী মসজিদ অবস্থিত
-- নোয়াখালী জেলার বেগমগঞ্জে।
৪০. মুজিব নগর অবস্থিত
-- মেহেরপুর জেলায়।
৪১. মহামুনি বিহার কাথায় অবস্থিত
-- চট্টগ্রামের রাউজানে।
৪২. সোমপুর বিহার তৈরী করেন
-- শ্রী ধর্মপাল দেব।
.
,
.=======================
টপিকস >>> বাংলাদেশের স্থাপত্য ও ভাস্কর্য:
...............................
এই টপিকস থেকেও প্রশ্ন বহুবার এসেছে । গুরুত্ব দিন ।
===============================
(1)শহীদ মিনার —ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গন — হামিদুর রহমান
(2)জাতীয় স্মৃতি সৌধ —সাভার,ঢাকা — সৈয়দ মইনুল হোসেন
(3)জাতীয় সংসদ ভবন —শেরে বাংলানগর, ঢাকা _মিঃ লুই আইকান
(4)অপরাজেয় বাংলা —কলা ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয় —সৈয়দ আব্দুল্লাহ খালেদ
(5)অমর একুশে — জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়, সাভার — জাহানারা পারভীন
(6)সাবাস বাংলাদেশ —রাজশাহী বিশ্ববিদ্যালয় —নিতুন কুন্ডু
(7)স্বোপার্জিতস্বাধীনতা — টিএসসি,ঢাকা বিশ্ববিদ্যালয় —শামীম সিকদার
(8)শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ — মীরপুর, ঢাকা —মোস্তফা হারুন কুদ্দুস
(9)শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ —মীরপুর, ঢাকা (২) — ফরিদ উদ্দিন আহমেদ
(10)জাতীয় যাদুঘর —শাহবাগ, ঢাকা — মোস্তফা কামাল
(11)কমলাপুর রেল স্টেশন_কমলাপুর, ঢাকা — মিঃ বব বুই
(12)স্বাধীনতা — কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা —হামিদুজ্জামান খান
(13)শাপলা চত্বর —মতিঝিল, ঢাকা — আজিজুল জলিল পাশা
(14)জাগ্রত চৌরঙ্গী —জয়দেবপুর চৌরাস্তা, গাজিপুর_ আবদুর রাজ্জাক
(15)মুজিবনগর স্মৃতিসৌধ_মুজিবনগর, মেহেরপুর —তানভীর কবির
=======================
টপিকস >>> নদ-নদীর সংযোগ স্থল : গুরুত্বপূর্ণ
===================
১. পদ্মা+যমুনা = গোয়ালন্দে (রাজবাড়ী) পদ্মা নাম ধারণ করেছে।
.
২.পদ্মা +মেঘনা = চাঁদপুরে মেঘনা নাম ধারণ করেছে।
.
৩.তিস্তা+ব্রক্ষপুত্র = গাইবান্ধায় ব্রহ্মপূত্র নামধারণ করেছে।
.
৪.ধলেশ্বরী+শীতলক্ষ্যা = নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নাম ধারণ করেছে।
.
৫.যুমনা+বাঙ্গালী = বগুড়ায় যমুনা নাম ধারণ করেছে।
.
৬.মেঘনা+পুরাতন ব্রহ্মপূত্র =কিশোরগঞ্জের ভৈরব বাজারে মেঘনা নাম ধারণ করেছে।
৭.সুরমা+কুশিয়ারা = মৌলভী বাজারের আজমিরিগঞ্জে মেঘনা নাম ধারণ
.
=================================
.
টপিকস >>> কৃষি বিষয়ক কিছু গবেষণা প্রতিষ্ঠান
====================================
1. বাংলাদেশ রাবার বোর্ড - চান্দগাঁও, চট্টগ্রাম
!
2. বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট - জয়দেবপুর, গাজীপুর
3. বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট - জয়দেবপুর, গাজীপুর
4. তৈলবীজ গবেষণা কেন্দ্র - জয়দেবপুর, গাজীপুর
5. বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট - মানিক মিয়া এভিনিউ, ঢাকা
6. বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট - সাভার, ঢাকা
!
7. বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট - ঈশ্বরদী,পাবনা
!
8. বাংলাদেশ ডাল গবেষণা কেন্দ্র -ঈশ্বরদী,পাবনা
!
9. বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট - শ্রীমঙ্গল,মৌলভীবাজার
!
10. বাংলাদেশ রেশম গবেষণা ওপ্রশিক্ষণ ইনস্টিটিউট - রাজশাহী
!
11. বাংলাদেশ আম গবেষণা কেন্দ্র -চাঁপাইনবাবগঞ্জ
!
12. বাংলাদেশ গম গবেষণা কেন্দ্র -
নশিপুর,দিনাজপুর
!
13. বাংলাদেশ মসলা গবেষণা কেন্দ্র - শিবগঞ্জ,বগুড়া
!
14. বাংলাদেশ তাঁত শিল্প ও প্রশিক্ষণ ইনস্টিটিউট - নরসিংদী
!
15. বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউট - ময়মনসিংহ
====
✿ মৎস্য গবেষণা ইনস্টিটিউট ✿
.
বাংলাদেশের_মৎস্য গবেষণা ইনস্টিটিউট = ৩টি
যথা:
● (১) স্বাদু পানির মাছ গবেষণা ইনস্টিটিউট (ময়মনসিংহ)
.
● (২) সামুদ্রিক পানির মাছ গবেষণা ইনস্টিটিউট (কক্সবাজার)
.
● (৩) ইলিশ ও নদীর মাছ গবেষণা ইনস্টিটিউট (চাঁদপুর)
✿_________ ✿
=======================================
টপিকস >>> দেশের গানের গীতিকার ও সুরকার
.
। =======================
১. জয় বাংলা, বাংলার জয়
গীতিকার : গাজী মাজহারুল আনোয়ার
সুরকার : আনোয়ার পারভেজ
.
২. একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়
গীতিকার : গাজী মাজহারুল আনোয়ার
সুরকার : আনোয়ার পারভেজ
.
৩. একতারা, তুই দেশের কথা বল রে এবার বল
গীতিকার : গাজী মাজহারুল আনোয়ার
সুরকার : আনোয়ার পারভেজ
.
৪. সেই রেল লাইনের ধারে মেঠো পথটার পাড়ে
গীতিকার : মোহাম্মদ রফিকুজ্জামান
সুরকার : আহমেদ ইমতিয়াজ বুলবুল
.
৫. একাত্তরের মা জননী, কোথায় তোমায় মুক্তিসেনার দল?
গীতিকার ও সুরকার : আহমেদ ইমতিয়াজ বুলবুল
.
৬. মোরা একটি ফুলকে বাঁচাব বলে
গীতিকার : গোবিন্দ হালদার
সুরকার : আপেল মাহমুদ
.
৭. একসাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা
গীতিকার : গোবিন্দ হালদার
সুরকার : আপেল মাহমুদ
৮. তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেবো রে
গীতিকার ও সুরকার : আপেল মাহমুদ

৯. একনদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে
গীতিকার ও সুরকার : খান আতাউর রহমান

১০. পূর্বদিগন্তে সূর্য উঠেছে
গীতিকার : গোবিন্দ হালদার’
সুরকার : সমর দাস

১১. নোঙ্গর তোলো, তোলো গীতিকার : নইম গহর
সুরকার : সমর দাস

১২. মুক্তির মন্দির সোপানতলে
গীতিকার : মোহিনী চৌধুরী
সুরকার : কৃষ্ণচন্দ্র দে

১৩. আমি বাংলায় গান গাই
গীতিকার ও সুরকার : প্রতুল মুখোপাধ্যায়’

১৪. এই পদ্মা, এই মেঘনা
গীতিকার ও সুরকার : আবু জাফর

. সোনা, সোনা, সোনা; লোকে বলে সোনা
গীতিকার ও সুরকার : আবদুল লতিফ

১৫. ধনধান্যে পুষ্পে ভরা
গীতিকার ও সুরকার : দ্বিজেন্দ্রলাল রায়

১৬. সালাম সালাম হাজার সালাম
গীতিকার : ফজলে খোদা
সুরকার : আবদুল জব্বার

১৭.ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায় :
গীতিকার : আবদুল লতিফ

১৯. কারার ঐ লৌহকপাট
গীতিকার ও সুরকার : কাজী নজরুল ইসলাম’

২০. ভয় কী মরণে রাখিতে সন্তানে
গীতিকার ও সুরকার : মুকুন্দ দাস

২১. যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তিসেনা
গীতিকার : নাসিম খান
সুরকার : সেলিম আশরাফ

২২. সব কটা জানালা খুলে দাও না
গীতিকার : নজরুল ইসলাম বাবু
সুরকার : আহমেদ ইমতিয়াজ বুলবুল

২৩. সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য
গীতিকার ও সুরকার : আহমেদ ইমতিয়াজ বুলবুল

২৪. সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি
গীতিকার : মনিরুজ্জামান মনির
সুরকার : আলাউদ্দিন আলি

২৫. প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ
গীতিকার : মনিরুজ্জামান মনির
সুরকার : আলাউদ্দিন আলি

২৬. একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার
গীতিকার : নইম গহর
সুরকার : অজিত রায়

২৭. শোনো একটি মুজিবরের থেকে
গীতিকার : গৌরীপ্রসন্ন মজুমদার
সুরকার : অংশুমান রায়

২৮. জনতার সংগ্রাম চলবেই
গীতিকার : সিকান্দার আবু জাফর
সুরকার : শেখ লুতফর রহমান

২৯. রক্ত দিয়ে নাম লিখেছি
গীতিকার : আবুল কাশেম সন্দ্বীপ
সুরকার : সুজেয় শ্যাম

৩০. সোনায় মোড়ানো বাংলা মোদের শ্মশান করেছে কে?
গীতিকার ও সুরকার : মকসেদ আলি খান সাঁই

৩১. বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ ’
গীতিকার : গৌরীপ্রসন্ন মজুমদার
সুরকার : শ্যামল মিত্র

৩২. বিচারপতি তোমার বিচার করবে যারা
গীতিকার ও সুরকার : সলিল চৌধুরী

৩৩. ও মাঝি নাও ছাইড়া দে
গীতিকার : এসএম হেদায়েত
সুরকার : আহমেদ ইমতিয়াজ বুলবুল

৩৪. আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
গীতিকার : আবদুল গাফফার চৌধুরী
সুরকার : আলতাফ মাহমুদ

৩৫. মা গো, ভাবনা কেন?
গীতিকার : গৌরীপ্রসন্ন মজুমদার
’সুরকার : সমর দাস
Courtesy : Zakir's BCS specials

Share This Post

Related Articles

Previous
Next Post »